GNM ANM Physical Science Previous year Question 2021 Shift – 1

আজকে আমরা Gnm anm Physical Science Previous Year 2021 এর কোশ্চেন অ্যানসার আলোচনা করছি তোমরা কোশ্চেন গুলো দেখো এই টাইপের কোশ্চেন এ বছর যে এক্সাম হবে এই ভাবেই কোশ্চেন গুলো আসতে পারে

1.নীচের কোনটি ভেক্টর রাশি।

(A) ওজন

(B) ভর

(C) ক্ষেত্রফল

(D) সময়

Answer (A) ওজন

anm gnm previous year question paper 2021

2. একজন ছাত্রী 10 m/sec সমগতিতে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলের গেটের সামনে এসে সে ব্রেকচাপে ও ১ সেকেন্ডের মধ্যে থেমে যায়। ছাত্রীটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিলো ধরে নাও ছাত্রী ও সাইকেলের মোট ভর 50 kg নিউটন

(A) 50 নিউটন

(B) 200 নিউটন

(C) 100 নিউটন

(D) 10 নিউটন

Answer (C) 100 নিউটন

anm gnm previous year question paper

3. একটি বড় কোন তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি

(A) বস্তুর ওজন ও প্লবতা সমান হয়।

(B) র পুরতার থেকে কম হয়।

(C) বস্তুর ওজন প্লবতার থেকে বেশী হয়।

(D) বস্তুর ওজন ও প্রতা দুই-ই শূণ্য হয়।

Answer (A) বস্তুর ওজন ও প্লবতা সমান হয়।

4. একটি হিলিয়াম পরমাণুতে থাকে

(A) চারটি প্রোটন ও চারটি ইলেক্ট্রন

(B) চারটি নিউট্রন ও চারটি ইলেক্ট্রন

(C) চারটি প্রোটন ও দুটি ইলেক্ট্রন

(D) দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেক্ট্রন

Answer (D) দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেক্ট্রন

5. অক্সিজেন ও নাইট্রোজেনের আনবিক গুরুত্ব 32 28 প্রমাণ উচ্চতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে ঐ একই উচ্চতা ও চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে।

(A) 22.4 লিটার

(B) 19.6 টা

(C) 25.6 লিটার

(D) 44.8 লিটার

Answer (A) 22.4 লিটার

anm gnm previous year question paper with answer

6. নীচের সারণীতে প্রথম অস্তে দেওয়া যৌগগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয়া শ্রেণী নামগুলির সঠিক সামঞ্জস্য নির্ণয় কর।

Answer (A) 1-b, 2-c, 3-d, 4-a

7. সঠিক উত্তরটি নির্বাচণ কর।

একটি বল সোজা উপরে ছুঁড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন তার

(A) স্থিতিশক্তি শূণ্য ও গতিশক্তিও শূণ্য হয়।

(B) স্থিতিশক্তি সর্বাধিক ও গতিশক্তি শূণ্য হয়।

(C) স্থিতিশক্তি শূণ্য ও গতিশক্তি সর্বাধিক হয়।

(D) স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হয়।

Answer (B) স্থিতিশক্তি সর্বাধিক ও গতিশক্তি শূণ্য হয়।

8. বহুদূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়। সেই বিন্দুকে বলে প্রধান অক্ষ বরাবর আপতিত………

(A) মেরু

(B) বক্রতা কেন্দ্র

(C) ফোকাস

(D) অক্ষ

Answer (C) ফোকাস

Answer – D

10. মনে কর একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f। তাহলে লেন্সটির একদিকে অক্ষের উপরে ঠিক 2f দূরত্বে একটি বস্তু রাখলে

(A) লেন্সের অপর দিকে f দূরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে

(B) লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে

(C) লেন্সের অপর দিকে f দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে

(D) লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে

Answer (D) লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে

anm gnm previous year question paper west bengal

11. একটি লাল রঙের একবর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্য দিয়ে গেলে অপর দিকে

(A) একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে।

(B) বেগুনী, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল -এই সাতটি রঙের পট্টি পাওয়া যাবে।

(C) একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে।

(D) কোনো আলোর পট্টিই পাওয়া যাবে না।

Answer (A) একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে।

12. নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ?

(A) কার্বণ

(B) সোডিয়াম

(C) আর্গন

(D) নিকেল

Answer (C) আর্গন

13. সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটি হল

(A) হাইড্রোজেন সালফাইড

(B) মিথেন

(C) কার্বন মনোঅক্সাইড

(D) নাইট্রোজেন

Answer (A) হাইড্রোজেন সালফাইড

anm gnm previous year question paper pdf

14. নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ ?

(A) C2H2

(B) CO2

(C) NaCl

(D) H2O

Answer (C) NaCl

15. 42 cm ব্যাসের একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে একটি 7 cm লম্বা চোঙ্গাকৃতি দণ্ড তৈরী করলে দণ্ডটির ব্যাস কত হবে ?

(A) 84 cm

(B) 42 cm

(C) 21 cm

(D) 7 cm

Answer (A) 84 cm

anm previous year question paper pdf

Scroll to Top