Q. কোনো জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্তি করার প্রক্রিয়াকে বলা হয়-
(a) নামকরণ
(b) শ্রেণিবিন্যাস
(c) শনাক্তকরণ
(d) বৈশিষ্ট্যায়ন
Answer – (b) শ্রেণিবিন্যাস
Q. শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা হল-
(a) জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয়
(b) হারানো যোগ সূত্রের সন্ধান
(c) বিবর্তনের পথের সন্ধান
(d) উপরে সবগুলি প্রযোজ্য
Answer – (d) উপরে সবগুলি প্রযোজ্য
Q. দ্বি-পদ নামকরণের জনক হলেন-
(a) ল্যামার্ক
(b) লিনিয়াস
(c) সিম্পসন
(d) বেন্থাম
Answer – (b) লিনিয়াস
Q. ট্যাক্সন হল-
(a) শ্রেণিবিন্যাসের একক
(b) সিস্টেমেটিক্সের একক
(c) ক্যাটেগরির একক
(d) কোনোটই নয়
Answer – (a) শ্রেণিবিন্যাসের একক
Q. নিনিয়ান হায়ারার্কিতে ব্যবহৃত প্রধান ক্যাটেগরির সংখ্যা হল-
(a) পাঁচ
(b) ছয়
(c) সাত
(d) নয়
Answer – (c) সাত
Q. টাক্সানমির সর্বনিম্ন একক হল-
(a) পর্ব
(b) গোত্র
(c) শ্রেণি
(d) প্রজাতি
Answer – (d) প্রজাতি
Q. প্রজাতি হল
(a) একই প্রকার অঙ্গসংস্থানিক গঠনযুক্ত
(b) প্রজননক্ষম অপত্য সৃষ্টি করে।
(c) ভিন্ন প্রজাতির জীবেরা প্রকৃতিতে প্রজনন করে না
(d) সবগুলি সঠিক
Answer – (d) সবগুলি সঠিক
Q. জীবজগতে পাঁচ রাজ্যের শ্রেণি বিন্যাস করেন-
(a) লিনিয়াস
(b) হুইটেকার
(c) হাক্সলে
(d) বেন্থাম
Answer – (b) হুইটেকার
Q. স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন-
(a) জন রে
(b) লিনিয়াস
(c) হুকার
(d) এগুলার
Answer – (a) জন রে
Q. উদ্ভিদ বিদ্যার জনক হলেন-
(a) থিওফ্রেটাস
(b) অ্যারিস্টটল
(c) মায়ার
(d) ল্যামার্ক
Answer – (a) থিওফ্রেটাস
Q. মাইকোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
(a) প্রোটিস্টা
(b) মোনেরা
(c) ফাংগি
(d) অ্যানিমালিয়া
Answer – (b) মোনেরা
Q. উদ্ভিদ নামকরণের নিয়মাবলী তৈরিকারী সংগঠনটি হল-
(a) ICZN
(b) IUCN
(c) ICBN
(d) কোনোটই নয়
Answer – (c) ICBN
Q. অ্যাগারিকাস নিম্নলিখিত কোন জীবরাজ্যে অবস্থান করে?
(a) প্ল্যান্টি
(b) ফানজি
(c) প্রোটিস্টা
(d) মোনেরো
Answer – (b) ফানজি
Q. কোশপ্রাচীর কাইটিন নির্মিত এবং মৃতজীবী বা পরজীবী বা। মিথোজীবী প্রকৃতির এমন একটি জীব হল-
(a) প্লাজমোডিয়াম
(b) ঈস্ট
(c) ই. কোলাই
(d) অ্যামিবা
Answer – (b) ঈস্ট
Q. ‘উদ্ভিদ জগতে রত্ন’ নামে পরিচিত উদ্ভিদটি হল-
(a) রিকেটসিয়া
(b) ব্যাকটেরিয়া
(c) সায়ানো ব্যাকটেরিয়া
(d) ডায়াটম
Answer – (d) ডায়াটম
Q. কেল্প হল-
(a) লোহিত শৈবাল
(b) নীলাভ সবুজ শৈবাল
(c) জিগনেমা
(d) দৈত্যকার বাদামী শৈবাল
Answer – (d) দৈত্যকার বাদামী শৈবাল
Q. উদ্ভিদ জগতের উভচুর বলা হয়-
(a) শৈবাল
(b) মস
(c) ফার্ণ
(d) ব্যক্তবীজী
Answer – (b) মস
Q. ক্লোরোফিল বিহীন সমাঙ্গদেহী উদ্ভিদ হল-
(a) শৈবাল
(b) ব্রায়োফাইট
(c) ছত্রাক
(d) টেরিডোফাইট
Answer – (c) ছত্রাক
Q. উদ্ভিদ জগতের ভ্যাসকুলার ক্রিস্টোগ্যামস বলা হয়-
(a) টেরিডোফাইটা
(b) ব্রায়োফাইটা
(c) ছত্রাক
(d) ব্যাকটেরিয়া
Answer – (a) টেরিডোফাইটা
Q. সংবহন কলা বিহীন একটি লিভারওয়াট হল-
(a) ল্যামিনেরিয়া
(b) পেনিসিলিয়াম
(c) মারসিলিয়া
(d) রিকসিয়া
Answer – (d) রিকসিয়া
Q. অনাবৃত বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ হল-
(a) লাইকোপোডিয়াম
(b) নিটাম
(c) মারসিলিয়া
(d) মার্কনশিয়া
Answer – (b) নিটাম
Q. আবরণীসহ বীজযুক্ত উদ্ভিদদের বলে-
(a) ফাংগি
(b) জিমনোস্পার্ম
(c) অ্যাঞ্জিওস্পার্ম
(d) কোনোটিই নয়
Answer – (c) অ্যাঞ্জিওস্পার্ম