Q. বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় –
(a) ১২ই জানুয়ারি
(b) ২১শে মার্চ
(c) ২রা ফেব্রুয়ারি
(d) 23শে অক্টোবর
Answer – (c) ২রা ফেব্রুয়ারি
Q. বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় –
(a) ৪ঠা ফেব্রুয়ারি
(b) 23শে অক্টোবর
(c) ২১শে মার্চ
(d) ১২ই জানুয়ারি
Answer – (a) ৪ঠা ফেব্রুয়ারি
Q. ইন্ডিয়ান এয়ার ফোর্সের নতুন ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন –
(a) রাজীব কুমার
(b) এ.পি. সিং
(c) শমিক দত্ত
(d) বীর দাস
Answer – (b) এ.পি. সিং
Q.লাওসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন –
(a) মাধবেন্দ্র সিং
(b) অরুণ কোহলি
(c) প্রশান্ত আগ্রাবাল
(d) ) রাজীব কুমার
Answer – (c) প্রশান্ত আগ্রাবাল
Q. যুক্তরাজ্যের (UK) দ্বারা Lifetime Achievement Honour-এ সম্মানিত হলেন –
(a) ড. পেগগী মোহন
(b) ভিনেশ ফোগাত
(c) এ. বি. কে. প্রসাদ
(d) মনমোহন সিং
Answer – (d) মনমোহন সিং
Q. সম্প্রতি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে ডিলিট উপাধি পেলেন –
(a) এ. বি. কে. প্রসাদ
(b) মমতা ব্যানার্জি
(c) ড. পেগগী মোহন
(d) ভিনেশ ফোগাত
Answer – (b) মমতা ব্যানার্জি
Q. বিশ্বের পপুলার নেতা তালিকায় প্রথম স্থানে রয়েছেন –
(a) ঋষি সুনাক
(b) জো বাইডেন
(c) ভ্লাদিমির পুতিন
(d) নরেন্দ্র মোদী
Answer – (d) নরেন্দ্র মোদী
Q. Global Happiness Ranking 2023-এ ভারতের স্থানে –
(a) 136
(b) 155
(c) 158
(d) 159
Answer – (a) 136
Q. বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন –
(a) মোহাম্মদ আবদুল হামিদ
(b) আজিজুর রহমান
(c) আজাহার উদ্দিন
(d) মোহাম্মদ শাহাবুদ্দিন
Answer – (d) মোহাম্মদ শাহাবুদ্দিন
Q. World Bank-এর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করছেন –
(a) Raphael Varane
(b) josh Inglish
(c) David Malpass
(d) Cooper Havgan
Answer – (c) David Malpass
Q. Shane Warne Men’s Test Player of the Year Award জিতলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার –
(a) Michal Marsh
(b) Usman Khawaja
(c) Steven Smith
(d) David Warner
Answer – (b) Usman Khawaja
Q. Football’s 2027 Asian Cup হোস্ট করবে – –
(a) ভারত
(b) ব্রাজিল
(c) সৌদি আরব
(d) ফ্রান্স
Answer – (c) সৌদি আরব
Q. মহিলা IPL-এর নিলামে সবথেকে বেশি টাকায় বিক্রি হলো ক্রিকেটার –
(a) স্মৃতি মন্ধনা
(b) হরমোন প্রিতকর
(c) ঝুলন গোস্বামী
(d) শ্রেফালী বর্মা
Answer – (a) স্মৃতি মন্ধনা
Q. ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি ও সিরিয়ার মানুষের সাহায্য করতে “অপারেশন দোস্ত লঞ্চ করলো –
(a) ভারত
(b) আমেরিকা
(c) জাপান
(d) চিন
Answer – (a) ভারত
Q. ভারতের সাথে Dharma Guardian) 2023 নামে যৌথ ট্রেনিং অনুশীলন শুরু করলো –
(a) ভূটান
(b) বাংলাদেশ
(c) জাপান
(d) দক্ষিণ কোরিয়া
Answer – (c) জাপান
Q. Victory City” শিরোনামে উপন্যাস লিখলেন – –
(a) মেঘনাদ দেসাই
(b) গোপাল দাস
(c) জে. পি. নাড্ডা
(d) সলমন রুশদি
Answer – (d) সলমন রুশদি
Q. ” Energize Your Mind” শিরোনামে বই লিখলেন –
(a) গৌর গোপাল দাস
(b) জে. পি. নাড্ডা
(c) মেঘনাদ দেসাই
(d) রবি ঠাকরে
Answer – (a) গৌর গোপাল দাস
Q. এশিয়ার প্রথম ভাসমান উৎসব অনুষ্ঠিত হলো –
(a) আসাম
(b) মধ্যপ্রদেশে
(c) উড়িষ্যা
(d) গুজরাট
Answer – (b) মধ্যপ্রদেশে
Q. উত্তর ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে –
(a) হায়দ্রাবাদ
(b) গুজরাট
(c) হরিয়ানায়
(d) চেন্নাই
Answer – (c) হরিয়ানায়
Q. ভরতপুর অভয়ারণ্যে ডলফিন এবং গন্ডারদের জন্য চিড়িয়াখানা তৈরি করছে –
(a) রাজস্থান
(b) আসামে
(c) উড়িষ্যাতে
(d) পশ্চিমবঙ্গে
Answer – (a) রাজস্থান