GNM ANM Math Previous year Question with answer 2021 Shift – 2

আজকে আমরা Math Previous Year 2021 এর কোশ্চেন অ্যানসার আলোচনা করছি তোমরা কোশ্চেন গুলো দেখো এই টাইপের কোশ্চেন এ বছর যে এক্সাম হবে এই ভাবেই কোশ্চেন গুলো আসতে পারে

1. একটি নিরেট গোলক ও একটি লম্ব বৃত্তাকার চোঙ্গের ব্যাসার্ধ ও ঘনফল সমান হলে চোঙ্গটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হবে।

(A) 4:3

(B) 3:4

(C) 4:5

(D) 5:4

Answer (B) 3:4

anm gnm previous year question paper

2. ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরও তিনটি বেশি ডিম পাওয়া যায়। কথার আগে এক ডজন ডিমের দাম কত ছিল?

(A) 30

(B) 24

(C) 60

(D) 48

Answer (A) 30

3. একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও বর্ণ একক ও কর্ণের দৈর্ঘ্য D একক হলে S ও D-এর সম্পর্ক

Answer D

4. 5, 10, 15 0 25 -এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতী হবে?

(A) 10

(B) 3

(C) 5

(D) 7

Answer (C) 5

anm gnm previous year question paper with answer

5. 400 টাকার দুই বছরে সমুল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত ?

(A) 7%

(B) 5%

(C) 10%

(D) 11%

Answer (B) 5%

west bengal gnm nursing previous year question paper

Scroll to Top