আজকে আমরা GNM ANM Life Science Previous Year Question Paper 2022 এর কোশ্চেন অ্যানসার আলোচনা করছি তোমরা কোশ্চেন গুলো দেখো এই টাইপের কোশ্চেন এ বছর যে এক্সাম হবে এই ভাবেই কোশ্চেন গুলো আসতে পারে
1.মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হল-
[A] মেডুলা অবলংগাটা
[B] সেরিবেলাম
[C] সেরিব্রাম
[D] থ্যালামাস
Answer [B] সেরিবেলাম
2. ………………… হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন।
[A] অক্সিন
[B] জিব্বেরেলিন
[C] ইথিলিন
[D] অ্যাবসিসিক অ্যাসিড
Answer [C] ইথিলিন
3.আরকিওপটেরিক্স কোন গোষ্ঠীদয়ের মধ্যে হারানো যোগসূত্র?
[A] পক্ষী ও স্তন্যপায়ী
[B] সরীসৃপ ও পক্ষী
[C] সরীসৃপ ও স্তন্যপায়ী
[D] উভচর এবং পক্ষী
Answer [B] সরীসৃপ ও পক্ষী
4.বায়ুমন্ডলে ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইহা—
[A] পৃথিবীকে বৃষ্টি দেয়
[B] পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে
[C] পৃথিবীকে অগ্নুৎপাত থেকে রক্ষা করে
[D] পৃথিবীকে বন্যার হাত থেকে রক্ষা করে
Answer [B] পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে
5. অপটিক স্নায়ু হলো একটি-
[A] মোটর স্নায়ু,
[B] স্পাইনাল স্নায়ু
[C] মিশ্র স্নায়ু
[D] সেনসরি স্নায়ু
Answer [D] সেনসরি স্নায়ু
6.কোন হরমোনটি পিটুইটারীর অগ্র খন্ড থেকে নিঃসৃত হয় না?
[A] ACTH
[B] ADH
[C] FSH
[D] TSH
Answer [B] ADH
7.মাটি অম্লিকতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি হল–
[A] মিথেন
[B] ক্লোরোফ্লুরো কার্বন
[C] নাইট্রাস অক্সাইড
[D] হাইড্রোক্লোরোফ্লুরো কার্বন
Answer [C] নাইট্রাস অক্সাইড
8.জিন ব্যাংক যার উদাহরণ, তা হল –
[A] এক্স সিটু সংরক্ষণ
[B] জীব বৈচিত্র্য হটস্পট
[C] ইন সিটু সংরক্ষণ
[D] মাইক্রোপ্রোপাগেশন
Answer [A] এক্স সিটু সংরক্ষণ
9.“Origin of Species” বইটির লেখক কে?
[A] প্রেগর জোহান মেন্ডেল
[B] চার্লস ডারউইন
[C] জে বি লামার্ক
[D] স্ট্যানলি মিলার
Answer [B] চার্লস ডারউইন
anm gnm previous year Question Paper with Answer
10.নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া?
[A] Azotobacter
[B] Pseudomonas
[C] Escherichia
[D] Mycoplasma
Answer [A] Azotobacter
11. Penicillium chrysogenum কোন ধরনের অনুজীব?
[A] ক্ষতিকর ব্যাকটেরিয়া
[B] ক্ষতিকর ছত্রাক
[C] উপকারী ছত্রাক
[D] উপকারী প্রোটোজোয়া
Answer [C] উপকারী ছত্রাক
12. ক্রয়োসংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ টি হল-
[A] তরল অক্সিজেন
[B] তরল নাইট্রোজেন
[C] তরল কার্বনডাই অক্সাইড
[D] তরল মিথেন
Answer [B] তরল নাইট্রোজেন
13. ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা হল-
[A] বাতাস
[B] দূষিত জল
[C] যৌন মিলন
[D] পতঙ্গ বাহক
Answer [B] দূষিত জল
14. বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে বলা হয়-
[A] হাইড্রোফিলি
[B] অ্যানিমোফিলি
[C] অরনিথোফিলি
[D] কাইরোস্টেরোফিলি
Answer [D] কাইরোস্টেরোফিলি
anm gnm previous year question paper
15.উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ, পরাগধানীতে, যা থাকে—
[A] বৃতি
[B] পাপড়ি
[C] গর্ভপত্র
[D] পরাগরেণু
Answer [D] পরাগরেণু
anm gnm previous year question paper 2022
16. নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়?
[A] সংকরকরন
[B] জোড়কলম
[C] শাখাকলম
[D] মাইক্রোপ্রোপাগেশান
Answer [D] মাইক্রোপ্রোপাগেশান
17. Vinica rosea থেকে যে উপাক্ষারটি পাওয়া
যায়, সেটি হল-
[A] রেসারপিন
[B] ভিনক্রিস্টিন
[D] মরফিন
[C] অ্যাট্রোপিন
Answer [B] ভিনক্রিস্টিন
18. HIV তে যে উৎসেচকটি RNA থেকে DNA উৎপাদন করে তা হল–
[A] ট্রান্সক্রিপটেজ
[B] হেলিকেজ
[C] DNA পলিমারেজ
[D] রিভার্স ট্রান্সক্রিপটেজ
Answer [D] রিভার্স ট্রান্সক্রিপটেজ
19. মানুষের জনন কোশের ক্রোমোজোম সংখ্যা কত?
[B] 23
[A] 60
[C] 46
[D] 40
Answer [B] 23
20. লাল বর্ণান্ধতা যে হিসেবে পরিচিত–
[A] ডিউটেরানোপিয়া
[B] প্রোটোনোপিয়া
[C] ট্রাইটানোপিয়া
[D] অ্যামব্রায়োপিয়া
Answer [B] প্রোটোনোপিয়া
21. DNA-এর সংযুক্ত অত্যন্ত খারাপ প্রোটিন টি হল-
[A] হিস্টোন
[B] গ্লোবিউলিন
[C] অ্যালবুমি
[D] হাইব্রিনোজেন
Answer [A] হিস্টোন
anm gnm previous year question paper with answer
22. কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়?
[A] জিন
[B] নিউক্লিয়াস
[C] জিনোম
[D] প্রোটিওম
Answer [C] জিনোম
23. মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামক ছোট হাড় তিনটি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয় তে পাওয়া যায়?
[A] চক্ষু
[B] কর্ন
[C] নাসিকা
[D] জিহ্বা
Answer [B] কর্ন
24. বাডিং পদ্ধতিতে কার অযৌন জনন ঘটে?
[A] Amoeba
[B] Saccharomyces
[D] Bacillus
[C] Penicillium
Answer [B] Saccharomyces
25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি বেমতন্ত্র সৃষ্টির সঙ্গে জড়িত?
[A] লাইসোজোম
[B] মাইটোকনড্রিয়া
[C] গলগি বস্তু
[D] মাইক্রোটিউবিউলস
Answer [D] মাইক্রোটিউবিউলস
west bengal gnm nursing previous year question paper pdf
26. প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোশ অঙ্গাণুটি হল –
[A] গলগি বডিস
[B] নিউক্লিয়াস
[C] রাইবোজোম
[D] লাইসোজোম
Answer [C] রাইবোজোম
27. নিম্নলিখিত রোগ গুলির মধ্যে কোনটি মশকবাহিত নয়?
[B] চিকেনগুনিয়া
[A] ডেঙ্গু
[C] প্লেগ
[D] ম্যালেরিয়া
Answer [C] প্লেগ
28. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতিরদের একটি
[A] চিত্রমৃগ
[B] একশৃঙ্গওয়ালা গন্ডার
[C] ময়ূর
[D] চিতা
Answer [D] চিতা
29. নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয়?
[A] কাশি
[B] ঘর্মস্রাব
[C] চোখের মিটমিট
[D] হাঁচি
Answer [B] ঘর্মস্রাব
gnm entrance exam question paper in Bengali
30. যে মাইটোটিক মেটাফেজ দশা গুলিতে ‘V’ আকৃতির ক্রোমোজোম দেখা যায় তারা হলো-
[A] অ্যাক্রোসেন্ট্রিক
[B] অ্যাসেনট্রিক
[C] মেটাসেন্ট্রিক
[D] সাব মেটাসেন্ট্রিক
Answer [C] মেটাসেন্ট্রিক