ANM GNM Preparation 2024
Q. দাবা কলমের সাহায্যে অঙ্গজ জনন করা হয় কোন গাছে?
[A] আম
[B] লেবু
[C] লিচু
[D] পেয়ারা
Ans-[B] লেবু
Q. ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে কি বলে?
[A] স্যাট ক্রোমোজোম
[B] টেলোমিয়ার
[C] সেন্ট্রোমিয়ার
[D] ক্রোমাটিড
Ans-[B] টেলোমিয়ার
Q. সপুষ্পক উদ্ভিদের কি ধরনের জনন দেখা যায়?
[A] আইসোগ্যামি
[B] আনাইসোগ্যামি
[C] উগ্যামি
[D] রেনু উৎপাদন
Ans-[C] উগ্যামি
ANM GNM 2024
Q. দেহে অ্যাসকারিস কোথায় থাকে?
[B] কিডনি
[A] অস্ত্র
[C] যকৃত
[D] ফুসফুস
Ans-[A] অস্ত্র
Q. কোন প্রকার কোশ বিভাজনকে ‘হ্রাস বিভাজন’ বলা হয়?
[A] মাইটোসিস
[B] মিয়োসিস
[C] অ্যামাইটোসিস
[D] A ও B উভয়ই
Ans-[B] মিয়োসিস
Q. কোন প্রাণীর চোখের পাতা লম্বা লম্বা রোম দ্বারা আবৃত থাকে?
[A] কুকুর
[B] ঘোড়া
[C] উট
[D] মহিষ
Ans-[C] উট
Q. ডিনাইট্রিফাইং অনুজীব কোনটি?
[A] রাইজোবিয়াম
[B] সিউডোমোনাস
[C] অ্যানাবিনা
[D] অ্যাজোলা
Ans-[D] অ্যাজোলা
Q.কোন গাছের রজন থেকে তারপিন তেল তৈরি হয়?
[A] বাবলা
[B] শিরিষ
[C] পাইন
[D] শাল
Ans-[C] পাইন
Q. মেন্ডেল বর্ণিত চরিত্রের জন্য দায়ী ‘ফ্যাক্টর’ কে জিন নামে অভিহিত করেন কোন বিজ্ঞানী?
[A] হুগো দ্য ভিস
[B] ডারউইন
[C] মরগ্যান
[D] জোহানসেন
Ans-[D] জোহানসেন
Q. কোন প্রোটিনের অভাবে থ্যালাসেমিয়া রোগ হয়?
[A] গ্লোবিন
[B] মায়োসিন
[C] কেরাটিন
[D] থাইমিন
Ans-[A] গ্লোবিন
Q. কোনগুলি অ্যাসিড বৃষ্টির উপাদান?
[A] মিথেন
[B] সালফিউরিক অ্যাসিড
[C] নাইট্রিক অ্যাসিড
[D] জল
Ans- B, C,D
Q. কোনগুলি মস্তিষ্কের রোগ?
[A] অ্যালঝাইমার্স
[B] মাইগ্রেন
[C] গ্লুকোমা
[D] হিমোফিলিয়া
Ans- A&B
Q. কোনগুলি অঙ্গসংস্থানগত অভিযোজনের উদাহরণ?
[A] পায়রার বায়ুথলি
[B] জিরাফের গলা
[C] রুইমাছের পটকা
[D] ক্যাকটাসের কাঁটা
Ans-A,C,D
Q. জিন ঘটিত রোগ কোনগুলি?
[A] থ্যালাসেমিয়া
[B] হিমোফিলিয়া
[C] ডায়াবেটিস
[D] বর্ণান্ধতা
Ans-A , B , D
GNM ANM Entrance Exam 2024
Q. বয়সন্ধিকালে পুরুষের মধ্যে কোন পরিবর্তন গুলি দেখা যায়?
[A] যৌন চেতনার বৃদ্ধি
[B] দায়িত্ব বৃদ্ধি
[C] শক্তিশালী পেশী
[D] ভারী কন্ঠস্বর
Ans-A,C,D
Q. ল্যামার্কের তত্ত্বের অংশ কোনটি?
[A] অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন
[B] ব্যবহার ও অব্যবহার
[C] যোগ্যতমের উদবর্তন
[D] অস্তিত্বের জন্য সংগ্রাম
Ans-A,B
Q. ভাইরাস ঘটিত রোগ কোনগুলি?
[A] ডেঙ্গু
[B] ম্যালেরিয়া
[C] কালাজ্বর
[D] পোলিও
Ans- A&D