ANM GNM Preparation | Life Science Question

Q. অবশিষ্ট বায়ুর (Residual volume) পরিমাণ-

(a) প্রবাহী বায়ুর তুলনায় বেশি
(b) প্রবাহী বায়ুর তুলনায় কম
(c) বায়ু ধারকত্ব অপেক্ষা বেশি
(d) 100 ঘন সেমি
Answer – (a) প্রবাহী বায়ুর তুলনায় বেশি

Q. একজন খেলোয়াড়ের বায়ু ধারকত্ব (Vital capacity)-

(a) 1 লিটার
(b) 10 লিটার
(c) 2 লিটার
(d) 5 লিটার
Answer – (d) 5 লিটার

Q. বেশি উচ্চতায় শ্বসন হার-

(a) স্থির থাকে
(b) কমে যায়
(c) থেমে যায়
(d) বেড়ে যায
Answer – (d) বেড়ে যায

Q. দ্বিতীয় হৃদধ্বনি হয়-

(a) অলিন্দ-নিলয় কপাটিকা বন্ধের জ
(b) নিলয় উদ্গত মহাধমনির কপাটিকাগুলি বন্ধের জন্য
(c) কপাটিকার ত্রুটির জন্য
(d) পেরিকার্ডিয়ামের জন্য
Answer – (b) নিলয় উদ্গত মহাধমনির কপাটিকাগুলি বন্ধের জন্য

Q. কোন্ টি অসামঞ্জস্য?

(a) অনুচক্রিকার আয়ু-4 দিন
(b) ভ্যাগোটিম-হৃৎস্পন্দন বৃদ্ধি
(c) হৃৎপিন্ডের আবরণ-পেরিকার্ডিয়াম
(d) পালমোনারি ধমনি- অক্সিজেন সমৃদ্ধ রক্ত
Answer – (d) পালমোনারি ধমনি- অক্সিজেন সমৃদ্ধ রক্ত

Q. মানুষের বৃক্কের হাইলাম কোন্ টি?

(a) নেফ্রনের একটি অংশ
(b) গবিনীর অংশ
(c) অবতল সীমান্ত (খাঁজ)
(d) আবরণ
Answer – (c) অবতল সীমান্ত (খাঁজ)

Q. গ্লোমেরুলাসের কার্যকারী পরিস্রাবণ চাপ-

(a) 5 মিমি পারদস্তম্ভের সমান
(b) 70 মিমি পারদস্তম্ভের সমান
(c) 30 মিমি পারদস্তম্ভের সমান
(d) 20 মিমি পারদস্তম্ভের সমান
Answer – (c) 30 মিমি পারদস্তম্ভের সমান

GNM ANM Life Science Mock Test

Q. কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়-

(a) মিউসিন
(b) গ্লাইসিন
(c) লাইসিন
(d) প্রোলিন
Answer – (a) মিউসিন

Q. থ্রম্বোসিস হল-

(a) রক্তনালি অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত জমাট বেঁধে যায়
(b) রক্তনালি ছিঁড়ে যায়
(c) রক্তনালির মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া
(d) রক্তনালির মধ্যে রক্তের তঞ্চন ঘটে
Answer – (a) রক্তনালি অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত জমাট বেঁধে যায়

Q. হৃদস্পন্দন উৎপন্ন হয়-

(a) AV নোড থেকে
(b) অলিন্দ থেকে
(c) SA নোড থেকে
(d) নিলয় থেকে
Answer – (c) SA নোড থেকে

Q. কোনটি সত্য নির্ণয় করো-

(a) 100 মিলি ধমনির রক্তে 19-20 মিলি অক্সিজেন থাকে
(b) 1 অণু হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেন বহন করে
(c) 100 মিলি শিরার রক্তে 14-15 মিলি অক্সিজেন থাকে

(a) 1, 2, 3 সত্য
(b) 1 সত্য 2, 3 অসত্য
(c) 1, 2 সত্য ও অসত্য
(d) 2 সত্য 1, 3 অসত্য
Answer – (a) 1, 2, 3 সত্য

Q. মূত্রের একটি অস্বাভাবিক উপাদান-

(a) ইউরিক অ্যাসিড
(b) গ্লুকোজ
(c) ক্রিয়েটিন
(d) NaCl
Answer – (b) গ্লুকোজ

Q. গ্লোমেরুলাসের রক্তজালকের রক্তচাপের পরিমাণ-

(a) 50mm Hg
(b) 75 mm Hg
(c) 25 mm Hg
(d) 20 mm Hg
Answer – (b) 75 mm Hg

ANM GNM Life Science Question Pdf

Q. শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয়?

(a) বৃক্কে
(b) মূত্রথলিতে
(c) ফুসফুসে
(d) যকৃতে
Answer – (d) যকৃতে

Q. স্তন্যপায়ী প্রাণীর দেহে নিম্নলিখিত কোন্ টি তে অধিক পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত পাওয়া যায়-

(a) ডান অলিন্দ
(b) গ্রিবা শিরা
(c) বাম নিলয়
(d) ফুসফুসীয় ধমনী
Answer – (c) বাম নিলয়

Q. রক্তে ভাসমান অতিক্ষুদ্র গোলাকার চাকতিগুলি যারা কলায় অক্সিজেন (O₂) বহন করে এবং কার্বন ডাইঅক্সাইড (CO₂) বহন করে নিয়ে যায় তাদের বলা হয়-

(a) WBC
(b) RBC
(c) বেসোফিল
(d) থ্রম্বোসাইট
Answer – (b) RBC

Q. কোন্ ভিটামিন জরায়ুর মধ্যে ভূণের বৃদ্ধিতে সাহায্য করে?

(a) ভিটামিন A
(b) ভিটামিন E
(c) ভিটামিন K
(d) ভিটামিন C
Answer – (b) ভিটামিন E

Q. ক্ষুদ্রান্ত্রে কোলাজিনেজ পরিণত করে? উৎসেচক কোলাজেনকে কীসে

(a) পলিপেপটাইড
(b) লোয়ার পেপটাইড
(c) অ্যামাইনো অ্যাসিড
(d) পেপটোন
Answer – (d) পেপটোন

Q. পূর্ণবয়স্ক স্ত্রীর ক্ষেত্রে হিমাটোক্রিট মানের গড় প্রায়-

(a) 45-50%
(b) 36-74%
(c) 20-30%
(d) 57-67%
Answer – (b) 36-74%

GNM ANM Life Science Suggestion

Q. পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন প্রায়-

(a) 250 gm
(b) 300 gm
(c) 500 gm
(d) 150 gm
Answer – (c) 500 gm

Q. দেহের তাপমাত্রা যদি প্রতি 1° বৃদ্ধির জন্য BMR কত শতাংশ বৃদ্ধি পায়?

(a) 10-12%
(b) 27-37%
(c) 2-8%
(d) 50-60%
Answer – (b) 27-37%

Q. রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম হল-

(a) WBC
(b) RBC
(c) অনুচক্রিকা
(d) মনোসাইট
Answer – (c) অনুচক্রিকা

Q. স্তন্যপায়ী প্রাণীর পেশির নিঃসাড় কাল হল-

(a) 0.002
(b) 0.005
(c) 0.007
(d) 1.0 সে.
Answer – (b) 0.005

Q. গ্লুকোজ থেকে যে ভিটামিন সংশ্লেষিত হয়-

(a) ভিটামিন A
(b) ভিটামিন B
(c) ভিটামিন C
(d) ভিটামিন E
Answer – (c) ভিটামিন C

Q. নিউক্লিয়েজ উৎসেচকের ক্ষরণস্থল হল-

(a) অগ্ন্যাশয়
(b) লালাগ্রন্থি
(c) আন্ত্রিকগ্রন্থি
(d) কোনোটিই নয়
Answer – (a) অগ্ন্যাশয়

Q. নিষ্ক্রিয় ট্রিপসিনোজের্নের সক্রিয়কারী উৎসেচক হল-

(a) লাইসোজাইম
(b) পেপসিনোজেন
(c) এন্টারপোটাইডেজ
(d) অ্যামাইনো পেপটাইডেজ
Answer – (c) এন্টারপোটাইডেজ

Life Science For ANM And GNM

Q. গরুর দুধে প্রোটিন থাকে-

(a) 3.2 gm
(b) 9.2 gm
(c) 5.5 gm
(d) 15.2 gm
Answer – (a) 3.2 gm

Q. ইলিয়াম (ileum) কোথায় দেখা যায়?
a) পেক্টোরাল গার্ডল
(b) ক্ষুদ্রান্ত
(c) মধ্যকর্ণ
(d) পেলভিক গার্ডল
Answer – (b) ক্ষুদ্রান্ত

Q. কোলেস্টেরল থেকে কী তৈরি হয়?

(a) লব্ধ প্রোটিন
(b) স্টেরয়েড
(c) সরল ফ্যাট
(d) পলিস্যাকারাইড
Answer – (b) স্টেরয়েড

Q. মানুষের দেহে সবচেয়ে ছোটো অস্থি হল-

(a) ফিমার
(b) মেলিয়াস
(c) স্টেপিস
(d) হিউমেরাস
Answer – (c) স্টেপিস

Scroll to Top