WB ANM GNM Entrance Question

Q. প্রোটিন, লিপিড প্রভৃতি উপাদান যে বিপাকীয় ক্রিয়ায় গ্লুকোজ বা গ্লাইকোজেনে পরিণত হয় তাকে বলে-

(a) গ্লুকোনিওজেনেসিস
(b) গ্লাইকোজেনেসিস
(c) গ্লাইকোলাইসিস
(d) গ্লাইকোজেনোলাইসিস
Answer – (a) গ্লুকোনিওজেনেসিস

Q. রক্তে কিটোন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে তাকে বলে-

(a) কিটোনুরিয়া
(b) কিটোজেনেসিস
(c) কিটোসুরিয়া
(d) কিটোনেমিয়া
Answer – (d) কিটোনেমিয়া

Q. সুস্থ মানুষের সিস্টোলিক, ডায়াস্টোলিক ও পালস্ পেসারের স্বাভাবিক অনুপাত-

(a) 1:2:1
(b) 4:2:1
(c) 3:2:1
(d) 2:3:1
Answer – (c) 3:2:1

Q. সালোকসংশ্লেষীয় একককে কী বলে?

(a) ক্লোরোফিল
(b) ক্লোরোসিস
(c) কোয়ান্টাজোম
(d) ক্যারোটিন
Answer – (c) কোয়ান্টাজোম

Q. নিম্নের প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে-

(a) মানুষের
(b) আরশোলার
(c) কুনোব্যাঙের
(d) চিংড়ির
Answer – (d) চিংড়ির

Q. ঈষ্টের দেহে কোন্ ধরণের সন্ধান ঘটে থাকে?

(a) কোহল সন্ধান
(b) বিউটাইরিক অ্যাসিড সন্ধান
(c) অ্যাসিটিক অ্যাসিড সন্ধান
(d) ল্যাকটিক অ্যাসিড সন্ধান
Answer – (a) কোহল সন্ধান

Preparation For ANM GNM

Q. এক অণু গ্লুকোজের সম্পূর্ণ রূপে জারণ ঘটলে কত অণু ATP উৎপন্ন হয়?

(a) 30 অণু
(b) 38 অণু
(c) 8 অণু
(d) 36 অণু
Answer – (b) 38 অণু

Q. পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে?

(a) কাইম
(b) কাইল
(c) মল
(d) কোনটাই নয়
Answer – (a) কাইম

Q. মূত্রে রক্ত বেরলে যে রোগটি হয়-

(a) হিমাচুরিয়া
(b) বহুমুত্র
(c) জণ্ডিস
(d) কোনোটিই নয়
Answer – (a) হিমাচুরিয়া

Q. ভিটামিন D তৈরি হয় নিম্নের কোন্ টি থেকে?

(a) অ্যামিনো অ্যাসিড
(b) আর্গোস্টেরল
(c) ফ্যাটি অ্যাসিড
(d) কোলেস্টেরল
Answer – (b) আর্গোস্টেরল

Q. মানুষের দেহের পিত্তরস কি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে?

(a) কার্বোহাইড্রেট
(b) প্রোটিন
(c) ফ্যাট
(d) সবকটি
Answer – (c) ফ্যাট

Q. অগ্নাশয় রস হল-

(a) আম্লিক
(b) প্রশম
(c) ক্ষারীয়
(d) কোনোটিই নয়
Answer – (b) প্রশম

Important Question For GNM ANM

Q. সালোকসংশ্লেষ পাতার কোন্ কলায় সংগঠিত হয়?

(a) সংবহন কলা
(b) মেসোফিল কলা
(c) ভাজক কলা
(d) যোগ কলা
Answer – (b) মেসোফিল কলা

Q. কিসের উপস্থিতিতে দেহের ভেতর রক্ত জমাট বাঁধে না?

(a) হেপারিন
(b) হিমোগ্লোবিন
(c) থ্রম্বোপ্লাস্টিন
(d) ফাইব্রিন
Answer – (a) হেপারিন

Q. নিম্নের কোন বস্তুটি মানুষের দেহে তৈরি হয় না?

(a) ইউরিয়া
(b) প্রোটিন
(c) সেলুলোজ
(d) ফ্যাট
Answer – (c) সেলুলোজ

Q. তিক্ত স্বাদযুক্ত ফলে উচ্চমাত্রায় কী থাকে?

(a) অর্গানিক অ্যাসিড
(b) স্টার্চ
(c) লিপিড
(d) ক্যারটিনয়েড
Answer – (a) অর্গানিক অ্যাসিড

Q. চিনি তৈরিতে কোন্ উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ ইথাইল অ্যালকোহল পরিণত হয়?

(a) ইনভার্টেজ
(b) জাইমেজ
(c) মলটেজ
(d) অ্যামাইলেজ
Answer – (b) জাইমেজ

Q. আয়োডিনের অভাবে কী রোগ হয়?

(a) বেরিবেরি
(b) গলগণ্ড
(c) রাতকানা
(d) প্লেগ
Answer – (b) গলগণ্ড

Suggestion Question For ANM GNM

Q. রাতে CAM উদ্ভিদের পাতার মেসোফিল কোশের গহ্বরে সঞ্চিত হয়-

(a) পাইরুভেট
(b) শ্বেতসার
(c) ম্যালেট
(d) অক্সালো অ্যাসিটেট
Answer – d) অক্সালো অ্যাসিটেট

Q. লিথোসিস্ট হল-

(a) র‍্যাফাইডযুক্ত কোশ
(b) সিস্টোলিথযুক্ত কোশ
(c) রজনযুক্ত কোশ
(d) ক্লোরোপ্লাস্টযুক্ত কোশ
Answer – (b) সিস্টোলিথযুক্ত কোশ

Q. 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?

(a) 9.1
(b) 9.7
(c) 4.9
(d) 4.1
Answer – (d) 4.1

Q. নিম্নের কোন্ টি মাইক্রো বা ট্রেস এলিমেন্ট?

(a) B
(b) C
(c) S
(d) Mg
Answer – (a) B

Q. জেরফথ্যালমিয়া কোন্ ভিটামিনের অভাবে ঘটে?

(a) ভিটামিন-C
(b) ভিটামিন-A
(c) ভিটামিন-K
(d) ভিটামিন-E
Answer – (b) ভিটামিন-A

Q. নিম্নের কোন রক্তকণিকাটি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে?

(a) ইওসিনোফিল
(b) বেসোফিল
(c) মনোসাইট
(d) লিম্ফোসাইট
Answer – (c) মনোসাইট

ANM GNM Mock Test

Q. মধুতে কোন্ শর্করা বেশি থাকে?

(a) গ্যালাকটোজ
(b) গ্লুকোজ
(c) সুক্রোজ
(d) লিভুলোজ
Answer – (d) লিভুলোজ

Q. কোবাল্ট ক্লোরাইড পরীক্ষা কোন্ ক্ষেত্রে করা হয়?

(a) সালোকসংশ্লেষ
(b) বাষ্পমোচন
(c) শ্বসন
(d) অসমোসিস
Answer – (a) সালোকসংশ্লেষ

Q. ‘ডিসলেক্সিয়া’ রোগটির জন্য দায়ী হল-

(a) পারদ
(b) অ্যাসবেস্টস
(c) লেড
(d) কার্বন মনোক্সাইড
Answer – (c) লেড

Q. ব্যাক্টিরিয়াতে কোন্ ধরনের সালোকসংশ্লেষ দেখা যায়?

(a) PS-l
(b) PS-II
(c) উভয়ই
(d) কোনোটিই নয়
Answer – (c) উভয়ই

Q. সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হল-

(a) CO₂
(b) C6H12O6
(c) H₂O
(d) O3
Answer – (c) H₂O

Q. নিম্নের কোন্ খাদ্য থেকে Vit B₃ পাওয়া যায়?

(a) লেবু
(b) উদ্ভিজ্জ তেল
(c) ঢেঁকিছাঁটা চাল
(d) সামুদ্রিক মাছ
Answer – (c) ঢেঁকিছাঁটা চাল

Scroll to Top