আজকে আমরা GNM ANM General Knowledge Previous Year Paper 2021 এর কোশ্চেন অ্যানসার আলোচনা করছি তোমরা কোশ্চেন গুলো দেখো এই টাইপের কোশ্চেন এ বছর যে এক্সাম হবে এই ভাবেই কোশ্চেন গুলো আসতে পারে
1.*Jungle Book’ বইটি লিখেছিলেন।
(A) সত্যজিৎ রায়
(B) অনিতা দেশাই
(C) চার্লস ডিকেন্স
(D) রুডইয়ার্ড কিপলিং
Answer (D) রুডইয়ার্ড কিপলিং
anm gnm previous year question paper
2. এলাহাবাদ শহরের নতুন নাম কী
(A) প্রয়াগরাজ
(B) সারাভাই নগর
(C) যমুনা নগর
(D) সঙ্গমপুরী
Answer (A) প্রয়াগরাজ
3. কত সালে জার্মানীর পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ?
(A) ১৯২৫
(B) ১৯৬৫
(C) ১৯৪৫
(D) ১৯৫৫
Answer (C) ১৯৪৫
anm gnm previous year question paper with answer
4. মনোসোডিয়াম গ্লুটামেট-কে সাধারণ ভাবে কী বলা হয় ?
(A) বেকিং পাউডার
(B) সাধারণ লবণ
(C) ভিনেগার
(D) আজিনোমোটো
Answer D) আজিনোমোটো
anm gnm previous year question paper west bengal
5. নীচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ।
(A) হার্ট
(B) লিভার
(C) অ্যাপেন্ডিক্স
(D) পাকস্থলি
(B) লিভার
Answer (B) লিভার
anm gnm previous year question paper 2021