Q. নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন –

(a) clare Lombardelli

(b) Nick Walker

(c) Chris Hipkins

(d) Sonia Guajajara

Answer – (c) Chris Hipkins

Q. Amul কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন – 

(a) শামলভাই বি. প্যাটেল

(b) মোহামেদ ইরফান

(c)  বিক্রম দেব দত্ত

(d) প্রবীণ শর্মা

Answer – (a) শামলভাই বি. প্যাটেল

Q. Tata Trusts কোম্পানির CEO পদে নিযুক্ত হলেন –

(a) বিক্রম দেব দত্ত

(b) সিদ্ধার্থ শৰ্মা

(c) প্রবীণ শর্মা

(d) মোহামেদ ইরফান

Answer – (b) সিদ্ধার্থ শৰ্মা

Q. Central Railway-র নতুন জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হলেন –

(a) প্রতাপ সিং

(b) পঙ্কজ কুমার সিং

(c) নরেশ লালবানী

(d) বিক্রম দেব দত্ত

Answer – (c) নরেশ লালবানী

Q. সম্প্রতি আসামের নতুন DGP পদে নিযুক্ত হলেন –

(a) জ্ঞানেন্দ্র প্রতাপ সিং

(b) তপন সাইকিয়া

(c) কে. ভেনু

(d) বিষ্ণু প্রসাদ

Answer – (a) জ্ঞানেন্দ্র প্রতাপ সিং

Q. বায়োলজিতে Europe’s Top Talents সম্মান পেলেন –

(a) ড. মহিমা স্বামী ( ভারতীয় )

(b) অর্পনা সেন

(c) সান্দুক রুট

(d) ভি. কার্থিকেয়ন পান্ডিয়ান

Answer – (a) ড. মহিমা স্বামী ( ভারতীয় )

Q. JAGA Mission-এর জন্য World Habitat Award 2023 জিতলো –

(a) পশ্চিমবঙ্গ

(b) কেরালা

(c) মুম্বাই

(d) উড়িষ্যা

Answer – (d) উড়িষ্যা

Q. জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে Lifetime Achievement Award জিতলেন –

(a) ড. মহিমা স্বামী

(b) অপর্ণা সেন

(c) ভি. কার্থিকেয়ন পান্ডিয়ান

(d) রমা দেবী

Answer – (b) অপর্ণা সেন

Q. অস্কার ২০২৩-এর জন্য শর্টলিস্টেড হল –

(a) The Kashmir Files

(b) RRR

(c) Gadar

(d) Brahmastra

Answer – (a) The Kashmir Files

Q. বীরবল” শিরোনামে উপন্যাসের জন্য বাংলা বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২ পেলেন –

(a) সান্দুক রুট

(b) বিনয় রায়

(c) স্বপন ঘোষ

(d) তপন বন্দ্যোপাধ্যায়

Answer – d) তপন বন্দ্যোপাধ্যায়

Q. মানবতার জন্য বাহরাইনের ISA award পেলেন –

(a) বিষ্ণু প্রসাদ (ভারতের)

(b) Qin Gang (চীন)

(c) ড. সান্দুক রুট (নেপালের)

(d) Chris Hipkins (নিউজিল্যান্ড)

Answer – (c) ড. সান্দুক রুট (নেপালের)

Q. স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় যুব দিবস পালন করা হয় –

(a) ১২ই জানুয়ারি

(b) ১৩ই জানুয়ারি

(c) ১৪ই জানুয়ারি

(d) ১৫ই জানুয়ারি

Answer – (a) ১২ই জানুয়ারি

Q. ভারতীয় সেনা দিবস পালন করা হয় –

(a) ১৩ই জানুয়ারি

(b) ১৪ই জানুয়ারি

(c) ১৫ই জানুয়ারি

(d) ১৭ই জানুয়ারি

Answer – (c) ১৫ই জানুয়ারি

Q. জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় –

(a) ২৯শে জুন

(b) ১৫ই নভেম্বর

(c) ১৩ই ফ্রেবরুয়ারি

(d) ২৪শে জানুয়ারি

Answer – (d) ২৪শে জানুয়ারি

Q. জাতীয় ভোটার দিবস পালন করা হয় –

(a) ১৩ই ফ্রেবরুয়ারি

(b) ২৫শে জানুয়ারি

(c) ১৫ই নভেম্বর

(d) ২৯শে জুন

Answer – (b) ২৫শে জানুয়ারি

Q. গাড়ি বিক্রিতে বিশ্বে তৃতীয় বৃহত্তম অটো মার্কেট হলো –

(a) আমেরিকা

(b) জাপান

(c) ভারত

(d) রাশিয়া

Answer – (c) ভারত

Q. গাড়ি বিক্রিতে বিশ্বে প্রথম বৃহত্তম অটো মার্কেট হলো –

(a) চিন

(b) আমেরিকা

(c) রাশিয়া

(d) দক্ষিণ কোরিয়া

Answer – (a) চিন

Q. মহিলাদের চাকরি প্রদানে শীর্ষ শহর –

(a) পুনে

(b) বেঙ্গালুরু

(c) চেন্নাই

(d) মুম্বাই

Answer – (c) চেন্নাই

Q. Henley Passport Index 2023-এ ভারতীয় পাসপোর্টে স্থান

(a) ৮৫

(b) ৮৬

(c) ৮৭

(d) ৮৮

Answer – (a) ৮৫

Q. Henley Passport Index 2023-এ জাপানের পাসপোর্টে স্থান –

(a) প্রথম

(b) দ্বিতীয়

(c) তৃতীয়

(d) চতুর্থ

Answer – (a) প্রথম

Scroll to Top