GNM ANM Life Science Previous year Question 2021 Shift – 2

আজকে আমরা GNM ANM Life Science Previous Year Question Paper 2021 এর কোশ্চেন অ্যানসার আলোচনা করছি তোমরা কোশ্চেন গুলো দেখো এই টাইপের কোশ্চেন এ বছর যে এক্সাম হবে এই ভাবেই কোশ্চেন গুলো আসতে পারে

1.অঙ্গস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকান্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় ?

(A) সুন্দরী

(B) ক্যাকটাস

(C) মটর গাছ

(D) পার্থেনিয়াম

Answer (B) ক্যাকটাস

2. নীচের কোনটি লবণাম্বু উদ্ভিদের উদাহরণ ?

(A) হাইগ্রোফিলা (কুলেখাড়া)

(B) স্যালভিয়া

(C) ওয়াটারচেষ্টনাট (পানিফল)

(D) অ্যাভিসেনিয়া

Answer (D) অ্যাভিসেনিয়া

3.দুটি সংকর লম্বা মটরগাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটরগাছ উৎপন্ন হবে ?

(A) 50% এবং 25%

(B) 25% এবং 25%

(C) 75% এবং 25%

(D) 50% এবং 50%

Answer (C) 75% এবং 25%

4. ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে ?

(A) পত্রকন্টক

(B) শাখাকন্টক

(C) সূচালো উপাঙ্গ

(D) পর্ণবৃত্ত

Answer (A) পত্রকন্টক

GNM ANM Previous Year Question Paper With Answer

5. নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় ?

(A) সুন্দরী

(B) ক্যাকটাস

(C) পদ্ম

(D) তুলসী

Answer (B) ক্যাকটাস

6. হিমোফিলিয়া রোগটি নীচের কোনটির সাথে সম্পর্কিত

(A) Y – লিঙ্কড়

(B) নন্ জেনেটিক

(C) অটোজোমাল

(D) X – লিঙ্কড

Answer (D) X – লিঙ্কড

7. নীচের কোন মাধ্যমটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশী ?

(A) অ্যাকুয়াস হিউমর

(B) ভিট্রিয়াস হিউমর

(C) লেন্স

(D) কর্ণিয়া

Answer (C) লেন্স

8. কোশ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয় ?

(A) টেলোফেজ

(B) অ্যানাফেজ

(C) মেটাফেজ

(D) প্রফেজ

Answer (A) টেলোফেজ

9. নীচের কোনটি পেশাগত অসুস্থতা ?

(A) অ্যাসবেসটোসিস

(B) হেপাটাইটিস

(C) অ্যামিবিক ডিসেটি

(D) ম্যালেরিয়া

Answer (A) অ্যাসবেসটোসিস

10. থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হল- –

(A) ফুসফুসীয় ধমনী

(C) করোনারী সাইনাস

(B) ফুসফুসীয় শিরা

(D) করোনারী ধমনী

Answer (C) করোনারী সাইনাস

11. রির্জাভ পেসমেকারটি হল –

(A) SA নোড

(B) AV নোড

(C) হিজের বান্ডিল

(D) পারকিনজি তত্ত্ব

Answer (B) AV নোড

ANM GNM Previous Year Question Paper With Answer

12. বাফারের কাজ হল –

(A) pH এর মাত্রা কমানো

(B) pH এর মাত্রা বাড়ানো

(C) pH পরিবর্তনে বাধা দেওয়া

(D) pH এর সাথে সম্পর্কিত নয়

Answer (C) pH পরিবর্তনে বাধা দেওয়া

13. আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয় ?

(A) নীলাভকালো

(B) লাল

(C) সবুজ

(D) বর্ণহীন

Answer (A) নীলাভকালো

14. কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয় ?

(B) শর্করা

(A) প্রোটিন

(C) ফ্যাটি

(D) চিনি

Answer (A) প্রোটিন

15. কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব, অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে?

(A) অযৌন জনন

(B) নিষেক

(C) রেণু উৎপাদন

(D) অঙ্গজ জনন

Answer (A) অযৌন জনন

16. AaBB থেকে কত ধরনের গ্যামেট তৈরী হতে পারে ?

(A) এক ধরনের

(B) দুই ধরনের

(C) তিন ধরনের

(D) চার ধরনের

Answer (B) দুই ধরনের

17. অম্লবৃষ্টির মূল উপাদানটি হল-

(A) HCI এবং H, SO

(B) HNO3 এবং H2SO4

(C) HCI এবং HF

(D) HNO, এবং HF

Answer (B) HNO3 এবং H2SO4

GNM ANM Previous Year Question Paper With Answer pdf

18. নীচের কোন পদ্ধতিতে পাইরিফরমিস পেশী সাহায্য করে?

(A) রোটেশন

(B) ফেক্সন

(C) অ্যাবডাকশন

 (D) অ্যাডাকশন

Answer (A) রোটেশন

19. JFM প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয় ?

(A) পশ্চিমবঙ্গ

(B) কেরালা

(C) নাগাল্যান্ড

(D) জম্মু

Answer (A) পশ্চিমবঙ্গ

20. নীচের কোনটিতে ২৩ টি ক্রোমোজোম থাকে ?

(A) স্পার্মাটোগোনিয়া

(B) ভুণানু

(C) সেকেন্ডারী উসাইট

(D) উগোনিয়া

Answer (C) সেকেন্ডারী উসাইট

21. অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত ?

(A) অক্সিডোরিডাকটেজ

(B) ট্রান্সফারেজ

(C) হাইড্রোনেজেস

(D) আইসোমারেজ

Answer (C) হাইড্রোনেজেস

GNM Entrance Exam Question Paper in Bengali

22.. মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ ?

(A) সমসংস্থ অঙ্গ

(B) সমবৃত্তীয় অঙ্গ

(C) নিষ্ক্রীয় অঙ্গ

(D) উদস্থৈতিক অঙ্গ

Answer (D) উদস্থৈতিক অঙ্গ

23. অ্যান্টিকিটোজেনিক হরমোনটি হল-

(A) অ্যাড্রিনালিন

(B) নর অ্যাড্রিনালিন

(C) ইনসুলিন

(D) গ্লুকাগন

Answer (C) ইনসুলিন

24. নীচের কোনটি পতঙ্গ পরাগী ফুল ?

(A) ধান

(B) আম

(C) হাইড্রিলা

(D) বিগোনিয়া

Answer (B) আম

25. প্রোথ্রমবিন অন্য কোন নামে পরিচিত ?

(A) ফ্যাক্টর।

(B) ফ্যাক্টর II

(C) ফ্যাক্টর III.

(D) ফ্যাক্টর IV

Answer (B) ফ্যাক্টর II

Scroll to Top