আজকে আমরা GNM ANM General Knowledge Previous Year Question Paper 2022 এর কোশ্চেন অ্যানসার আলোচনা করছি তোমরা কোশ্চেন গুলো দেখো এই টাইপের কোশ্চেন এ বছর যে এক্সাম হবে এই ভাবেই কোশ্চেন গুলো আসতে পারে
1.পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি?
[A] নিউইয়র্ক
[B] বেজিং
[C] মুম্বাই
[D] টোকিও
Answer [D] টোকিও
anm gnm previous year question paper 2022
2.প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান?
[A] জহরলাল নেহেরু
[B] সি ভি রমন
[C] ড. অমর্ত্য সেন
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
Answer [D] রবীন্দ্রনাথ ঠাকুর
3.লাক্ষাদ্বীপ অবস্থিত
[A] আটলান্টিক মহাসাগরে
[B] প্রশান্ত মহাসাগরে
[C] বঙ্গোপসাগরে
[D] আরব সাগরে
Answer [D] আরব সাগরে
anm gnm previous year question paper with answer
4. “থিওরি অফ রিলেটিভিটি” (আপেক্ষিকতা তত্ত্ব) প্রবর্তন করেন—
[A] টমাস আলভা এডিসন
[B] আলবার্ট আইনস্টাইন
[C] মার্কিন
[D] জেমস ওয়াট
Answer [B] আলবার্ট আইনস্টাইন
5. নিচের কোন জন চতুর্থ ভারতীয় গ্র্যান্ডস্ল্যাম বিজেতা?
[A] সানিয়া মির্জা
[B] রোহন বোপান্না
[C] মহেশ ভূপতি
[D] লিয়েন্ডার পেজ
Answer [B] রোহন বোপান্না
6. আলজাইমার রোগটি মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে?
[A] কান
[B] মস্তিষ্ক
[C] চোখ
[D] পাকস্থলী
Answer [B] মস্তিষ্ক
7.ডঃ জাকির হোসেন ছিলেন –
[A] ভারতের প্রথম উপরাষ্ট্রপতি
[B] লোকসভার প্রথম স্পিকার
[C] ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি
[D] ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি
west bengal gnm nursing previous year question paper
Answer [C] ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি
8. বিখ্যাত ‘আনন্দমঠ’ উপন্যাসটি রচনা করেছিলেন-
[A] সরোজিনী নাইডু
[B] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[C] শ্রী অরবিন্দ
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
Answer [B] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
9. সম্প্রতি খবরের শিরোনামে আসা বাগরাম বিমানপোতটি কোন দেশে অবস্থিত?
[A] পাকিস্তান
[B] আফগানিস্তান
[C] ইরান
[D] ভারত
Answer [B] আফগানিস্তান
gnm anm previous year question
10. ভারতীয় পার্লামেন্টের দুটি সভার নাম কী?
[A] বিধানসভা ও লোকসভা
[B] রাজ্যসভা ও লোকসভা
[C] রাজ্যসভা ও বিধান পরিষদ
[D] লোকসভা ও সুপ্রিম কোর্ট
Answer [B] রাজ্যসভা ও লোকসভা