Q) ভারতের নবীনতম রাজ্য হল- (WBP 2008)
A) উত্তরাখণ্ড
B) ঝাড়খণ্ড
(C) ছত্রিশগড়
D) নাগাল্যান্ড
Answer : –
* On 2 June 2014, Telangana was separated from Andhra Pradesh as the 29th state of the union. On 31 October 2019, Jammu and Kashmir state was split into two new Union Territories: Jammu and Kashmir and Ladakh.
* Dadra and Nagar Haveli and Daman and Diu New Union Territories 26. January 2020
Q) প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় (WBP 2008)
A) 7 এপ্রিল
B) 1 লা জানুয়ারি
C) 20 জুন
D) 14 ফেব্রুয়ারি
Answer : – A) 7 এপ্রিল
* 20 জুন: World Refugee Day
Q) বিহু নৃত্যরীতি কোথাকার? (WBSI 2008)
A) অরুণাচল প্রদেশ
B) মিজোরাম
C) মনিপুর
D) আসাম
Answer : – D) আসাম
Q. 2014 ‘FIFA’ World Cup অনুষ্ঠিত হবে- (WBSI 2013)
A) রাশিয়ায়
B) জাপানে
C) ব্রাজিলে
D) আমেরিকা যুক্তরাষ্ট্রে
Answer : – C) ব্রাজিলে
* FIFA World Cup: * 2018-Russia / রাশিয়া * 1: 1930-Uruguay / উরুগুয়ে (WBP CONSTABLE 2018) * 2022-Qatar/ কাতার * 2026–Canada, Mexico, United States / কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র
wbp constable previous question paper
Q. ‘Namesake’ বইটি লিখেছেন- (WBSI 2013)
A) ঝুম্পা লাহিড়ী
B) অমিতাভ ঘোষ
C) ভাবনা চৌহান
D) কিরণ দেশাই
Answer : – A) ঝুম্পা লাহিড়ী
Q. পন্ডিত রবিশঙ্কর বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘সিলভার রিয়াঘর’ পান কোন ছবিতে সংগীত পরিচালনার জন্য? (WBSI 2013)
(A) পথের পাঁচালী
B) কাবুলিওয়ালা
(C) মেঘে ঢাকা তারা
D) উপরের কোনোটিই নয়
Answer : – B) কাবুলিওয়ালা
* Ravi Shankar won the Silver Bear Extraordinary Prize of the Jury during the 1957 Berlin International Film Festival for composing the music for the movie Kabuliwala.
Q. ‘EPIC’ হল- (WBSI 2013)
A) Election Photo Identity Code
B) Electronic Photo Identity Card
C) Electoral photo identity card
D) Election Photo Identity Card
Answer : – C) Electoral photo identity card
Q. ড.ভি. ক্যুরিয়েন বিখ্যাত- (WBSI 2013)
(A) রেড রেভলিউশন-এর জন্য
B) গ্রীন রেভলিউশন-এর জন্য
C) হোয়াইট রেভলিউশন-এর জন্য।
D) ইয়োলো রেভলিউশন-এর জন্য
Answer : – C) হোয়াইট রেভলিউশন-এর জন্য।
* গ্রীন রেভলিউশন-এর জন্য: M.S. Swaminathan * রেড রেভলিউশন-এর জন্য: বিশাল তেওয়ারি
* ইয়োলো রেভলিউশন-এর জন্য: স্যাম পিত্রোদা
Q. জাতীয় যুব দিবস উদযাপিত হয়- (WBSI 2013)
A) 31 জানুয়ারী
B) । জুলাই
C) 12 জানুয়ারী
D) 23 জানুয়ারী
Answer : – C) 12 জানুয়ারী
* 23 শে জানুয়ারি: নেতাজির জন্ম দিবস দেশপ্রেম দিবস)
* 30 জানুয়ারী: বিশ্ব কুষ্ঠ রোগ দূরীকরণ দিবস (World Leprosy Eradication Day)
* 1 জুলাই: National Doctors’ Day
Q. “INTERPOL” এর সদর দফতর- (WBSI 2013)
A) বন, জার্মানী
B) ভিয়েনা, অষ্ট্রিয়া
C) লয়েন, ফ্রান্স
D) নিউইয়র্ক, আমেরিকা
Answer : – C) লয়েন, ফ্রান্স
* নিউইয়র্ক, আমেরিকা: UN, UNICEF, UNFPA, UNDP
* ভিয়েনা, অষ্ট্রিয়া: ইন্টারন্যাশনাল এটিমক এনার্জি, OPEC * ব্রুসেলস, বেলজিয়াম: NATO
wbp previous year question paper pdf in Bengali
Q. ‘বুদ্ধচরিত’ গ্রন্থের রচয়িতা- (WBSI 2013)
A) চরক
B) অশ্বঘোষ
C) নাগার্জুন
D) কালিদাস
Answer : – B) অশ্বঘোষ
Q. ভারত এবং পাকিস্তান দুই দেশেরই সর্বোচ্চ নাগরিক সম্মান পান (WBSI 2013)
A) এ.পি.জে. আব্দুল কালাম
B) জে.আর.ডি টাটা
C) মোরারজি দেশাই
D) লতা মঙ্গেশকর
Answer : – C) মোরারজি দেশাই
* Shri Morarji Desai,the Indian Prime Minister, won both Bharat Ratna and Nishan-e-Pakistan.
Q. লেসলি ওয়াল্টার ক্লডিয়াস কীসের সঙ্গে সম্পর্কযুক্ত? (WBSI 2013)
(A) চিত্রকলা
B) চিত্র পরিচালনা
C) হকি
D) ক্রিকেট ধারাভাস্য
Answer : – C) হকি
Q. ‘টেলিগ্রাফ কোড’ আবিষ্কার করেন- (WBSI 2013)
A) জন লগি বেয়ার্ড
B) স্যামুয়েল এফ.বি. মোর্স
C) আলেকজান্ডার গ্রাহাম বেল
D) ল্যানেক
Answer : – B) স্যামুয়েল এফ.বি. মোর্স
* টেলিফোন- আলেকজান্ডার গ্রাহাম বেল
* টেলিভিশন – জন লগি বেয়ার্ড
* স্টেথোস্কোপ রেনে ল্যানেক
Q. ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসাবে কোন দিনটি পালিত হয়? (WBSI 2013)
A) জানুয়ারি, 5
B) মার্চ, 5
C) জন, 5
D) নভেম্বর, 5
Answer : – C) june , 5
* ৭ জানুয়ারি- প্রবাসী ভারতীয় দিবস
* ৪ মার্চ = আন্তর্জাতিক নারী দিবস
* 5 নভেম্বর – World Tsunami Awareness Day
wbp constable previous year question paper
Q. জাস্টিস জে.এস. ভার্মা কোন প্রতিবেদনের জন্য সাম্প্রতিক খবরে এলেন? (WBSI 2013)
(A) ভূমি অধিগ্রহণ আইন, 1894
B) মহিলাদের উপর যৌন অপরাধ সংক্রান্ত আইন
C) তথ্যের অধিকার আইন, 2005
D) খাদ্য সুরক্ষা আইন
Answer : – B) মহিলাদের উপর যৌন অপরাধ সংক্রান্ত আইন
* On December 23, 2012 a three member Committee headed by Justice J.S. Verma, সুপ্রীম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ভার্মাকে Criminal Law সংশোধন করার সুপারিশ করার জন্য গঠিত হয়েছিল যাতে নারীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত অপরাধীদের দ্রুত বিচার ও বর্ধিত শাস্তির ব্যবস্থা করা যায়।
Q. শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপন কেন্দ্রটি অবস্থিত (WBSI 2013)
A) বেঙ্গালুরুতে
B) কেরালায়
C) রাজস্থানে
D) অন্ধ্রপ্রদেশে
Answer : – D) অন্ধ্রপ্রদেশে
* শ্রীহরিকোটা বঙ্গোপসাগর উপকূলে একটি বালিয়াড়ি দ্বীপ। এটি ভারতের অন্ধ্রপ্রদেশের নেপ্লোর জেলায় অবস্থিত। এখানে সতীশ ধবন মহাকাশ কেন্দ্র রয়েছে।
Q. বিশ্ব এইডস দিবস পালিত হয়- (WBSI 2013)
A) জুলাই, 5
B) সেপ্টেম্বর, 10
C) অক্টোবর, 20
D) ডিসেম্বর,1
Answer : – D) ডিসেম্বর,1
* জুলাই, 18: Nelson Mandela International Day
Q. নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে-(WBSI 2013)
(A) কাবেরী নদীতে
B) কৃষ্ণা নদীতে
C) গোদাবরী নদীতে
D) সিন্ধু নদীতে
Answer : – B) কৃষ্ণা নদীতে
* কৃষ্ণা নদীতে: 1) আলমাড়ী বাঁধ, 2) নাগার্জুন সাগর বাঁধ, 3) শ্রীশৈলম বাঁধ; কাবেরী নদীতে: 1) মেটুর বাঁধ
wbp previous year question paper with answer key pdf
Q. “TRYSEM’-এর মূল লক্ষ্য ছিল- (WBSI 2013)
A) শহরের যুবক-যুবতীদের স্বনিযুক্তির জন্য প্রশিক্ষণ প্রদান
B) গ্রামের যুবক-যুবতীদের স্বনিযুক্তির জন্য প্রশিক্ষণ প্রদান
C) উপরের দুটিই সঠিক
D) উপরের কোনটিই নয়
Answer : – B) গ্রামের যুবক-যুবতীদের স্বনিযুক্তির জন্য প্রশিক্ষণ প্রদান
* Training of Rural Youth for Self Employment: TRYSEM
Q. অমর বোস, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন বিষয়ের কাজের জন্য পরিচিত ছিলেন? (WBSI 2013)
A) শব্দ
B) আলো
C) ঔষধ
D) উদ্ভিদের ব্যবহার
Answer : – B) আলো
Q. কুচিপুড়ি নৃত্যনাট্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? (WBSI 2013)
A) কেরালা
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
Answer : – C) অন্ধ্রপ্রদেশ
* কেরালা: কথাকলি (ধ্রুপদী), ওটম থুলাল, মোহিনীঅট্টম।
* পাঞ্জাব: ভাঙড়া, গিন্ধা,
* কর্ণাটক: ইয়াকশগান, হুতারি, সুগি,
* তামিলনাড়ু: ভারতনাট্যম, কুমী,
wbp constable previous year question paper with answer
Q. সাইখম মীরাবাঈ চানু কোন খেলার সাথে যুক্ত? (WBSI 2018)
(A) সাতার
(B) বক্সিং
(C) ভারোত্তোলন
(D) জিমন্যাসটিক
Answer : -(C) ভারোত্তোলন
* বক্সিং: লাভলিনা বোরগোহেইন, মনীষ কৌশিক
* সাতার: সুয়াশ নারায়ণ যাদব,
Q, কোন CPMF/CAPF ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়? (WBSI 2018)
(A) ITBP
(B) SSB
(C) BSF
(D) CRPF
Answer : -(A) ITBP