Q. শূন্য বৈষম্য দিবস পালন করা হয় –
(a) ১লা মার্চ
(b) ১৩ই এপ্রিল
(c) ২৬শে নভেম্বর
(d) ২৭শে ডিসেম্বর
Answer – (a) ১লা মার্চ
Q. বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় –
(a) ২রা মার্চ
(b) ৩রা মার্চ
(c) ১৬ই নভেম্বর
(d) ১৮ই ডিসেম্বর
Answer – (b) ৩রা মার্চ
Q. Pepsi কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন –
(a) রণবীর সিং
(b) বিরাট কোহলি
(c) আলিয়া ভাট
(d) রোহিত শর্মা
Answer – (a) রণবীর সিং
Q. Press Information Bureau (PIB)-এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন –
(a) রশ্মি শুক্লা
(b) রাজেশ মালহোত্রা
(c) শৈলেশ পাঠক
(d) জিশনু বড়ুয়া
Answer – (b) রাজেশ মালহোত্রা
Q. Asian Chess Federation (ACF)এর দ্বারা Player-of-the-Year Award জিতলেন –
(a) বিরাট কোহলি
(b) পি.ভি. সিন্ধু
(c) সানিয়া মির্জা
(d) ডি. গুকেশ
Answer – (d) ডি. গুকেশ (ভারতীয় দাবাড়ু)
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
Q. জাতীয় ফটোগ্রাফি অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হলেন –
(a) সুনন্দা পাত্র
(b) কল্যানী ঘোষ
(c) শিপ্রা দাস
(d) সুপ্রিতী জানা
Answer – (c) শিপ্রা দাস
Q. বিশ্বের দ্বিতীয় শক্তিশালী টেলিকম ব্র্যান্ড হলো – –
(a) RelianceJio
(b) Vodafone
(c) Airtel
(d) Idea
Answer – (a) RelianceJio
Q. Electoral Democracy Index 2023-এ ভারতের স্থান –
(a) ১০৮
(b) ১১০
(c) ১১৫
(d) ১২০
Answer – (a) ১০৮
Q. Invest India-র ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদ থেকেপদত্যাগ করলেন –
(a) রাম প্রসাদ যাদব
(b) দীপক বাগলা
(c) রাম চন্দ্র পৌডেল
(d) পীযুষ গোয়েল
Answer – (b) দীপক বাগলা
Q. Women’s T20 World ip-এ সবথেকে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার হলেন –
(a) রেনুকা ঠাকুর
(b) মেগান শুট
(c) শাবনিম ইসমাইল
(d) ডাসি ব্রাউন
Answer – (c) শাবনিম ইসমাইল (আফ্রিকার)
Q. ২০২৩ ফেব্রুয়ারি মাসে পুরুষ বিভাগে ICC Player of theMonth হলেন –
(a) বাবর আজম
(b) হ্যারি ব্রুক
(c) জো রুট
(d) উসমান খোওয়াজা
Answer – b) হ্যারি ব্রুক (ইংল্যান্ডের)
Q. ভারতের সাথে Exercise Shinyuu Maitri অনুষ্ঠিত করবে –
(a) জাপান
(b) জার্মান
(c) রাশিয়া
(d) আমেরিকা
Answer – (a) জাপান
Q. ফ্রান্সের আর্মির সাথে ‘FRINJEX-23’ নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে –
(a) জাপান
(b) আমেরিকা
(c) ভারত
(d) রাশিয়া
Answer – (c) ভারত
Q. India’s Struggle for Independence – Gandhian Era” শিরোনামে বই লিখলেন –
(a) ড. এম. এ. হাসান
(b) অনুরাগ বেহার
(c) রাজীব মালহোত্রা
(d) পি. জ্যোথিমনি
Answer – (d) পি. জ্যোথিমনি
Q. As Good as My Word: A Memoir” শিরোনামে বই লিখলেন –
(a) রাজীব মালহোত্রা
(b) কে.এম. চন্দ্রশেখর
(c) ড. এম. এ. হাসান
(d) অনুরাগ বেহার
Answer – (b) কে.এম. চন্দ্রশেখর
Q. নিউ দিল্লিতে ‘Catch the Rain 2023’ ক্যাম্পেইন লঞ্চ করবেন –
(a) নরেন্দ্র মোদী
(b) অমিত শাহ
(c) দ্রৌপদী মুর্মু
(d) অরবিন্দ কেজরিওয়াল
Answer – (c) দ্রৌপদী মুর্মু (রাষ্ট্রপতি)
কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
Q. পরিবেশের জন্য Mission Lifestyle লঞ্চ করলো কোন্ সরকার –
(a) আসাম
(b) পশ্চিমবঙ্গ
(c) উড়িষ্যা
(d) উত্তরপ্রদেশ
Answer – (a) আসাম
Q. পাবলিক হেলথকেয়ার ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির জন্য ভারতকে ১ বিলিয়ন ডলার লোন দিচ্ছে –
(a) বিশ্ব ব্যাঙ্ক
(b) রিজার্ভ ব্যাঙ্ক
(c) স্টেট ব্যাঙ্ক
(d) পাঞ্জাব ব্যাঙ্ক
Answer – (a) বিশ্ব ব্যাঙ্ক
Q. Amazon Pay (India)-কে ৩.০৬ কোটি টাকা জরিমানা করলো ভারতীয় –
(a) বিশ্ব ব্যাঙ্ক
(b) রিজার্ভ ব্যাঙ্ক
(c) স্টেট ব্যাঙ্ক
(d) পাঞ্জাব ব্যাঙ্ক
Answer – (b) রিজার্ভ ব্যাঙ্ক
Q. National Conference on Child Sexual Abuse Material অনুষ্ঠিত হলো –
(a) আসামে
(b) গোয়াতে
(c) মুম্বাইতে
(d) নিউ দিল্লিতে
Answer – (d) নিউ দিল্লিতে