Q. 2023 Super Cup হোস্ট করবে –
(a) কলকাতা
(b) মুম্বাই
(c) চেন্নাই
(d) কেরালা
Answer – (d) কেরালা
Q. ICC Men’s T20I Cricketer of the Year 2022 হলেন –
(a) সূর্য্য কুমার যাদব
(b) বেন স্টোকস
(c) বাবর আজম
(d) নিকোলাস পুরান
Answer – (a) সূর্য্য কুমার যাদব
Q. ICC Men’s Test Cricketer of the Year 2022 হলেন –
(a) বিরাট কোহলি
(b) হেনরি নিকোলাস
(c) বেন স্টোকস
(d) বাবর আজম
Answer – (c) বেন স্টোকস
Q. স্বাধীনতা সংগ্রামের উপর ‘Revolutionaries’ শিরোনামে বই লিখছেন –
(a) সঞ্জীব সান্যাল
(b) এ. কে দ্বিবেদী
(c) মাধব রাও
(d) রবীন ঘোষ
Answer – (a) সঞ্জীব সান্যাল
Q. মুখ্যমন্ত্রীর ডায়রী ১” শিরোনামে বই লিখলেন –
(a) শুভ্রা গুপ্তা
(b) অরবিন্দ মন্দলোই
(c) হিমন্ত বিশ্ব শর্মা
(d) তমাল বন্দ্যোপাধ্যয়
Answer – (c) হিমন্ত বিশ্ব শর্মা (আসামের মুখ্যমন্ত্রী)
Q. দিদির সুরক্ষা কবচ” নামে ক্যাম্পেইন লঞ্চ করলো-
(a) অভিষেক ব্যানার্জি
(b) মুকুল রায়
(c) শুভেন্দু অধিকারী
(d) মমতা ব্যানার্জি
Answer – (d) মমতা ব্যানার্জি (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী)
Q. ১০০ দিনের ‘Global City’ ক্যাম্পেইন লঞ্চ করলো –
(a) পশ্চিমবঙ্গ
(b) উত্তরপ্রদেশ
(c) কেরালা
(d) গুজরাট
Answer – (b) উত্তরপ্রদেশ
Q. অর্থনৈতিক নিরাপত্তার উপর EAG Laureate Award জিতলো –
(a) Bank of Baroda
(b) State Bank of India
(c) United Bank
(d) Punjab National Bank
Answer – (a) Bank of Baroda
Q. Paytm Payments Bank-এর MD এবং CEO পদেনিযুক্ত হলেন –
(a) প্রবদেব সিং
(b) সুহেল সমীর
(c) সুরিন্দর চাওলা
(d) অরবিন্দ ঘোষ
Answer – (c) সুরিন্দর চাওলা
Q. ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিং রাজ্য হলো –
(a) গুজরাট
(b) কেরালা
(c) দিল্লী
(d) পশ্চিমবঙ্গ
Answer – (b) কেরালা
Q. ৮টি লেন সহ ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল ব্রিজ চালু হলো –
(a) দিল্লী
(b) পশ্চিমবঙ্গ
(c) গুজরাট
(d) গোয়াতে
Answer – (d) গোয়াতে (Zuari Bridge)
Q. ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস চালু হবে –
(a) গুজরাট
(b) কলকাতায়
(c) দিল্লী
(d) গোয়াতে
Answer – (b) কলকাতায়
Q. বিশ্বে দ্বিতীয় দেশ হিসাবে হাইড্রোজেন ট্রেন চালু করলো –
(a) জার্মানি
(b) জাপান
(c) চীন
(d) আমেরিকা
Answer – (c) চীন (প্রথম লঞ্চ করেছিল জার্মানি)
Q. 2023 World Economic Forum Summit অনুষ্ঠিত হবে –
(a) ইন্দোনেশিয়াতে
(b) সুইজারল্যান্ডে
(c) রাশিয়াতে
(d) সৌদি আরবে
Answer – (b) সুইজারল্যান্ডে
Q. ‘PayRup’ নামে দ্রুততম পেমেন্ট অ্যাপ লঞ্চ করলো –
(a) ভারত
(b) কাতার
(c) সৌদি আরব
(d) বাংলাদেশ
Answer – (a) ভারত
Q. মহিলাদের সুরক্ষার জন্য Vehicle Location Control Centre এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলেন –
(a) অরবিন্দ কেজরিওয়াল
(b) নরেন্দ্র মোদী
(c) মমতা ব্যানার্জি
(d) নবীন পটনায়েক
Answer – (c) মমতা ব্যানার্জি
Q. সম্প্রতি ভারতে মারা গেলেন গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট –
(a) Jason Moo
(b) Jp Morgan
(c) Badara Alieu Joof
(d) Sultana Ahmed Al Jaber
Answer – (c) Badara Alieu Joof
Q. কর্নাটকের মান্দ্যতে Mega Dairy উদ্বোধন করলেন –
(a) অমিত শাহ
(b) নরেন্দ্র মোদী
(c) যোগী আদিত্য নাথ
(d) রাহুল গান্ধী
Answer – (a) অমিত শাহ
Q. দিল্লির বাইরে প্রথমবার আর্মি দিবসের প্যারেড অনুষ্ঠিতহলো –
(a) কলকাতাতে
(b) গুজরাটে
(c) মুম্বাইতে
(d) বেঙ্গালুরুতে
Answer – (d) বেঙ্গালুরুতে
Q. স্কুলের ছাত্রীদের Menstrual Leave দেওয়ার ঘোষণা করলো –
(a) উড়িষ্যা
(b) কেরালা
(c) দিল্লী
(d) উত্তরপ্রদেশে
Answer – (b) কেরালা