Constitution of India for Govt Exam in Bengali

Q. “যা প্রত্যক্ষভাবে করা যায় না, তা পরোক্ষভাবে করা যায় না” এই বিবৃতি হল কোন্ মতবাদের প্রতীক ? [WBCS (Main) – 2019]

(a) আনুষঙ্গিক ক্ষমতা

(b) বৰ্ণনীয় আইন

(c) নিহিত শক্তি

(d) পিথ এবং পদার্থ

Answer – (b) বৰ্ণনীয় আইন

Q. ২০০২ সালে সংবিধানের ৮৬ তম সংশোধন অনুসারে রাষ্ট্র সকল শিশুর শৈশবকালীন যত্ন প্রদানের জন্য এবং শিক্ষার জন্য প্রচেষ্টা করবে যতক্ষন না তারা সম্পূর্ণ করে- [WBCS (Main) – 2019]

(a) ৩ বছর বয়স

(b) ৬ বছর বয়স

(c) ৭ বছর বয়স

(d) ১২ বছর বয়স

Answer – (d) ১২ বছর বয়স

Q. সংবিধান প্রণেতারা নির্দেশমূলক নীতি সমূহ গ্রহণ করেছিলেন যেখান থেকে— [WBCS (Main) – 2019]

(a) ভারত শাসন আইন — ১৯৩৫

(b) আয়ারল্যান্ডের সংবিধান

(c) সুইজারল্যান্ডের সংবিধান

(d) আমেরিকার সংবিধান

Answer – (b) আয়ারল্যান্ডের সংবিধান

Q. মৌলিক কৰ্তব্য উল্লেখিত হয়েছে – [WBCS (Main) – 2019]

(a) পার্ট IV ধারা 51

(b) পার্ট IVA ধারা 51

(c) পার্ট IV ধারা 51A

(d) পার্ট IVA ধারা 51/A

Answer – (d) পার্ট IVA ধারা 51/A

Q.  রাজ্যের প্রশাসনিক ক্ষমতা নিহিত— [WBCS (Main) – 2019]

(a) রাজ্যের জনগণ

(b) রাজ্যের মুখ্যমন্ত্রী

(c) রাজ্যের রাজ্যপাল

(d) রাজ্য আইনসভা

Answer – (c) রাজ্যের রাজ্যপাল

Q. রাজ্যপালকে অফিস থেকে সরানো যেতে পারে — [WBCS (Main) -2019]

(a) রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর

(b) সংসদে ইমপিচমেন্ট দ্বারা

(c) মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী

(d) রাজ্য বিধানসভার দুই তৃতীয়াংশের সমর্থনে প্রস্তাব পাস

Answer – (a) রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর

Q. রাজ্যপালের বেতন ও ভাতা দেওয়া হয়— [WBCS (Main) -2019]

(a) ভারতীয় সঞ্চিত তহবিল

(b) ভারতে জরুরী তহবিল

(c) রাজ্যের সঞ্চিত তহবিল

(d) A ও C সমান সমান

Answer – (c) রাজ্যের সঞ্চিত তহবিল

Q. সংবিধানের ১৫৫ ও ১৫৬ নং ধারায় আছে— [WBCS (Main) -2019]

(a) নির্বাচন কমিশন

(b) আন্তরাজ্য বাণিজ্য কমিশন

(c) বিধান পরিষদ

(d) রাষ্ট্রপতির রাজ্যপালকে নিয়োগ ও পদচ্যুতির ক্ষমতা

Answer – (d) রাষ্ট্রপতির রাজ্যপালকে নিয়োগ ও পদচ্যুতির ক্ষমতা

Q. সংবিধানের কোন বিধান কোন রাজ্যের রাজ্যপালকে ক্ষমা করার ক্ষমতা দিয়েছে? [WBCS (Main) -2019]

(a) ধারা ১৫১

(b) ধারা ১৫৫

(c) ধারা ১৬১

(d) ধারা ১৬৫

Answer – (c) ধারা ১৬১

Q.  একটি রাজ্যের বিধানপরিষদ বিলোপ ঘটাতে পারে সংসদ যার সুপারিশের ভিত্তিতে— [WBCS (Main) -2019]

(a) রাজ্য বিধানসভা

(b) রাজ্যপাল

(c) রাষ্ট্রপতি

(d) কেউ না

Answer – (a) রাজ্য বিধানসভা

Q. রাজ্য আইনসভা প্রণীত একটি আইন ——-

আইন বিভাগে পড়ে। [WBCS (Main-2019]

(a) স্বায়ত্তশাসন

(b) দায়িত্বপ্রাপ্ত

(c) অধস্তন

(d) সুপ্রিম

Answer – (d) সুপ্রিম

Q. নিম্নলিখিতদের মধ্যে কে সুপ্রিমকোর্টের কাছে পরামর্শমূলক মতামত চাইতে পারেন ? [WBCS (Main)-2019]

 (a) ভারতের রাষ্ট্রপতি

 (b) একটি রাজ্যের রাজ্যপাল

 (c) ভারতের প্রধানমন্ত্রী

 (d) উপরের সবই

Answer – (a) ভারতের রাষ্ট্রপতি

 Q. যে কোন রায়, ডিগ্রি বা যে কোনও আদালত বা সালিশী ট্রাইবুনালে পুরস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ চার্জ করা হবে- [WBCS (Main)-2019]

(a) ভারতের সঞ্চিত তহবিল

(b) আইন ও ন্যায় মন্ত্রকের অর্থ

(c) স্বরাষ্ট্র মন্ত্রকের অর্থ

(d) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

Answer – (a) ভারতের সঞ্চিত তহবিল

Q. ভারতে সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন- [WBCS (Main)-2019]

(a) রাষ্ট্রপতি কর্তৃক স্থিরিকৃত হয়

(b) কোন অবস্থায় কমানো যায় না

(c) তাদের কার্যকালে কমানো যায়।

(d) আর্থিক জরুরী অবস্থা ছাড়া তাদের কার্যকালে কমানো যায় না।

Answer – (d) আর্থিক জরুরী অবস্থা ছাড়া তাদের কার্যকালে কমানো যায় না।

Q. সংবিধানের ২২৭ নং ধারায় আছে – [WBCS (Main)-2019]

(a) উচ্চ আদালতের তত্ত্বাবধায়নের ক্ষমতা।

(b) বিচার বিভাগীয় পর্যালোচনা।

(c) অধ্যক্ষের ক্ষমতা

(d) উপরাষ্ট্রপতির ক্ষমতা

Answer – (a) উচ্চ আদালতের তত্ত্বাবধায়নের ক্ষমতা।

Q. যে ক্ষমতা বলে সুপ্রিমকোর্ট ভারত সরকার এবং এক বা একাধিক রাজ্য সরকারের মধ্যে বিতর্ক শুনতে পারে— [WBCS (Main)-2019]

(a) মূল এলাকা

(b) আপিল এলাকা

(c) লেখ জারি এলাকা

(d) পরামর্শ দান এলাকা

Answer – (a) মূল এলাকা

Q.  ৩৫৬ অনুচ্ছেদের অধীনে ঘোষণার বিচার বিভাগীয় পর্যালোচনা নিম্নলিখিত কারণের উপর নির্ভর করবে— [WBCS (Main)-2019]

(a) এই ঘোষণাটি বিবেচনা করে প্রকাশ করা হয়েছে যা অতিরিক্ত বহিরাগত বা অপ্রাসঙ্গিক ।

(b) ৩৫৬ নং ধারার অধীনে ক্ষমতার ব্যবহার করা

তা হয়েছে বিশ্বাসঘাতকভাবে।

(c) একটি সংবিধানিক আদেশ যাতে বৌদ্ধিক

বৈশিষ্ট্যের অভাব রয়েছে।

(d) উপরের সবগুলি

Answer – (d) উপরের সবগুলি

 Q. কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বোচ্চ আদালত ঘোষিত আইনগুলি ভারতের সকল আদালতের জন্য বাধ্যতামূলক হবে ?  [WBCS (Main)-2019]

(a) ধারা ১৩১

(b) ধারা ১৪১

(c) ধারা ১৪২

(d) ধারা ১৪৩

Answer – (b) ধারা ১৪১

Q. সুপ্রিমকোর্টের এক্তিয়ার বাড়াতে পারে— [WBCS (Main)-2019]

(a) সংসদ আইন করে

(b) সংসদ সিদ্ধান্ত করে

(c) রাষ্ট্রপতি

(d) প্রধান বিচারপতির সাথে আলোচনার সাপেক্ষে রাষ্ট্রপতি

Answer – (a) সংসদ আইন করে

Q. হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোন বিচারপতি প্র্যাকটিস করতে পারেন না— [WBCS (Main)-2019]

(a) ভারতের কোন হাইকোর্টে

(b) যেখান থেকে তিনি অবসর নিয়েছেন সেই হাইকোর্টে

(c) সুপ্রিমকোর্ট

(d) উপরের সব

Answer – (b) যেখান থেকে তিনি অবসর নিয়েছেন সেই হাইকোর্টে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top