তোমরা যারা জিএনএম এবং এন এম এর ইন্টারন্যাশ এক্সাম দেবে ২০২৪ এর সিলেবাস অনুযায়ী যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সব ধরনের কোশ্চেন নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু কোশ্চেন আমি দিয়েছি আমরা ব্যাচ করছে যেভাবে পড়াচ্ছি ওইভাবে প্র্যাকটিস করো পর থেকে কোশ্চেনের আনসার কর টোটাল আমি 20 টা কোশ্চেন দিয়েছি ২0টা কোশ্চেনের আনসার সঠিক করবে সঠিক করার জন্য না পারলে অবশ্যই আনসার গুলো একবার দেখে নেবে এবং মক টেস্ট দেওয়ার পর তোমার কত স্কোর হয়েছে ওটা কিন্তু তুমি নিজেই দেখে নেবে আমরা কিন্তু এখান থেকে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখে নিচ্ছি
QUIZ START
#1. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে বলে ?
#2. পরপর অবস্থিত দুটি নিউরোনের সংযোগস্থলকে বলে ?
#3. স্নায়ুতন্ত্রের ধারক কোশ হল -
#4. যে স্নায়ু দ্বারা উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় তাকে বলে -
#5. মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হল –
#6. . শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কোন্ অংশ?
#7. ক্ষুধা, তৃষ্ণা, ঘুম নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল -
#8. মানসিক আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে -
#9. মস্তিষ্কের কোন্ অংশ ভয়, লজ্জা, ক্রোধ, পীড়ন ইত্যাদি নিয়ন্ত্রণ করে?
#10. মানব মস্তিষ্কের সবচেয়ে ছোটো অংশটি হল -
#11. মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো
#12. সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ুটি হল –
#13. কোন্ উপাদানটি CSF-এর মধ্যে থাকে না? -
#14. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়-
#15. তেজস্ক্রিয় মৌলগুলিতে নিউট্রন (n) ও প্রোটন (p) সংখ্যার অনুপাত হয়
#16. তেজস্ক্রিয় মৌল সর্বশেষে যে মৌলে পরিণত হয় সেটি হল-
#17. Sultana passed .............. Oral test.
#18. I am tired ......... sitting idle.
#19. প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী কে ছিলেন?
#20. প্রথম বাঙালি সর্ব কনিষ্ঠা গ্রাজুয়েট কে ছিলেন?