Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –
(a) রিক্সা (Rickshaw)
(b) ট্যাক্সি (Taxi)
(c) টাঙ্গা (Tanga)
(d) গরুর গাড়ি (Cart)
Answer – (b) ট্যাক্সি (Taxi)
Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –
(a) Brass
(b) Gun Metal
(c) Bronze
(d) Germanium
Answer – (d) Germanium
Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –
(a) সিমলা
(b) উটি
(c) দেরাদুন
(d) কুলু
Answer – (c) দেরাদুন
Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –
(a) নেপাল ( Nepal)
(b) জার্মানি ( Germany)
(c) চিন (China)
(d) ভারত (India)
Answer – (b) জার্মানি ( Germany)
নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:
Q. রাজা (King) : সিংহাসন ( Throne) :: অশ্বারোহী (Rider): ?
(a) ঘোড়ার জিন (Saddle )
(b) কেদারা (Chair)
(c) ঘোড়া (Horse )
(d) আসন (Seat)
Answer – (a) ঘোড়ার জিন (Saddle )
নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:
Q. টেবিল (Table) : কাঠ (Wood) :: জামা (Shirt) : ?
(a) সুতি (Cotton)
(b) সুতো (Thread)
(c) কাপড় (Cloth)
(d) পোশাক (Garment)
Answer – (c) কাপড় (Cloth)
নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:
Q. Cat: Mew:: Goat:?
(a) Grunt
(b) Bleat
(c) Bray
(d) Howl
Answer – (b) Bleat
নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:
Q. Caw: Crow :: Neigh: ?
(a) Horse
(b) Hen
(c) Cuckoo
(d) Lion
Answer – (a) Horse
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. Cougar: South America :: Ohapi: ?
(a) India
(b) Central Africa
(c) North America
(d) Pakistan
Answer – (b) Central Africa
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. শিরা (Vain) : রক্ত (Blood) :: তেল (Oil) : ?
(a) গাড়ি (Car)
(b) ইঞ্জিন ( Engine)
(c) পাইপ লাইন (Pipeline)
(d) পেট্রল (Petrol)
Answer – (c) পাইপ লাইন (Pipeline)
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. দীর্ঘ (Tall) : বামন ( Dwarf) :: দয়ালু ( kind): ?
(a) দুর্বল ( Weak)
(b) মৃদু ( Centre)
(c) নিষ্ঠুর ( Crual)
(d) ক্ষমা করা ( ক্ষমা করা)
Answer – (c) নিষ্ঠুর ( Crual)
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. সাধু (Saint) : ধ্যান (Meditation) :: বিজ্ঞানী (Scientist) : ?
(a) গবেষণা (Research)
(b) জ্ঞান (Knowledge)
(c) আধ্যাত্মিক (Spiritual)
(d) যৌক্তিক (Rational)
Answer – (a) গবেষণা (Research)
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. Voyage: Sea sickness :: Height: ?
(a) Ship
(b) Travel
(c) Giddiness
(d) Motion
Answer – (c) Giddiness
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. খাদ্যপরিবেশিকা (Waitress) : রেস্তোরা (Restaurant) :: ?
(a) ডাক্তার: সেবিকা (Doctor: Nurse)
(b) চালক: বিদ্যালয় (Driver: School)
(c) শিক্ষক: বিদ্যালয় (Teacher: School)
(d) অভিনেতা: ভূমিকা (Doctor: Role)
Answer – (c) শিক্ষক: বিদ্যালয় (Teacher: School)
সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –
Q. বই (Book) : কাগজ (Paper) :: রুটি (Bread) : ?
(a) ময়দা (Flour)
(b) বিস্কুট (Biscuit)
(c) কেক (Cake)
(d) মাখন (Butter)
Answer – (a) ময়দা (Flour)