GNM ANM Math Previous year Question with answer 2022 Shift – 1

আজকে আমরা Math Previous Year 2022 এর কোশ্চেন অ্যানসার আলোচনা করছি তোমরা কোশ্চেন গুলো দেখো এই টাইপের কোশ্চেন এ বছর যে এক্সাম হবে এই ভাবেই কোশ্চেন গুলো আসতে পারে

1.সুজন ও তপন একসঙ্গে একটি কাজ ৪ দিনে শেষ করে। তপন ও অশোক একসঙ্গে ওই কাজ 6 দিনে শেষ করে এবং সুজন ও অশোক একসঙ্গে 4 দিনে শেষ করে। যদি তিনজনই একসঙ্গে কাজে যোগ দেয় তবে ওই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে?

[A] 3-9/13

[B] 2-12/13

[C] 2-1/2

[D] 3 দিন

Answer [A] 3-9/13

2.একটি সমকোণী ত্রিভুজাকৃতি বাগানের তিনটি বাহু সংলগ্ন তিনটি বর্গাকৃতি পার্ক আছে। যদি ত্রিভুজের লম্ব ও ভূমি সংলগ্ন পার্ক দুটির ক্ষেত্রফল যথাক্রমে 400 বর্গমিটার ও 225 বর্গমিটার হয়, তবে অতিভুজ সংলগ্ন পার্কটির ক্ষেত্রফল কত?

 [A] 25 বর্গমিটার

[B] 175 বর্গমিটার

[C] 500 বর্গমিটার

[D] 625 বর্গমিটার

Answer [D] 625 বর্গমিটার

3. একটি স্কুলে তিনটি শ্রেণীতে ছাত্র সংখ্যা যথাক্রমে 50, 45 ও 40 এবং ওই তিনটি শ্রেণীর ছাত্রদের গড় বয়স যথাক্রমে 8, 10 ও 12 বছর। তাহলে ওই তিনটি শ্রেণীর একত্রে মিলে ছাত্রদের গড় বয়স কত?

[A] প্রায় 9.85 বছর

[B] প্রায় 6.75 বছর

[C] প্রায় ৪ বছর

[D] প্রায় 12 বছর

Answer [A] প্রায় 9.85 বছর

4. 3x² – 10x + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদুটি পরস্পরের অনোন্যক হলে c =?

[A] 2

[B]-2

[C] 3

[D]-3

Answer [C] 3

Answer A

6. তামার তৈরি একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15, 11 ও 8 সেমি। আয়তঘনকটিকে গুলিয়ে সমান মাপে 35 টি সমান লম্ব বৃত্তাকার নিরেট চোঙ তৈরি করা হলো। যদি প্রতিটি চোঙ 3 সেমি লম্বা হয় তাহলে চোঙগুলির ব্যাস কত হবে?

[A] 4 সেমি

[B] 6 সেমি

[C] 8 সেমি

[D] 10 সেমি

Answer [A] 4 সেমি

anm gnm previous year question paper with answer

Answer [B] 1

8. 10% হারে কোন টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে?

[A] 10:11

[B] 11: 10

[C] 20:21

[D] 21: 20

Answer [C] 20:21

9. 42 কে এমন দুটি অংশে বিভক্ত কর যাতে এক অংশ অপর অংশের বর্গমূলের সমান হয়।

[A] 21, 21

[B] 14, 28

[C] 36, 6

[D] 32, 10

Answer [C] 36, 6

west bengal gnm nursing previous year question paper

9. মাধব একটি ব্যাংকে 6% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা দুই বছরের জন্য জমা রাখল ও তার ভাই নবীন ওই ব্যাংকে 6% সরল সুদের হারে একই পরিমাণ টাকা একই সময়ের জন্য জমা রাখলো। দুই বছর পর কে বেশি টাকা পাবে এবং কত বেশি পাবে?

[A] মাধব, 72 টাকা

[B] নবীন, 36 টাকা

[C] নবীন, 72 টাকা

[D] মাধব, 36 টাকা

Answer [D] মাধব, 36 টাকা

anm gnm previous year question paper with answer

Scroll to Top