GNM ANM Physical Science Previous year Question Paper 2022 Shift – 2

আজকে আমরা Gnm Anm Physical Science Previous Year Question Paper 2022 এর কোশ্চেন অ্যানসার আলোচনা করছি তোমরা কোশ্চেন গুলো দেখো এই টাইপের কোশ্চেন এ বছর যে এক্সাম হবে এই ভাবেই কোশ্চেন গুলো আসতে পারে

 [A] আইসোটোপ

[B] আইসোবার

[C] আইসোটোন

[D] আইসোকেম

Answer [B] আইসোবার

anm gnm previous year question paper 2022

2. অক্সিজেন, হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যদি যথাক্রমে 32, 2 ও 32 হয়, তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত?

[A] 49

[B] 98

[C] 82

[D] 66

Answer [B] 98

anm gnm previous year question paper

3. নিচের সারণীতে প্রথম স্তম্ভে দেওয়া বস্তুগুলির সঙ্গে দ্বিতীয়স্তম্ভে দেওয়া শ্রেণী নামগুলি সঠিক সামঞ্জস্য নির্ণয় কর।

 [A] 1-c, 2-d, 3-b, 4-a

[B] 1-a, 2-b, 3-c, 4-d

[C] 1-d, 2-c, 3-a, 4-b

[D] 1-b, 2-d, 3-c, 4-a

Answer  [A] 1-c, 2-d, 3-b, 4-a

4. জলের বুদবুদ সর্বদাই গোলাকৃতি হয়, অন্য কোনো আকারের হয় না। জলের কোন ভৌত ধর্ম এর জন্য দায়ী?

[A] পৃষ্ঠটান

[B] সান্দ্রতা

[C] স্থিতিস্থাপকতা

[D] আপেক্ষিক গুরুত্ব

Answer [A] পৃষ্ঠটান

5. একটি জলের পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা 500 লিটার জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি করতে পারে। পান্তির ক্ষমতা কত? (g=10m/s²)

[A] 10 watt

[B] 30 watt

[C] 5 watt

[D] 15 watt

Answer [A] 10 watt

6. 0° তাপমাত্রায় 10g বরফকে 800 ক্যালরি তাপ প্রয়োগ করলে-

[A] প্রায় অর্ধেক বরফ গলে যাবে

[B] সব বরফ জল হয়ে বাষ্প হয়ে যাবে

[C] 10°C তাপমাত্রায় 10g জল পাওয়া যাবে

[D] 0°C তাপমাত্রায় 10g জল পাওয়া যাবে

Answer [D] 0°C তাপমাত্রায় 10g জল পাওয়া যাবে

anm gnm previous year question paper with answer

7. একটি স্বরে যদি 256, 400, 5123630 কম্পাঙ্কের চারটি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি?

[A] 246 কম্পাঙ্কের সুরটি

[B] 400 কম্পাঙ্কের সুরটি

[C] 512 কম্পাঙ্কের সুরটি

[D] 630 কম্পাঙ্কের সুরটি

Answer [C] 512 কম্পাঙ্কের সুরটি

 8. মানব দেহের চক্ষু লেন্স হলো একটি –

[A] উভাবতল লেন্স

[B] উভোত্তল লেন্স

[C] সমতল দর্পণ

[D] প্রিজম

Answer [B] উভোত্তল লেন্স

9. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?

[A] হাইড্রোজেন

[B] নিয়ন

[C] কার্বনডাই-অক্সাইড

[D] মিথেন

Answer [B] নিয়ন

10. অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হল-

[A] নাইট্রিক অ্যাসিড

[B] হাইড্রোক্লোরিক অ্যাসিড

[C] সালফিউরিক অ্যাসিড

[D]  সাইট্রিক অ্যাসিড

Answer [C] সালফিউরিক অ্যাসিড

west bengal gnm nursing previous year question paper

11. সাধারণ তুলাযন্ত্র (দাড়িপাল্লা) দিয়ে কী মাপা হয়?

[A] ভর

[C] বল

[B] ওজন

[D] চাপ

Answer [A] ভর

12. এক ব্যক্তি একটি 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি ও মোট সরণ হবে—

[A] 1.6 মিটার/ সেকেন্ড, 10 মিটার

[B] 2.5 মিটার/ সেকেন্ড, 40 মিটার

[C] 3.2 মিটার/ সেকেন্ড, 10 মিটার

[D] 2.5 মিটার/ সেকেন্ড, 10 মিটার

Answer [B] 2.5 মিটার/ সেকেন্ড, 40 মিটার

west bengal gnm nursing entrance question paper pdf

13. সঠিক উত্তরটি নির্বাচন করুন।

বিশেষ পরিস্থিতিতে কোনো বস্তুর –

[A] ভর ও ওজন দুই-ই শূন্য হতে পারে

[B] ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না।

 [C] ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে

[D] ঘর বা ওজন কোনটাই শূন্য হতে পারে না

Answer  [C] ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে

14. একটি বন্দুক থেকে 20g ভরের একটি বুলেট ছোঁড়া হল। বুলেটটি 100 মিটার/ সেকেন্ড বেগে একটি বালির বস্তাকে আঘাত করে বস্তার মধ্যে 10 সেন্টিমিটার দূরে গিয়ে থেমে গেল। বুলেটটির উপর বালির প্রতিরোধ বল কত ছিল?

[A] 1000N

[B] 100N

[C] 200N

[D] 500 dyne

Answer [A] 1000N

anm gnm previous year question paper with answer

15. নিউটন কিসের একক?

[A] ভর

[B] বল

[C] অভিকর্ষ

[D] তড়িৎ প্রবাহ

Answer [B] বল

Scroll to Top