Q. ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ঘোষিত হয়েছে? [IAS-2020]
(a) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ
(b) মৌলিক অধিকার সমূহ
(c) প্রস্তাবনা
(d) সপ্তম তপশীল
Answer – (a) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ
Q. গান্ধীবাদ ও মার্কসবাদের মধ্যে একটি সাধারণ সূত্র হল- [IAS-2020]
(a) চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্রবিহীন সমাজ
(b) শ্রেণি সংগ্রাম
(c) ব্যক্তিগত সম্পত্তির বিলুপ্তকরণ
(d) অর্থনৈতিক নির্ধারণবাদ
Answer – (a) চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্রবিহীন সমাজ
Q. ভারতের পরি প্রেক্ষিতে নিচের কোনটি আমলাতন্ত্রের উপযুক্ত বৈশিষ্ট্য ? [IAS -2020]
(a) সংসদীয় গণতন্ত্র বিস্তার ঘটানোর জন্য একটি সংস্থা
(b) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করার একটি সংস্থা
(c) রাজনৈতিক স্থায়ীত্বের সুবিধা এবং অর্থনৈতিক বৃদ্ধির একটি সংস্থা।
(d) সরকারী নীতি বাস্তবায়নের একটি সংস্থা ।
Answer – (d) সরকারী নীতি বাস্তবায়নের একটি সংস্থা ।
Q. ভারতের সংবিধানের প্রস্তাবনা হল – [IAS -2020]
(a) সংবিধানের একটা অংশ কিন্তু কোন আইনি প্রভাব নেই।
(b) সংবিধানের কোন অংশ নয় এবং সেখানে কোনো আইনি প্রভাব নেই।
(c) সংবিধানের কোন অংশ নয় এবং সংবিধানের অন্যান্য অংশের মত আইনি প্রভাব রয়েছে।
(d) সংবিধানের কোন অংশ নয় এবং কোনো আইনি প্রভাব নেই।
Answer – (a) সংবিধানের একটা অংশ কিন্তু কোন আইনি প্রভাব নেই।
Q. নিচের বিবৃতিগুলি বিবেচনা কর – [IAS-2020]
১. ভারতের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি যার ভোটাধিকার আছে তিনি রাজ্য আইনসভার সদস্য না হয়েও ছয় মাসের জন্য মন্ত্রী হয়ে যেতে পারেন।
২. জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ অনুসারে একজন ফৌজদারী অপরাধে দণ্ডিত পাঁচ বছরের জন্য কারাদন্ড ভোগকারী জেল থেকে ছাড়া পেলেও স্থায়ীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য। উপরে উল্লেখিত কোন বিবৃতি / বিবৃতিগুলি সঠিক
(a) শুধুমাত্র ১
(b) শুধুমাত্র ২
(c) ১ এবং ২ উভয়ই
(d) কোনোটিই নয়
Answer – (c) ১ এবং ২ উভয়ই
Q. নিচের বিবৃতিগুলি বিবেচনা কর। [IAS-2020]
১. ভারতের রাষ্ট্রপতি যেখানে তিনি উপযুক্ত বলে মনে করবেন সেখানেই তিনি সংসদের অধিবেশন ডাকতে পারেন।
২. ভারতের সংবিধানে বছরে তিনটি সংসদের অধিবেশনের বিধান রয়েছে। কিন্তু এই তিনটি পরিচালনা করা বাধ্যতামূলক নয়।
৩. বছরে ন্যূনতম কতদিন সংসদ বসতে হবে তার সংখ্যা নেই। উপরে উল্লেখিত কোন বিবৃতি/বিবৃতি গুলি সঠিক ?
(a) শুধুমাত্র ১
(b) শুধুমাত্র ২
(c) শুধুমাত্র ১ ও ৩
(d) শুধুমাত্র ২ ও ৩
Answer – (d) শুধুমাত্র ২ ও ৩
Q. ভারতে আইনি পরিষেবা কর্তৃ পক্ষ নিম্নের কোন ধরনের নাগরিকদের বিনামূল্যে আইনি পরিষেবা দেয়? [IAS-2020]
১. যাদের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম
২. বৃহন্নলা যাদের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম
৩. পিছিয়ে পড়া সম্প্রদায় (OBC) যাদের বার্ষিক আয় ৩ লক্ষের কম।
৪. সকল প্রবীণ নাগরিক
(a) শুধুমাত্র ১ ও ২
(b) শুধুমাত্র ৩ ও ৪
(c) শুধুমাত্র ২ ও ৩
(d) শুধুমাত্র ১ ও 8
Answer – (a) শুধুমাত্র ১ ও ২
Q. ASEAN [Association of South East Asian Nations]-এর সদর দপ্তর কোথায় ? [CISF Asst. Commandant-2020]
(a) ঢাকা
(b) ব্যাঙ্কক
(c) কুয়ালামপুর
(d) জাকার্তা
Answer – (d) জাকার্তা
Q. তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত ব্যক্তিরা রাষ্ট্র বা তার প্রতিষ্ঠান দ্বারা বৈষম্যমূলক আচরণ পেতে 1050 পারে না। সংবিধানের কোন্ ধারা বলে সুপ্রিমকোর্ট এই ব্যাখ্যা দিয়েছে ? [CISF Asst. Commandant-2020]
(a) ১৪-১৯ নং ধারা
(b) ১৬-২১ নং ধারা
(c) ১৪-২১ নং ধারা
(d) ১৯-৩২ নং ধারা
Answer – (c) ১৪-২১ নং ধারা
Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সুপ্রীমকোর্টের বিচারককে অভিযুক্ত করার জন্য ভুল পদ্ধতি ? [CISF Asst. Commandant-2020]
(a) রাষ্ট্রপতির উদ্দেশ্যে সম্বোধন করা একটি প্রস্তাব স্পীকার অথবা চেয়ারম্যানের কাছে পাঠানো যাতে লোকসভার অন্তত ১০০ জন বা রাজ্যসভার অন্তত ৫০ জন সদস্যের স্বাক্ষর থাকবে।
(b) প্রস্তাবটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে যাতে সুপ্রিমকোর্টের দু’জন বিচারপতি এবং একজন বিশিষ্ট বিচারক থাকবেন।
(c) কমিটির রিপোর্টে যা বেরিয়ে এসেছে তার ভিত্তিতে ভোটাভুটি
(d) প্রস্তাবটি উভয়কক্ষে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশ দ্বারা সমর্থিত হওয়া প্রয়োজন।
Answer – (a) রাষ্ট্রপতির উদ্দেশ্যে সম্বোধন করা একটি প্রস্তাব স্পীকার অথবা চেয়ারম্যানের কাছে পাঠানো যাতে লোকসভার অন্তত ১০০ জন বা রাজ্যসভার অন্তত ৫০ জন সদস্যের স্বাক্ষর থাকবে।
Q. নিম্নলিখিত কোটি ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ব্যাখ্যার জন্য সঠিক? [CISF Asst. Commandant-2020]
(a) দ্বৈত নাগরিকত্ব
(b) Council of states-এর প্রতিটি রাজ্যের সমান প্রতিনিধিত্ব আছে
(c) সর্বভারতীয় পরিষেবায় যুক্ত ব্যক্তিদের রাজ্য
বরখাস্ত বা অপসারণ করতে পারে।
(d) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভিন্ন। এখানে কোন দ্বৈত্য বিচার ব্যবস্থা নেই।
Answer – (d) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভিন্ন। এখানে কোন দ্বৈত্য বিচার ব্যবস্থা নেই।
Q. নিম্নলিখিতগুলি কালানুক্রমিক ভাবে সাজাও –
[CISF Asst. Commandant-2020]
l. ৪৪তম সংবিধান সংশোধন
II. মিনার্ভা মিলস কেস
III. প্রস্তাবনা সংশোধন
IV. কেশবানন্দ ভারতী মামলা নিম্নে উল্লেখিত কোড ব্যবহার করে সঠিক
উত্তরটি নির্বাচন কর।
(a) IV, III, I, II
(b) IV, III, II, I
(c) III, IV, I, II
(d) II, IV, III, I
Answer – (a) IV, III, I, II
Q. নিম্নে উল্লেখিত কোনটি ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি ব্যাখ্যা করে না? [CISF Asst. Commandant-2020]
(a) সংবিধান সংশোধনী বিল সংসদের যে কোন কক্ষে উত্থাপন করা যায়।
(b) সংবিধানের মৌল বৈশিষ্ট্যগুলি সংশোধন করা যায়না
(c) সংসদের দুটি কক্ষের অচলাবস্থা কাটানোর জন্য সংসদের যৌথ অধিবেশনের কোনো বিধান নেই।
(d) রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে কোনো ভেটো দিতে পারে না।
Q. নিম্নে উল্লেখিত কোটি ভারতের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের দায়িত্বশীল নয়? [CISF Asst. Commandant-2020]
(a) বিধানসভা রয়েছে এমন প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভারতের সংহত তহবিল (Consolidated Fund) থেকে সমস্ত ব্যয়ের নিরীক্ষণ এবং প্রতিবেদন (Report) করা।
(b) ইউনিয়ন এবং রাজ্যগুলির আকাঙ্খিক তহবিল Contingency Fund) এবং পাবলিক অ্যাকাউন্ট থেকে সমস্ত ব্যায়ের নিরীক্ষণ এবং রিপোর্ট তৈরি করা
(c) কোন বিভাগ/বেসরকারী সংস্থাগুলির দ্বারা বাণিজ্য, উৎপাদন এবং লাভ ও লোকসানের অ্যাকাউন্টগুলির নিরীক্ষণ ও প্রতিবেদন করা ।
(d) কেন্দ্র বা রাজ্য রাজস্ব থেকে যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় করা, সমস্ত সংস্থা এবং কর্তৃপক্ষের আয় এবং ব্যায়ের বিষয়ে নিরীক্ষণ এবং একটি প্রতিবেদন করা
Answer – (c) কোন বিভাগ/বেসরকারী সংস্থাগুলির দ্বারা বাণিজ্য, উৎপাদন এবং লাভ ও লোকসানের অ্যাকাউন্টগুলির নিরীক্ষণ ও প্রতিবেদন করা ।
Q. নিচের কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য নয়? [CISF Asst. Comm.-2020]
(a) জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।
(b) দেশকেরক্ষা করা
(c) সমস্ত সম্পত্তি রক্ষা করা
(d) নিজের ছয় থেকে চৌদ্দ বছরের শিশুদের শিক্ষার সুযোগ প্রদান করা।
Answer – (c) সমস্ত সম্পত্তি রক্ষা করা
Q. নিম্নলিখিত কমিশনগুলির মধ্যে কোনটি তৈরি হয়েছিল কেন্দ্র রাজ্য সম্পর্ক পরিবর্তন সম্পর্কে প্রস্তাব দেওয়ার জন্য ? [CISF Asst. Comm.-2020]
(a) ভার্মা কমিশন
(b) ই. সি ব্যানার্জী কমিশন
(c) কোঠরি কমিশন
(d) সারকারিয়া কমিশন
Answer – (d) সারকারিয়া কমিশন
Q. পঞ্চায়েত সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিধানগুলি নিম্নে উল্লেখিত কোন্ রাজ্যে প্রযোজ্য নয় ? [Combined defence service-2020]
(a) মেঘালয়
(b) ত্রিপুরা
(c) আসাম
(d) গোয়া
Answer – (a) মেঘালয়
Q. ভারতীয় সংবিধানের ১১তম তপশীলে ক্ষমতার বন্টন করা হয়েছে – [Combined defence service-2020]
(a) কেন্দ্র ও রাজ্য আইনসভাগুলির মধ্যে
(b) রাজ্য আইনসভা ও পঞ্চায়েতের মধ্যে
(c) মিউনিসিপল ও পঞ্চায়েতের মধ্যে
(d) গ্রামসভা ও পঞ্চায়েতের মধ্যে
Answer – (d) গ্রামসভা ও পঞ্চায়েতের মধ্যে
Q. পঞ্চায়েতের নির্বাচন সম্পর্কিত সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে – [Combined defence service-2020]
(a) ভারতের সংসদ
(b) রাজ্য আইনসভা
(c) রাজ্য নির্বাচন কমিশন
(d) ভারতের নির্বাচন কমিশন
Answer – (b) রাজ্য আইনসভা
Q. ভারতের একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠনের জন্য নিচের কোন্ আইন/কমিশন ভূমিকা পালন করেছিল ? [Combined defence service-2020]
(a) ভারত শাসন আইন – ১৯১৯
(b) দিলি (Lee) কমিশন-১৯২৩
(c) ভারতশাসন আইন- ১৯৩৫
(d) ভারতীয় কাউন্সিল আইন- ১৯০৯ সালে
Answer – (c) ভারতশাসন আইন- ১৯৩৫