GNM ANM Life Science Previous year Question 2021 Shift – 1

আজকে আমরা GNM ANM Life Science Previous Year 2021 এর কোশ্চেন অ্যানসার আলোচনা করছি তোমরা কোশ্চেন গুলো দেখো এই টাইপের কোশ্চেন এ বছর যে এক্সাম হবে এই ভাবেই কোশ্চেন গুলো আসতে পারে

1.কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে?

(A) অক্সিন

(B) সাইটোকাইনি

(C) জিব্বেরেলিন

(D) ফ্লোরিজেন

Answer (B) সাইটোকাইনিন

2.যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n = 27 হয় তাহলে ঐ উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্য কত হবে ?
(A) 9.

(B) 18

(C) 27

(D) 36

Answer (A) 9

3.নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পন্ন করে।

(A) মুল

(B) পাতা

(C) কান্ড

(D) পাতা

Answer (C) কান্ড

4. একসংকর জননে অসম্পূর্ণ প্রকটভার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপিক অনুপাতটি হল

(A) 3:1

(B) 1:2:1

(C) 9:3:3:1

(D) 2:1:1

Answer (B) 1:2:1

gnm anm previous year question

5. মাথা ময়দার তালের সাথে ইষ্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায়, এর কারণ হল

(A) কোরকোদগম প্রক্রিয়ায় নতুন ইষ্ট কোষ তৈরী হয়।

(B) শৃঙ্খল থেকে কোরকোনগম প্রক্রিয়ায় নতুন ইষ্ট তৈরী হয়।

(C) দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়া ইট কোষ শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত করে।

(D) প্রচুর পরিমাণ ইটের উপস্থিতি।

Answer (C) দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়া ইট কোষ শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত করে।

6. ক্রোমোজোমের শেষপ্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে বলে

(A) অ্যাক্রোসেট্রিক

(B) টেলোসেট্রিক

(C) অ্যাসেট্রিক

(D) মেটাসেট্রিক

Answer (A) অ্যাক্রোসেট্রিক

7. ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না?

(A) যোগ্যতমের উদবর্তন

(B) প্রাকৃতিক নির্বাচন

(C) অস্তিত্বের জন্য সংগ্রাম

(D) অর্জিত বৈশিষ্ট্যর উত্তরাধিকার

Answer (D) অর্জিত বৈশিষ্ট্যর উত্তরাধিকার

8. পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়

(A) সাইকন

(B) শামুক

(C) ঝিনুক

(D) প্ল্যানেরিয়া

Answer (D) প্ল্যানেরিয়া

9. নীচের কোন পর্যায়ে DNA-এর সংখ্যা দ্বিগুণ হয়।

(A) M-দশা

(B) G1-দশা

(C) S- দশা

(D) G2-দশ

Answer (C) S- দশা

10. মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে?

(A) হাইপোথ্যালামাস

(B) থ্যালামাস

(c) পনস্

(D) সেরিবেলাম

Answer (B) থ্যালামাস

11. নীচের কোনটি RNA এর গঠনগত উপাদান নয়

(A) রাইবোজ শর্করা

(B) ইউরাসিল বেস

(C) থাইমিন বেস

(D) ফসফোরিক অ্যাসিড

Answer (C) থাইমিন বেস

12. কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে?

(A) নাইট্রোব্যাকটর

(B) নাইট্রোসোমোনাস

(C) ক্লসট্রিডিয়াম

(D) থিয়োবাসিলাস

Answer (A) নাইট্রোব্যাকটর

anm gnm previous yesr question paper

13. হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ-B টিকা হল-

(A) সংযুক্ত টীকা

(B) টক্সয়েড টীকা

(C) নিষ্ক্রীয় জীবাণু টীকা

(D) জীবিত জীবাণু টীকা

Answer (A) সংযুক্ত টীকা

14. হিঞ্জ সন্ধি অবস্থিত-
[A] খাড়

[B] কাঁধ

[C] করোটি

[D] হাঁটুতে

Answer [D] হাঁটুতে

15. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে-

[A] লঘু মস্তিষ্ক

[C] যোজক

[B] গুরু মস্তিষ্ক

[D] সুষুম্নাশীর্ষক

Answer [A] লঘু মস্তিষ্ক

16. ক্রিসমাস ডিজিজের অপর নাম হল-

[A] হিমোফিলিয়া A

[B] হিমোফিলিয়া – B

[C] থ্যালাসেমিয়া a

[D] B-থ্যালাসেমিয়া

Answer [B] হিমোফিলিয়া – B

17. লজ্জাবতী লতার পত্রকের চলন হল

(A) আলোকব্যাপ্তি চলন

(B) তাপব্যাপ্তি চলন

(C) স্পর্শব্যাপ্তি চলন

(D) রসায়ন ব্যাপ্তি চলন

Answer (C) স্পর্শব্যাপ্তি চলন

18. কোন হরমোনটি অমর থেকে ক্ষরিত হয় না ?

(A) hCG

(B) ইস্ট্রোজেন

(C) প্রজেস্টেরন

(D) LH

Answer (D) LH

19. মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ার দ্বিতীয় অপতা বংশে উৎপন্ন জিনোটাইপ ও ফিনোটাইপের সংখ্যা কত

(A) ফিনোটাইপ-4; জিনোটাইপ-9

(B) ফিনোটাইপ-এ, জিনোটাইপ-4

(C) ফিনোটাইপ-4; জিনোটাইপ-16

(D) ফিনোটাইপ-4 জিনোটাইপ-৪

Answer – (A) ফিনোটাইপ-4; জিনোটাইপ-9

20. প্রথম জিনগত উপাদানটি হল-

(A) প্রোটিন

(B) DNA

(C) RNA

(D) কার্বোহাইড্রেট

Answer (C) RNA

21. সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ-

(A) কৃত্তিম নির্বাচন

(B) জিন প্রবাহ

(C) অভিসারী বিবর্তন

(D) অপসারী বিবর্তন

Answer (C) অভিসারী বিবর্তন

gnm anm previous year question paper with answer

22. শুক্রাশয়ের কোন কোশ থেকে টেস্টোস্টেরণ হরমোন ক্ষরিত হয়।

(A) স্টেম সেল / কোশ

(B) জার্ম কোশ

(C) সার্টোলি কোশ

(D) ইন্টারস্টিসিয়াল কোশ

Answer (D) ইন্টারস্টিসিয়াল কোশ

23. নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি দেখা যায়

(A) প্রাথমিক খাঁজে

(B) গৌণ খাঁজে

(C) স্যাটেলাইট অঞ্চে

(D) টেলোমিয়ার বা প্রান্তীয় অঞ্চলে

Answer (B) গৌণ খাঁজে

24. ব্লাড ব্যাঙ্কে রক্ততঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশী ব্যবহ্যত হয়?

(A) হেপারিন

(B) হিরুডিন

(C) সোডিয়াম সাইট্রেট

(D) ক্যালসিয়াম সাইট্রেট

Answer (C) সোডিয়াম সাইট্রেট

25. আদার গ্রন্থিকান্ড, আলুর স্ফীতকন্দ, মটর গাছের আকর্ষ কী জাতীয় অঙ্গ ?

(A) সমসংস্থ অঙ্গ

(B) সমবৃত্তীয় অঙ্গ

(C) নিষ্ক্রিয় অঙ্গ

(D) প্রতিস্থাপিত অঙ্গ

Answer (A) সমসংস্থ অঙ্গ

Scroll to Top