GNM ANM & JENPAS UG Preparation

Q. নিম্নোক্ত কোন্ শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়?

(a) হেপাটিক
(b) হাইপোফেশিয়া
(c) রেনাল
(d) পালমোনারি
Answer – (d) পালমোনারি

Q. ফ্লুওরিন-এর অভাবে মানবদেহে নিম্নোক্ত কোন্ লক্ষ্মণটি প্রকাশ পায়?

(a) দাঁতের ক্ষয়
(b) নিম্ন রক্তচাপ
(c) অ্যানিমিয়া
(d) প্যারালাইসিস
Answer – (a) দাঁতের ক্ষয়

Q. একটি হৃদচক্র বলতে বোঝায়-

(a) একটি সিস্টোল
(b) একটি ডায়াস্টোল
(c) একবার অলিন্দ ও নিলয় সংকোচন এবং তাদের প্রসারণ
(d) এক মিনিটে হৃৎস্পন্দনের সংখ্যা
Answer – (c) একবার অলিন্দ ও নিলয় সংকোচন এবং তাদের প্রসারণ

Q. কোন্ অঙ্গ কেবল অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে?

(a) ফুলকা
(b) প্লিহা
(c) ফুসফুস
(d) যকৃৎ
Answer – (b) প্লিহা

Q. স্বাভাবিক অবস্থায় রেনাল নালিকায় কোন্টি সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয়?

(a) ইউরিয়া
(b) গ্লুকোজ
(c) ইউরিক অ্যাসিড
(d) লবণ
Answer – (b) গ্লুকোজ

Q. মূত্রের স্বাভাবিক উপাদানটি হল-

(a) পটাশিয়াম ক্লোরেট
(b) গ্লুকোজ
(c) ফ্যাট
(d) প্রোটিন
Answer – (a) পটাশিয়াম ক্লোরেট

GNM ANM Mock Test

Q. হৃৎপেশি কখনও ক্লান্ত হয় না কোন্ ধর্মের জন্য?

(a) উত্তেজিতা
(b) দীর্ঘ নিঃসাড়কাল
(c) সংকোচনশীলতা
(d) অসাড়তা
Answer – (b) দীর্ঘ নিঃসাড়কাল

Q. BMR নিয়ন্ত্রণকারী একটি দৈহিক শর্ত-

(a) শর্করা খাদ্য গ্রহণের পরিমাণ
(b) পুষ্টির বিভিন্ন উপাদান
(c) হরমোন
(d) উৎসেচক
Answer – (c) হরমোন

Q. পিত্তরসের একটি রেচন পদার্থ হল-

(a) বিলিরুবিন
(b) সোডিয়াম টোরোকোলেট
(c) কোলেস্টরল
(d) সোডিয়াম বাইকার্বনেট
Answer – (a) বিলিরুবিন

Q. রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হল-

(a) 14.5 gm/ml
(b) 14.5 gm/100ml
(c) 14.5 mg/ml
(d) 14.5mg/100ml
Answer – (a) 14.5 gm/ml

Q. রক্তে RBC ও WBC-র অনুপাত হল-

(a) 1:700
(b) 1:70
(c) 1:7
(d) 7:1
Answer – (a) 1:700

Q. স্বেদগ্রন্থির অবস্থান কোথায়?

(a) ত্বকের নীচে
(b) ত্বকের ডারমিস স্তরে
(c) পেশিতে
(d) মোসোডার্মে
Answer – (b) ত্বকের ডারমিস স্তরে

Best Question For ANM GNM

Q. র‍্যাফাইড যুক্ত কোশ নিম্নের কোন্ প্রকারের?

(a) এরেনকাইমা
(b) ইডিওব্লাস্ট
(c) ক্লোরেনকাইমা
(d) কোনোটিই নয়
Answer – (b) ইডিওব্লাস্ট

Q. মানবদেহের অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কী বলে?

(a) থ্রম্বোসাইটোসিস
(b) লিউকিমিয়া
(c) পারপিউরা
(d) পলিসাইথিমিয়া
Answer – (c) পারপিউরা

Q. মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কর্তা হলেন-

(a) কার্ল ল্যান্ডস্টেইনার
(b) ক্যারোলাস লিনিয়াস
(c) উইলিয়াম হার্ভে
(d) লিউয়েন হক
Answer – (c) উইলিয়াম হার্ভে

Q. নিম্নের কোন্ ভিটামিনটি টোকোফেরল নামে পরিচিত?

(a) ভিটামিন E
(b) ভিটামিন B
(c) ভিটামিন D
(d) ভিটামিন A
Answer – (a) ভিটামিন E

Q. কুফার কোশ দেখা যায়-

(a) যকৃতের সাইনুসয়েড-এর প্রাচীরে
(b) অগ্ন্যাশয় গ্রন্থিতে
(c) লালা গ্রন্থিতে
(d) মলাশয়ের প্রাচীরে
Answer – (a) যকৃতের সাইনুসয়েড-এর প্রাচীরে

Q. নিম্নলিখিত কোন্ উপাদানের জন্য পিত্তরসের রং সবুজ হয়?

(a) বিলিরুবিন
(b) বিলিভার্ডিন গায়ান
(c) সোডিয়াম টোরোকোলেট
(d) সোডিয়াম গ্লাইকোলেট
Answer – (a) বিলিরুবিন

WB GNM ANM Entrance Exam Question

Q. ভিটামিন আবিষ্কার করেন-

(a) মেলানবি
(b) ফ্রাঙ্ক
(c) বাকনার
(d) জেনার
Answer – (b) ফ্রাঙ্ক

Q. যে জৈব ভিটামিন সংশ্লেষ করে, তাকে বলে-

(a) প্রোভিটামিন
(b) অ্যান্টিভিটামিন
(c) সিউডোভিটামিন
(d) অ্যাডিটামিন
Answer – (a) প্রোভিটামিন

Q. রক্ততঞ্চনের জন্য দায়ী ভিটামিন হল-

(a) ভিটামিন E
(b) ভিটামিন K
(c) ভিটামিন D
(d) ভিটামিন C
Answer – (b) ভিটামিন K

Q. বেরিবেরি কোন্ ভিটামিনের অভাবে হয়?

(a) ভিটামিন B₁
(b) ভিটামিন B₂
(c) ভিটামিন B6
(d) ভিটামিন B12
Answer – (a) ভিটামিন B₁

Q. ন্যাক্সভমিকার বীজে যে উপক্ষারটি পাওয়া যায়-

(a) থেইন
(b) স্ট্রিকনিন
(c) মরফিন
(d) নিকোটিন
Answer – (b) স্ট্রিকনিন

Q. রান্না করার সময় খাদ্যের কোন উপাদান অনেকটা নষ্ট হয়ে যায়?

(a) ফ্যাট
(b) প্রোটিন
(c) ভিটামিন
(d) কার্বোহাইড্রেট
Answer – (c) ভিটামিন

Important Question For GNM ANM

Q. রেড়ির বীজে সঞ্চিত খাদ্যের আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক হল-

(a) অ্যামাইলেজ
(b) প্রোটিয়েজ
(c) লাইপেজ
(d) ডায়াস্টেজ
Answer – (c) লাইপেজ

Q. উদ্ভিদজাত প্রোটিনেজ উৎসেচকটি হল-

(a) প্যাপাইন
(b) ট্রিপসিন
(c) পেপসিন
(d) ইউরিয়েজ
Answer – (a) প্যাপাইন

Q. C4 উদ্ভিদের বিক্রিয়াচক্রের প্রথম স্থায়ী যৌগ হল-

(a) OAA
(b) PGAID
(c) DHAP
(d) PGA
Answer – (a) OAA

Q. C4 উদ্ভিদের পাতার কোন্ অংশে বিক্রিয়া সম্পন্ন হয়?

(a) বান্ডিলস্থিত
(b) উপরিত্বক
(c) মেসোফিল
(d) নিম্নত্বক
Answer – (a) বান্ডিলস্থিত

Q. ফ্যাটের তাপন মূল্য হল-

(a) 4.1 K Cal
(b) 9.3 K Cal
(c) 6.4 K Cal
(d) 4.2 K Cal
Answer – (b) 9.3 K Cal

Q. অঙ্কুরিত বীজে পাওয়া যায়-

(a) ভিটামিন B12
(b) ভিটামিন C
(c) ভিটামিন D
(d) ভিটামিন E
Answer – (d) ভিটামিন E

Scroll to Top