Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –

(a) পরিসীমা (Perimeter)
(b) ক্ষেত্রফল ( Area)
(c) ঘনত্ব (Density)
(d) দূরত্ব (Distance)
Answer – (c) ঘনত্ব (Density)

Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –

(a) Murder
(b) Kill
(c) Kidnap
(d) Assassinate
Answer – (c) Kidnap

Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –

(a) SMS
(b) Speed Post
(c) Letter
(d) Money Order
Answer – (a) SMS

Q. বেমানান শব্দ, বর্ণ/ গুচ্ছ চিহ্নিত করো –

(a) External Hard Drive
(b) Keyboard
(c) Digital Camera
(d) Compact Disc
Answer – (c) Digital Camera

নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:

Q. Boy Girl :: Pig:?

(a) Sow
(b) Ewe
(c) Doe
(d) Bitch
Answer – (a) Sow

নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:

Q. Hamlet: Village :: Metropolis : ?

(a) Urban
(b) City
(c) District
(d) Place
Answer – (b) City

নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:

Q. চা (Tea): পেয়ালা (Cup) :: তামাক (Tobacco): ?

(a) পাতা ( Leaves)
(b) টক্সিন (Toxin)
(c) নেশা (Addiction)
(d) হুকা (Hookah)
Answer – (d) হুকা (Hookah)

নীচের প্রতিটি প্রশ্নে :: চিহ্নের বাঁদিকে এবং চিহ্নের দুপাশে দুটি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। একই প্রকার সম্পর্ক :: চিহ্নের ডানদিকে প্রদত্ত শব্দটির সঙ্গে A,B,C,এবং Dচিহ্নিত শব্দগুলির মধ্যে যেটির সঙ্গে বিদ্যমান, সেটি শনাক্ত করো:

Q. Tanning: চামড়া (Leather) :: Pyrotechnics: ?

(a) যন্ত্রপাতি (Machinery)
(b) বোমা (Bombs)
(c) আতশবাজি (Fire works)
(d) উল ( Wool)
Answer – (c) আতশবাজি (Fire works)

সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –

Q. Cure: Disease:: Heal: ?

(a) অসুস্থতা (Illness)
(b) ক্ষত (Injury)
(c) পুনরুদ্ধার (Recover)
(d) অসুখ (Sick
Answer – (b) ক্ষত (Injury)

সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –

Q. ব্যাকটেরিয়া (Bacteria) : অণুবীক্ষণ যন্ত্র (Microsco) :: ৺চাদ(Moon): ?

(a) রাত (Night)
(b) পৃথিবী (Earth)
(c) উপগ্রহ (Satellite )
(d) দূরবিক্ষণ (Telescope)
Answer – (d) দূরবিক্ষণ (Telescope)

সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –

Q. Currency: Yen :: Nationality: ?

(a) Person
(c) Indian
(b) Nation
(d) Patrotism
Answer – (c) Indian

সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –

Q. প্রবাহ (Flow) : নদী (River) : : স্থির (Stagnant) : ?

(a) পুকুর (Pond)
(b) বৃষ্টি (Rain)
(c) জলপ্রবাহ ( Stream)
(d) খাল (Canal)
Answer – (a) পুকুর (Pond)

সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –

Q. MOUSE: KPSTC:: LIGHT: ?

(a) MJHIU
(b) MGHFU
(c) JGEFR
(d) JJEIR
Answer – (d) JJEIR

সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –

Q. XZG: CAT::?: DOG

(a) TIW
(b) GAD
(c) OWT
(d) WLT
Answer – (d) WLT

সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো –

Q. CARD: IGXJ :: POST: ?

(a) UTXY
(b) VUYZ
(c) UTYZ
(d) VUXY
Answer – (b) VUYZ

Scroll to Top