Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –
(a) Breathing
(b) Whistling
(c) Singing
(d) Crying
Answer – (a) Breathing
Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –
(a) গুজরাট
(b) ওড়িয়া
(c) উর্দু
(d) মাগধী
Answer – (d) মাগধী
Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –
(a) ভ্রু
(b) পা
(c) কান
(d) নাক
Answer – (a) ভ্রু
Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –
(a) মহানদী
(b) কাবেরী
(c) নর্মদা
(d) কৃষ্না
Answer – (c) নর্মদা
নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:
Q. অর্কেস্ট্রা : সঞ্চালক :: দল : ?
(a) অধিনায়ক (Captain )
(b) সদস্য (Member)
(c) ম্যানেজার (Manager)
(d) প্রশিক্ষক (Coach)
Answer -(a) অধিনায়ক (Captain )
নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:
Q. নাবিক (Sailor) : জাহাজ (Ship) :: পাইলট ?
(a) ট্রেন ( Train)
(b) বিমান ( Aeroplane)
(c) ট্যাক্সি ( Taxi)
(d) বাস ( Bus)
Answer – (b) বিমান ( Aeroplane)
নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:
Q. আফগানিস্তান : আফগান আফগানি :: ইরাক : ?
(a) ইরাকি রিয়েল (Rial)
(b) পেসো (Peso )
(c) ইরাকি দিনার (Dinar)
(d) ইরাকি ইউরো ( Euro)
Answer – (c) ইরাকি দিনার (Dinar)
নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:
Q. আইন(Lawyer): আদালত(Court): শেফ(Chef): ?
(a) রাস্তা (Road)
(b) নাটক (Drama)
(c) রান্নাঘর (Kitchen)
(d) মঞ্চ (stage)
Answer – (c) রান্নাঘর (Kitchen)
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. রং (Colour) : চিত্রকর (Painter) :: কাঠ (Wood) : ?
(a) আসবাব (Furniture)
(b) অরণ্য(Forest)
(c) আগুন (Fire)
(d) ছুতোর (Carpenter)
Answer – (d) ছুতোর (Carpenter)
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. ওষুধ (Medicine) : অসুখ (Illness) :: বই (Book) : ?
(a) অজ্ঞানতা (Ignorance)
(b) জ্ঞান (Knowledge)
(c) লেখক (Author)
(d) শিক্ষক (Teacher)
Answer – (a) অজ্ঞানতা (Ignorance)
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. River: Dam:: Traffic: ?
(a) Signal
(b) Vehicle
(c) Motion
(d) Lane
Answer – (a) Signal
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. কাচি(Scissors): কাপড় (Cloth): ?
(a) পাথর: পেষাইকল (Stone: Grinder)
(b) কুঠার: কাঠ (Axe: Wood)
(c) ছুরি: পাথর (Knife: stone)
(d) বন্দুক: শিকার (Gun:Hunt)
Answer – (b) কুঠার: কাঠ (Axe: Wood)
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. GIKM: TRPN :: JLNP: ?
(a) QOMN
(b) WUSQ
(c) PRTV
(d) TVXZ
Answer – (b) WUSQ
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. ACAZX: DFDWU :: GIGTR:?
(a) JKIQO
(b) JLJQO
(c) JKJOQ
(d) JLJOP
Answer – (b) JLJQO
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. EGIK: FILO:: FHJL: ?
(a) JGMP
(b) JGPM
(c) GJPM
(d) GJMP
Answer – (d) GJMP