GNM ANM General Knowledge Previous year Question Paper With Answer 2022 Shift – 1

1.ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়?

 [A] ব্যাঙ্গালোর

 [B] আগ্রা

 [C] যোধপুর

 [D] দিল্লি

 Answer [C] যোধপুর

anm gnm previous year question paper 2022

2. সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কি নামে পরিচিত?

 [A] বেকিং পাউডার

[B] সাধারণ লবণ

 [C] ভিনিগার

[D] আ-জিনো-মটো

Answer  [A] বেকিং পাউডার

3.মানব দেহের বৃহত্তম অস্থি কোনটি?

 [A] Humerus

 [B] Femur

 [C] Coccyx

[D] Calcaneus

Answer  [B] Femur

anm gnm previous year question paper with answer

4. ইতালিয়ান জ্যোতির্বিদ গ্যালিলিও –

 [A] দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন

 [B] বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন।

 [C] আবিষ্কার করেছিলেন যে পেন্ডুলাম সময়ের সুষম পরিমাপ দেয়

 [D] উপরের সবকটিই সত্য

Answer  [D] উপরের সব কটিই সত্য

5.বিজ্ঞানের একটি শাখা এন্টোমলজির বিষয় হল-

 [A] উদ্ভিদের সৃষ্টি ও ইতিহাস

 [B] মানবজাতির প্রকৃতি

[C] পোকা মাকড়

[D] প্রস্তরের গঠন

Answer [C] পোকা মাকড়

 6.প্রতি বছর বিশ্ব রেকর্ড ক্রশ ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় কোন দিনে?

 [A] ৮ই জুন

 [C] ৮ই মে

 [B] ১৮ই জুন

[D] ১৮ই মে

Answer  [C] ৮ই মে

anm gnm previous year question paper west Bengal

7. প্রখ্যাত শ্রীমতি মীরা সাহেব ফতিমা বিবি ছিলেন –

[A] পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী

[B] পশ্চিমবঙ্গের জেলা আদালতের প্রথম মহিলা বিচারপতি

 [C] ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী

[D] ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি

Answer [D] ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি

 8. মস্তিষ্কের বৃহত্তম অংশটি হল-

[A] মেরুদন্ড

[B] সেরিবেলাম

 [C] সেরিব্রাম

[D] ব্রেইন ষ্টেম

Answer  [C] সেরিব্রাম

9. কোন mRNA ভ্যাক্সিনটিকে ভারতে প্রথম আপৎকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে?

 [A] স্পুটনিক

 [B] সিনোভ্যাক

 [C] মডার্না mRNA 1273

 [D] ফাইজার ভ্যাক্সিন

Answer  [C] মডার্না mRNA 1273

west bengal gnm nursing entrance question paper pdf

10. কাকে উড়ন্ত শিখ বলা হয়?

 [A] মিলখা সিং

 [B] পি টি ঊষা

 [C] জগজিৎ সিং

 [D] সৌরভ গাঙ্গুলী

Answer  [A] মিলখা সিং

gnm anm previous year question

Scroll to Top