Q. [ (4387)²⁴⁵ x (621)⁷²] -এর একক স্থানীয় অঙ্ক হল –
(a) 1
(b) 2
(c) 5
(d) 4
Answer – (d) 4
Q. 0.121212…-এর p/q আকার হল-
(a) 4/11
(b) 2/11
(c) 4/33
(d) 2/33
Answer – (c) 4/33
Q. log11/5 + log14/3 – log22/15 =কত?
(a) log2
(b) log3
(c) log5
(d) log7
Answer – (d) log7
Q. a : b = 2:3 এবং b : c = 4 : 5 হলে, a² : b²: bc = ?
(a) 4:9:45
(b) 16:36:45
(c) 16:36 : 20
(d) 4:36:40
Answer – (b) 16:36:45
Q. A, B এবং C যথাক্রমে 27000 টাকা, 81000 টাকা এবং 72000 টাকা নিয়ে একটি ব্যাবসা শুরু করে। বছরের শেষে B-এর 36000 টাকা লাভ হলে, মোট লাভ কত টাকা?
(a) 108000 টাকা
(b) 116000 টাকা
(c) 80000 টাকা
(d) 92000 টাকা
Answer – (c) 80000 টাকা
Q. একটি ছাত্রের 10 টি পরীক্ষায় নম্বরের গড় ৪০। সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয়, তবে সর্বনিম্ন নম্বর কত?
(a) 55
(b) 62
(c) 61
(d) 60
Answer – (d) 60
Q. 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে। অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে। কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে?
(a) 5
(b) 40
(c) 20
(d) 10
Answer – (c) 20
Q. দুটি নল একটি খালি ট্যাংক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে, কত সময়ে খালি ট্যাংক পূর্ণ হবে?
(a) 5 মিনিট
(b) 5 2/3 মিনিট
(c) 6 3/7 মিনিট
(d) 6 1/4 মিনিট
Answer – (c) 6 3/7 মিনিট
Q. এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি/ঘণ্টা এবং 11 কিমি/ঘণ্টা হলে, 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে?
(a) 100
(b) 190
(c) 200
(d) 150
Answer – (a) 100
Q. একটি ট্রেন 40 কিমি/ঘণ্টা গতিবেগে গতিশীল । এক ভদ্রলোক 25 কিমি/ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল । যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
(a) 100
(b) 50
(c) 150
(d) 200
Answer – (d) 200
Q. স্থির জলে একটি নৌকার বেগ 36 কিমি/ঘন্টা । স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘণ্টা 45 মিনিটে 5.6 কিমি পথ অতিক্রম করে। স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে?
(a) 2 ঘণ্টা 25 মিনিট
(b) 3 ঘণ্টা
(c) 1 ঘণ্টা 24 মিনিট
(d) 2 ঘণ্টা 21 মিনিট
Answer – (c) 1 ঘণ্টা 24 মিনিট
Q. 2 টাকায় 3 টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2 টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত?
(a) 110%
(b) 120%
(c) 115%
(d) 125%
Answer – (d) 125%
Q. কোনো মূলধন 4 বছরে সুদে-আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়। আসল কত?
(a) 800 টাকা
(b) 1050 টাকা
(c) 1000 টাকা
(d) 1100 টাকা
Answer – (c) 1000 টাকা
Q. কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2544 টাকা হলে সরল সুদ কত টাকা?
(a) 2400
(b) 2500
(c) 2480
(d) 2440
Answer – (a) 2400
Q. খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয়মূল্যে বিক্রি করলে 16 2/3% লাভ হবে?
(a) 6:1
(b) 1:6
(c) 4:3
(d) 2:3
Answer – (a) 6:1