Q. সুপ্রীমকোর্ট কর্তৃক দুই বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধ বিতর্কের মীমাংসা ক্ষমতা হল- [Combined defence service-2020]

(a) মূল এলাকা

(b) অন্তর্নিহিত এলাকা

(c) সম্পূর্ণ এলাকা

(d) পরামর্শদান এলাকা

Answer – (a) মূল এলাকা

Q. নিম্নে উল্লেখিতদের মধ্যে কে গণপরিষদে বলেছিলেন যে, ২৬ জানুয়ারি ১৯৫০ ভারত দ্বন্দ্বের জীবনে প্রবেশ করতে চলেছে? [Combined defence service-2020]

(a) ডঃ বি.আর আম্বেদকর

(b) জওহরলাল নেহরু

(c) মহাত্মা গান্ধি

(d) এস. পি. মুখার্জী

Answer – (a) ডঃ বি.আর আম্বেদকর

Q. ২০০২ সালে (৮৬ তম সংশোধনী) নিম্নে উল্লেখিত কোন্ টি সংবিধানের “মৌলিক কর্তব্য হিসাবে যুক্ত করা হয়েছে ? [Combined defence service-2020]

(a) ব্যক্তি এবং সম্মিলিত ক্রিয়াকলাপে শ্রেষ্ঠত্বের দিকে সংগ্রাম করা

(b) ৬-১৪ বৎসর পর্যন্ত শিশুকে শিক্ষার সুযোগ দেওয়া

(c) মহিলা ও শিশুদের কল্যাণের ওদের কল্যাণের জন্য কাজ করা দীর্ঘ

 (d) শান্তি ও সম্প্রীতির প্রচার করা

Answer – (b) ৬-১৪ বৎসর পর্যন্ত শিশুকে শিক্ষার সুযোগ দেওয়া

Q. ভারতীয় সংবিধানের কোন্  ধারা একজন ব্যক্তিকে দুবার শাস্তির হাত থেকে রক্ষা করে? [Combined defence service-2020]

(a) ২০ নং ধারা

(b) ২১ নং ধারা

(c) ২২ নং ধারা

(d) ২৩ নং ধারা

Answer – (a) ২০ নং ধারা

Q. পঞ্চায়েতের কার্যকারিতা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? [Combined defence service-2020]

(a) পঞ্চায়েত উপযুক্ত কর, শুল্ক, টোল আদায় করে থাকে

(b) ২৫ বছর বয়স প্রাপ্ত ব্যক্তি পঞ্চায়েতের সদস্য- হওয়ার যোগ্য

(c) প্রতিটি পঞ্চায়েতে সাধারণভাবে তার প্রথম সভার তারিখ থেকে ৫ বছর পর্যন্ত চলবে।

 (d) পূর্ণ গঠিত একটি পঞ্চায়েত কেবলমাত্র  পুরো সময়ের অবশিষ্টাংশের জন্য চলতে থাকবে ।

Answer – (b) ২৫ বছর বয়স প্রাপ্ত ব্যক্তি পঞ্চায়েতের সদস্য- হওয়ার যোগ্য

Q. ভারতীয় সংবিধানের কোন্ ধারা ধর্ম , বৰ্ণ, জাতি, লিঙ্গ,  জন্মস্থান ভেদে বিভেদকে নিষিদ্ধ করেছে? [ SSC CGL (Shift-I)-3.03.2020 ]

(a) ২৫২ নং ধারা

(b) ১৯৩ নং ধারা

(c) ২৩৪ নং ধারা

(d) ১৫ নং ধারা

Answer – (d) ১৫ নং ধারা

Q. ভারতীয় সংবিধানের ১৭ নং ধারায় বিলুপ্তি বিষয়ে আলোচনা করা হয়েছে – [ SSC CGL (Shift-I)-3.03.2020 ]

(a) দাসত্ব

(b) অস্পৃশ্যতা

(c) শিরোনাম

(d) সতী

Answer – (b) অস্পৃশ্যতা

Q. আন্তর্জাতিক অর্থভান্ডার (IMF) জানুয়ারি 2020 তে কতজন সদস্য ? [ SSC CGL (Shift-I)-04.03.2020 ]

(a) ১৬৪২

(b) ১৮২৩

(c) ১৭৪৪

(d) ১৮৯

Answer – (d) ১৮৯

Q. ভারতীয় সংবিধানের ——– নং ধারায় ইন্টারনেট ব্যবহারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে। [ SSC CGL (Shift-I)-06.03.2020 ]

(a) ১৪

(b) ২১

(c) ১৯

(d) ১৭

Answer – (c) ১৯

Q. কোন আন্তর্জাতিক সংস্থা ‘World Energy Outlook 2019′ রিপোর্ট প্রকাশ করেছে? [ SSC CGL (Shift-I)-06.03.2020 ]

(a) WTO

(b) UNESCO

(c) UNO

(d) International Energy Agency

Answer – (d) International Energy Agency

Q. সংবিধানের কত তম সংশোধনের মাধ্যমে নির্বাচনের পর দলত্যাগকে বেআইনি ঘোষণা করা হয়েছে?  [SSC CGL Tier-I (CBE) (Sh.-II)-06.03.20]

(a) ৮৬তম

(b) ৫২তম

(c) ৯২তম

(d) ৬১তম

Answer – (b) ৫২তম

Q. কোন্ ধারা বলে সংসদ সংশোধন করতে পারে ? [SSC CGL Tier-I (CBE) (Sh.-II)-06.03.20]

(a) ২৬৯ নং ধারা

(b) ৭৪ নং ধারা

(c) ৩৬৮ নং ধারা

(d) ৩৭৪ নং ধারা

Answer – (c) ৩৬৮ নং ধারা

Q. কততম সংবিধান সংশোধনী নির্বাচনের পর অন্য দলে যোগদান অবৈধ ঘোষণা করেছে ? [SSC CGL Tier-I (CBE) (Sh.-II)-06.03.20]

(a) ৮৬তম

(b) ৬১তম

(c) ৫২তম

(d) ৯২তম

Answer – (c) ৫২তম

 Q. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পণ্য ও পরিষেবা কর (GST) আরোপিত হয়েছে? [SSC CGL Tier-I (CBE) (Sh.-II)-09.03.20]

(a) ৯৭ তম

(b) ৯৯ তম

(c) ১০৩ তম

(d) ১০১ তম

Answer – (d) ১০১ তম

Q. সংবিধানের ৭৯ নং ধারা অনুসারে নিচের কোন্ অংশটি ভারতের সংসদের অংশ হিসাবে বর্ণনা করা হয়। [National Defence Aca. & Naval Aca.-2020]

১. জনগণের কক্ষ

২. কাউন্সিল অব স্টেট

 ৩. ভারতের রাষ্ট্রপতি

নিচের সঠিক উত্তরটি নির্বাচন কর :

(a) শুধুমাত্র ১

(b) শুধুমাত্র ১, ২

(c) শুধুমাত্র ২, ৩

(d) ১,২ ও ৩

Answer – (d) ১,২ ও ৩

Q. ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটি নির্দেশমূলক নীতির অর্ন্তভুক্ত হয়েছে। [National Defence Aca. & Naval Aca.-2020]

(a) রাষ্ট্র আয়ের ক্ষেত্রে বৈষম্যকে হ্রাস করবে

(b) সমান ন্যায় বিচার এবং নিখরচায় আইনি সহায়তা

(c) সমবায় সমিতির প্রচার

(d) শৈশব কালীনের জন্য সংবিধান

Answer – (d) শৈশব কালীনের জন্য সংবিধান

Q. দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি কমন হাইকোর্ট স্থাপিত হতে পারে — [National Defence Aca. & Naval Aca.-2020]

(a) সংসদের আইন পাশের দ্বারা

(b) সুপ্রীমকোর্টের আদেশ বলে

(c) রাষ্ট্রপতির আদেশ বলে

(d) সংবিধানের আইন পাসের দ্বারা

Answer – (a) সংসদের আইন পাশের দ্বারা

Q. ১৯২৮ সালে কংগ্রেস নেতাদের নিয়ে গঠিত একটি কমিটি ভারতের জন্য একটি সংবিধানের খসড়া তৈরি করেছিলেন সেই কমিটির প্রধান ছিলেন?   [National Defence Aca. & Naval Aca.-2020]

(a) মহাত্মা গান্ধী

(b) টি. বি সাপড়ু

(c) মতিলাল নেহরু

(d) জওহরলাল নেহরু

Answer – (c) মতিলাল নেহরু

Q. ১৯৪৫ সালে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মূল ৫১টি দেশ স্বাক্ষর করেছিল- [National Defence Aca. & Naval Aca.-2020]

(a) হেগ কনফারেন্স

(b) লণ্ডন কনফারেন্স

(c) সান-ফ্রান্সিসকো কনফারেন্স

(d) বার্লিন কনফারেন্স

Answer – (c) সান-ফ্রান্সিসকো কনফারেন্স

Q. নিচের কোন্ টি পঞ্চশীল নীতি নয় ? [National Defence Aca. & Naval Aca.-2020]

(a) শান্তিপূর্ণ সহাবস্থান

(b) পারস্পারিক ভৌগলিক অখন্ডতার প্রতি সম্মান প্রদর্শন

(c) পারমানবিক প্রতিরোধ

(d) কারো আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানো।

Answer – (c) পারমানবিক প্রতিরোধ

Scroll to Top