Q. লোহিত রক্তকণিকা কোথায় তৈরী হয়?
(a) যকৃৎ
(b) প্লীহা
(c) হৃৎপিণ্ড
(d) অস্থিমজ্জা
Answer – (d) অস্থিমজ্জা
Q. হৃৎপিণ্ডের পেসমেকার কোন্ টি?
(a) AV নোড
(b) SA নোড
(c) বাইকাসপিড কপাটিকা
(d) ট্রাইকাসপিড কপাটিকা
Answer – (b) SA নোড
Q. পোডোসাইট কোশ কোথায় থাকে?
(a) গ্লোমেরুলাস
(b) হেনলীর লুপ
(c) বাওম্যানস্ ক্যাপসুল
(d) সবকটিই
Answer – (c) বাওম্যানস্ ক্যাপসুল
Q. রক্তে অধিক মাত্রায় ইউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে রোগটি হয়-
(a) গেটে বাত
(b) বাত রোগ
(c) রিউম্যাটিক হৃৎপিণ্ড
(d) ফুসফুসে অসংগতি
Answer – (a) গেটে বাত
Q. মধ্যচ্ছদা সাহায্য করে-
(a) পরিপাকে
(b) রক্তসঞ্চালনে
(c) শ্বসনে
(d) রেচনে
Answer – (c) শ্বসনে
Q. রক্ততঞ্চন প্রতিরোধ করে-
(a) থ্রম্বিন
(b) প্লাস্টিন
(c) হেপারিন
(d) প্রোথ্রম্বিন
Answer – (c) হেপারিন
Preparation For ANM And GNM
Q. অক্সিজেন যুক্ত রক্ত পরিবহণ করে-
(a) ফুসফুসীয় শিরা
(b) ফুসফুসীয় ধমনী
(c) হেপাটিক পোর্টাল শিরা
(d) রেনাল শিরা
Answer – (a) ফুসফুসীয় শিরা
Q. রক্ততঞ্চনে প্রয়োজনীয় ধাতব আয়নটি হল-
(a) Na+
(b) Ca++
(c) K+
(d) Fe++
Answer – (b) Ca++
Q. মানবদেহের ব্লাডগ্রুপ আবিস্কার করেন-
(a) মেন্ডেল
(b) ফ্রান্সিস লেনসন
(c) এস মিলার
(d) ল্যান্ডস্টেইনার
Answer – (d) ল্যান্ডস্টেইনার
Q. কোন্ অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয়?
(a) ফুসফুস
(b) ত্বক
(c) অস্ত্র
(d) বৃক্ক
Answer – (d) বৃক্ক
Q. মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা পাওয়া যায়?
(a) দ্বি-পত্রক কপাটিকা
(b) ত্রিপত্রক কপাটিকা
(c) অর্ধচন্দ্রকার কপাটিকা
(d) থেবাসিয়ান কপাটিকা
Answer – (a) দ্বি-পত্রক কপাটিকা
Q. হাঁপানি প্রশমনের ওষুধ রূপে নিম্নের কোন্ টি ব্যবহার করা হয়?
(a) মরফিন
(b) অ্যাট্রোপিন
(c) রেসারপিন
(d) ডাটুরিন
Answer – (d) ডাটুরিন
GNM ANM Mock Test
Q. সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
(a) রাসায়নিক শক্তি সৌরশক্তিতে
(b) সৌরশক্তি বিদ্যুৎশক্তিতে
(c) সৌরশক্তি রাসায়নিক শক্তিতে
(d) সৌরশক্তি তাপশক্তিতে
Answer – (c) সৌরশক্তি রাসায়নিক শক্তিতে
Q. নিম্নলিখিত কোন্ টি অংশ ডিওডেনাম?
(a) মস্তিষ্ক
(b) অন্ত্র
(c) যকৃৎ
(d) ফুসফুস
Answer – (b) অন্ত্র
Q. নিম্নলিখিত কোন্ টির পরিপাকে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়?
(a) শর্করা
(b) স্নেহ পদার্থ
(c) প্রোটিন
(d) খনিজ লবণ
Answer – (c) প্রোটিন
Q. স্তন্যপায়ী প্রাণীতে গ্যাসের বিনিময় ঘটে-
(a) স্বরথলি
(b) শ্বাসনালিতে
(c) বায়ুথলিতে
(d) ক্রোমশাখায়
Answer – (c) বায়ুথলিতে
Q. ABO পদ্ধতির রক্ত বিভাগে যদি উভয় অ্যান্টিজেন উপস্থিত থাকে, কিন্তু কোনো অ্যান্টিবডি না থাকে, তবে ব্যক্তির রক্তের বিভাগ হবে-
(a) A
(b) B
(c) AB
(d) O
Answer – (c) AB
Q. হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হল
(a) ক্লোরিন
(b) লোহা
(c) কপার
(d) ক্যালশিয়াম
Answer – (b) লোহা
Best Question For ANM And GNM
Q. ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হল-
(a) ইউরিয়া
(b) অ্যামোনিয়া
(c) ইউরিক অ্যাসিড
(d) অ্যামাইনো অ্যাসিড
Answer – (a) ইউরিয়া
Q. মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি হল-
(a) অগ্ন্যাশয়
(b) যকৃৎ
(c) থাইরয়েড
(d) পিটুইটারি
Answer – (a) অগ্ন্যাশয়
Q. প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে কোন্ ভিটামিনের অভাবে?
(a) ভিটামিন-A
(b) ভিটামিন-E
(c) ভিটামিন-B12
(d) ভিটামিন-K
Answer – (b) ভিটামিন-E
Q. মানুষের শরীরের কোন্ গ্রন্থিটির পরিচিত নাম ‘Adams Apple’?
(a) প্যারোটিড গ্রন্থি
(b) পিটুইটারি গ্রন্থি
(c) থাইরয়েড
(d) অগ্ন্যাশয়
Answer – (c) থাইরয়েড
Q. প্রতি মিনিটে মানুষের শ্বাসহার হল-
(a) 6-8 বার
(b) 14-18 বার
(c) 10-14 বার
(d) 70-72 বার
Answer – (b) 14-18 বার
Q. সবচেয়ে মিষ্টি শর্করা হল-
(a) মলটোজ
(b) সুক্রোজ
(c) গ্যালাকটোজ
(d) ফ্রুকটোজ
Answer – (d) ফ্রুকটোজ
Life Science Question for GNM ANM
Q. কোন্ বর্ণের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষ প্রায় বন্ধ হয়ে যায়?
(a) সবুজ
(b) হলুদ
(c) লাল
(d) নীল
Answer – (a) সবুজ
Q. নিম্নলিখিত কোন্ হরমোন বাষ্পমোচন প্রতিরোধী?
(a) IAA
(b) ABA
(c) GA
(d) C2H4
Answer – (b) ABA
Q. সালোকসংশ্লেষে সক্ষম প্রাণীটি হল-
(a) অ্যানিবা
(b) ইউগ্লিনা
(c) এন্টামিবা
(d) ভলভক্স
Answer – (b) ইউগ্লিনা
Q. পাচিত খাদ্যের বিশোষণ ঘটে-
(a) গ্রাসনালিতে
(b) ক্ষুদ্রান্ত্রে
(c) পাকস্থলীতে
(d) বৃহদন্ত্রে
Answer – (b) ক্ষুদ্রান্ত্রে
Q. শ্বসন যে ধরণের বিপাক-
(a) উপচিতি
(b) অ্যাম্ফিবোলিক
(c) অপচিতি
(d) কোনোটি নয়
Answer – (c) অপচিতি
Q. প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে?
(a) 20.94%
(b) 16.4%
(c) 14.2%
(d) 8.2%
Answer – (a) 20.94%