Q. ভারতে জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় –

(a) ৫ই এপ্রিল

(b) ৬ই জুন

(c) ১৬ই অক্টোবর

(d) ২৪শে নভেম্বর

Answer – (a) ৫ই এপ্রিল

Q. বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় –

(a) ৮ই জানুয়ারি

(b) ১৪ই ফেব্রুয়ারি

(c) ৭ই এপ্রিল

(d) ১৫ই জুন

Answer – (c) ৭ই এপ্রিল

Q. গ্রীসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন –

(a) রাজীব কুমার মিশ্র

(b) রুদ্রেন্দ্র ট্যান্ডন

(c) সঞ্জীব যশজিৎ সিং

(d) রাজন গুপ্ত

Answer – (b) রুদ্রেন্দ্র ট্যান্ডন

Q. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(RBI)-এর একজিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন –

(a) রাজীব কুমার মিশ্র

(b) সঞ্জীব যশজিৎ সিং

(c) রাজন গুপ্ত

(d) নীরাজ নিগম

Answer – (d) নীরাজ নিগম

Q. World Tree City List-এ দ্বিতীয়বার স্থান পেল –

(a) হায়দ্রাবাদ

(b) দিল্লী

(c) মুম্বাই

(d) আমেদাবাদ

Answer – (c) মুম্বাই

Q. India Justice Report 2022-এ শীর্ষ স্থানে রয়েছে –

(a) চেন্নাই

(b) কর্ণাটক

(c) কেরালা

(d) মুম্বাই

Answer – (b) কর্ণাটক

Q. কিউবার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচন জিতলেন –

(a) Daniel petrious

(b) Gregorian Mariska

(c) Miguel Diaz-Canel

(d) Oliver Dowden

Answer – (c) Miguel Diaz-Canel

Q. যুক্তরাজ্যের (UK) ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে নির্বাচিত হলেন –

(a) Oliver Dowden

(b) Miguel Diaz-Canel

(c) Daniel petrious

(d) Gregorian Mariska

Answer – (a) Oliver Dowden

Q. সম্প্রতি ৪ বছরের জন্য ব্যান হলেন –

(a) খলিল আহমেদ

(b) অরবিন্দ চিদাম্বরম

(c) সঞ্জিতা চানু

(d) প্রিয়াংশু রাজাবাত

Answer – (c) সঞ্জিতা চানু (ওয়েট লিফটার)

Q. লেটেস্ট FIFA Rankings-এ ভারতীয় পুরুষ ফুটবল টিমের স্থান –

(a) ১০১

(b) ১০২

(c) ১০৩

(d) ১০৫

Answer – (a) ১০১

Q. ভারতের সাথে SLINEX-2023 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো –

(a) জাপান

(b) আমেরিকা

(c) শ্রীলঙ্কা

(d) দক্ষিণ কোরিয়া

Answer – (c) শ্রীলঙ্কা

Q. আমেরিকান এয়ার ফোর্সের সাথে ‘Cope India’ নামে ফাইটার ট্রেনিং অনুশীলন অনুষ্ঠিত করছে –

(a) জাপান

(b) শ্রীলঙ্কা

(c) দক্ষিণ কোরিয়া

(d) ভারত

Answer – (d) ভারত

Q. Phoolange” শিরোনামে বই লিখলেন –

(a) বাণী ত্রিপাঠী টিকু

(b) লেখনাথ ছেত্রী

(c) ভগবন্ত মান

(d) জয়দীপ মুখার্জি

Answer – (b) লেখনাথ ছেত্রী

Q. Gandhi: Siyasat aur Sampradaiykta” শিরোনামে বই লিখলেন –

(a) পীযূষ বাবেলে

(b) ভগবন্ত মান

(c) বাণী ত্রিপাঠী টিকু

(d) জয়দীপ মুখার্জি

Answer – (a) পীযূষ বাবেলে

Q. School Chalo Abhiyan” লঞ্চ করছে উত্তরপ্রদেশের –

(a) নরেন্দ্র মোদী

(b) অমিত শাহ

(c) রাজনাথ সিং

(d) যোগী আদিত্যনাথ

Answer – (d) যোগী আদিত্যনাথ

Q. ভারতে প্রথম সমস্ত ধরনের বাড়ির জন্য Cool Roof Policy লঞ্চ করলো –

(a) কেরালা

(b) উড়িষ্যা

(c) তেলেঙ্গানা

(d) গুজরাট

Answer – (c) তেলেঙ্গানা

Q. কাজিরাঙা ন্যাশনাল পার্কে Gaj Utsav-2023 এর উদ্বোধন করলেন –

(a) নরেন্দ্র মোদী

(b) দ্রৌপদী মুর্মু

(c) রাজনাথ সিং

(d) যোগী আদিত্যনাথ

Answer – (b) দ্রৌপদী মুর্মু

Q. Global Conference on Compressed Biogas অনুষ্ঠিত হলো –

(a) মুম্বাই

(b) পুনে

(c) কলকাতা

(d) নিউ দিল্লিতে

Answer – (d) নিউ দিল্লিতে

Q. হায়দ্রাবাদে ১২৫ ফুট লম্বা আম্বেদকরের মূর্তির উদ্বোধন করলো –

(a) দিল্লী সরকার

(b) তেলেঙ্গানা সরকার

(c) কেরালার সরকার

(d) উড়িষ্যার সরকার

Answer – (b) তেলেঙ্গানা সরকার

Q. ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে ‘Vande Metro’ চালু করার ঘোষণা করলেন –

(a) অজয় বাগুড়িয়া

(b) স্বপন কুমার সিং

(c) অশ্বিনী বৈষ্ণব

(d) রবিন বাউলিয়া

Answer – (c) অশ্বিনী বৈষ্ণব

Scroll to Top