আজকে আমরা GNM ANM Physical Science Previous Year Question Paper 2021 এর কোশ্চেন অ্যানসার আলোচনা করছি তোমরা কোশ্চেন গুলো দেখো এই টাইপের কোশ্চেন এ বছর যে এক্সাম হবে এই ভাবেই কোশ্চেন গুলো আসতে পারে
1. নিউটন’ কিসের একক ?
(A) ভর
(B) বল
(C) অভিকর্ষ
(D) তড়িৎ প্রবাহ
Answer (B) বল
anm gnm previous year question paper 2021
2. সাধারণ তুলাযন্ত্র (দাঁড়িপাল্লা) দিয়ে কী মাপা হয় ?
(A) ভর
(B) ওজন
(C) বল
(D) চাপ
Answer (A) ভর
3.এক ব্যক্তি একটি 10 m বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারদিকে 16 সেকেণ্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি ও মোট সরণ হবে
(A) 1.6m / s, 10 m
(B) 2.5m / s, 40m
(C) 3.2 m/s, 10 m
(D) 2.5 m/s, 0 m
Answer (D) 2.5 m/s, 0 m
4.সঠিক উত্তরটি নির্বাচণ কর।
বিশেষ পরিস্থিতিতে কোন বস্তুর
(A) ভর ও ওজন দুই-ই শূন্য হতে পারে
(B) ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না।
(C) ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে
(D) ভর বা ওজন কোনোটিই শূন্য হতে পারে না,
Answer (C) ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে
5. একটি বন্দুক থেকে 20 g ভরের একটি বুলেট ছোঁড়া হল। বুলেটটি 100 m/s বেগে একটি বালির বস্তাকে আঘাত করে বস্তার মধ্যে 10 cm দূরে গিয়ে থেমে গেল। বুলেটটির উপর বালির প্রতিরোধ বল কত ছিল?
(A) 1000 N
(B) 100N
(C) 200 N
(D) 500 dyne
Answer (A) 1000 N
anm gnm previous year question paper with answer
6.ছোট ছোট শিশির বিন্দু সর্বদাই গোলোকাকার ধারণ করে। এর কারণ
(A) স্থিতিস্থাপকতা
(B) পৃষ্ঠটান
(C) সান্দ্রতা
(D) ঘনত্ব
Answer (B) পৃষ্ঠটান
(A) আইসোটোপ
(B) আইসোবার
(C) ইসোটোন
(D) আইসোকেম
Answer (B) আইসোবার
8. অক্সিজেন, হাইড্রোজেন ও সালফারের আনবিক গুরুত্ব যদি যথাক্রমে 32; 2, 32 হয় তবে সালফিউরিক অ্যাসিডের আনবিক গুরুত্ব কত?
(A) 49
(B) 98
(C) 82
(D) 66
Answer (B) 98
9. নীচের সারণীতে প্রথম স্তম্ভে দেওয়া বড়গুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয় শ্রেণী নামগুলির সঠিক সামঞ্জস্য নির্ণয় কর।
Answer 1- c , 2- d , 3-b , 4- a
10. অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হল
(A) নাইট্রিক অ্যাসিড
(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(C) সালফিউরিক অ্যাসিড
(D) সাইট্রিক অ্যাসিড
Answer (C) সালফিউরিক অ্যাসিড
anm gnm previous year question paper
11. একটি জলের পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা একটি 500 লিটার জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি করতে পারে। পাম্পটির ক্ষমতা কত ? (g 10m/s2)
(A) 10 Watt
(B) 30 Watt
(C) 5 Watt
(D) 15 Watt
Answer (A) 10 Watt
12. 0°C তাপমাত্রায় 10 g বরফকে 800 ক্যালোরি তাপ প্রয়োগ করলে
(A) প্রায় অর্ধেক বরফ গলে যাবে
(B) সব বরফ জল হয়ে বাস্প হয়ে যাবে
(C) 10°C তাপমাত্রায় 10 g জল পাওয়া যাবে
(D) 0°C তাপমাত্রায় 10 g জল পাওয়া যাবে
Answer (C) 10°C তাপমাত্রায় 10 g জল পাওয়া যাবে
anm gnm previous year question paper west bengal
13. একটি স্বরে যদি 256, 400, 512 ও 630 কম্পাঙ্কের চারটি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি?
(A) 256 কম্পাঙ্কের সুরটি
(C) 512 কম্পাঙ্কের সুরটি
(B) 400 কম্পাঙ্কের সুরটি
(D) 630 কম্পাঙ্কের সুরটি
Answer (C) 512 কম্পাঙ্কের সুরটি
14. মানব দেহের চক্ষু লেন্স হল একটি
(A) উভাবতল লেন্স
(B) উভোত্তল লেন্স
(C) সমতল দর্পণ
(D) প্রিজম
Answer (B) উভোত্তল লেন্স
15. নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারনতঃ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ?
(A) হাইড্রোজেন
(B) নিয়ন
(C) কার্বন ডাইঅক্সাইড
(D) মিথেন
Answer (B) নিয়ন
anm gnm previous year question paper pdf