Q. গরুর অন্ত্রে সেলুলোজ পাচনে সাহায্য করে কোন্ ব্যাকটেরিয়া?
(a) জুক্লোরেল্লা
(b) ই. কোলাই
(c) ট্রাইকোডার্মা
(d) লাইকেন
Answer – (c) ট্রাইকোডার্মা
Q. নিম্নের কোন্ টি অ্যান্টি ভিটামিন?
(a) মিথাইল কোবালামিন
(b) সায়ানো কোবালামিন
(c) অ্যাভিডিন
(d) আর্গাস্টেরল
Answer – (c) অ্যাভিডিন
Q. মানব কোলনের কয়টি অংশ?
(a) 4 টি
(b) 2 টি
(c) 6 টি
(d) 5 টি
Answer – (a) 4 টি
Q. নিম্নের কোন্ টি শর্করা ভঙ্গক উৎসেচক নয়?
(a) অ্যামাইলেজ
(b) মলটেজ
(c) সুক্রেজ
(d) ট্রিপসিন
Answer – (d) ট্রিপসিন
Q. মানুষের রক্ত-
(a) আম্লিক
(b) সামান্য ক্ষারীয়
(c) প্রশম
(d) কোনোটিই নয়
Answer – (b) সামান্য ক্ষারীয়
Q. ECG-র পুরো কথা হল-
(a) Electro Cardiogram
(b) Eco Cardiogram
(c) Electric Cardiogram
(d) কোনোটিই নয়
Answer – (a) Electro Cardiogram
Best Suggestion Question For ANM GNM
Q. একটি লিপিড ভঙ্গক উৎসেচকের নাম হল-
(a) ট্রিপসিন
(b) রেনিন
(c) কেসিন
(d) অ্যামাইলেজ
Answer – (d) অ্যামাইলেজ
Q. নিম্নের কোন উৎসেচকটি মুখবিবরে লালারসে পাওয়া যায়?
(a) পেপসিন
(b) অ্যামাইলেজ
(c) লাইপেজ
(d) টায়ালিন
Answer – (d) টায়ালিন
Q. কোন্ ভিটামিনের অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়?
(a) ভিটামিন B₁
(b) ভিটামিন B₂
(c) ভিটামিন B12
(d) ভিটামিন B6
Answer – (c) ভিটামিন B12
Q. কোন্ ভিটামিনের অভাবে মুখে ঘা হয়?
(a) ভিটামিন A
(b) ভিটামিন B₂
(c) ভিটামিন D
(d) ভিটামিন C
Answer – (b) ভিটামিন B₂
Q. যে শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে-
(a) লিম্ফোসাইট
(b) মোনোসাইট
(c) বেসোফিল
(d) ইয়োসিনোফিল
Answer – (a) লিম্ফোসাইট
Q. লসিকায় যে রক্তকণিকা উপস্থিত থাকে-
(a) লোহিত রক্তকণিকা
(b) শ্বেত রক্তকণিকা
(c) a ও b উভয়
(d) কোনোটিই নয়
Answer – (b) শ্বেত রক্তকণিকা
GNM ANM Mock Test
Q. নিম্নের যে ভিটামিনটি রাতকানা লোকের প্রয়োজন-
(a) ভিটামিন-A
(b) ভিটামিন-B
(c) ভিটামিন-D
(d) আয়োডিন
Answer – (a) ভিটামিন-A
Q. একজন স্বাভাবিক বয়স্ক লোক মিনিটে কতবার শ্বাসপ্রশ্বাস ক্রিয়া করে?
(a) 15
(b) 20
(c) 25
(d) 30
Answer – (b) 20
Q. নিম্নের কোন্ টি খাদ্যের উপাদান নয়?
(a) ভিটামিন
(b) প্রোটিন
(c) খনিজ
(d) হরমোন
Answer – (d) হরমোন
Q. একজন মানুষের বেঁচে থাকার জন্য কোন্ টি প্রয়োজন?
(a) প্রোটিন
(b) কার্বোহাইড্রেট
(c) ফ্যাট
(d) এদের কোনওটিই নয়
Answer – (b) কার্বোহাইড্রেট
Q. রক্ষী কোশের কাজ কী?
(a) সালোকসংশ্লেষ নিয়ন্ত্রণ
(b) বাষ্পমোচন নিয়ন্ত্রণ
(c) পত্রমোচনে সাহায্য করা
(d) রসের উৎস্রোতে সাহায্য করা
Answer – (a) সালোকসংশ্লেষ নিয়ন্ত্রণ
Q. নিম্নলিখিত কোন্ বর্ণের আলোতে সালোকসংশ্লেষের হার সবচেয়ে কম?
(a) লাল
(b) নীল
(c) বেগুনি
(d) সবুজ
Answer – (d) সবুজ
GNM ANM Nursing Entrance Exam Preparation
Q. রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে বলে-
(a) লিউকিমিয়া
(b) পারপিউরা
(c) থ্রম্বোসাইটোসিস
(d) হিমারেজ
Answer – (c) থ্রম্বোসাইটোসিস
Q. সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের কোন্ প্রকোষ্ঠের সঙ্গে যুক্ত?
(a) ডান অলিন্দ
(b) ডান নিলয়
(c) বাম অলিন্দ
(d) বাম নিলয়
Answer – (a) ডান অলিন্দ
Q. কোন্ ভিটামিনের অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ হয়?
(a) K
(b) B12
(c) E
(d) P
Answer – (a) K
Q. মুখবিবরে কোন্ জাতীয় খাদ্যের পরিপাক হয়?
(a) শর্করা
(b) প্রোটিন
(c) ফ্যাট
(d) কোনওটিই নয়
Answer – (a) শর্করা
Q. যে ধাতব কেলাসের জন্য ওল, কচু খেলে গলা চুলকায় তার রাসায়নিক প্রকৃতি হল-
(a) ক্যালসিয়াম কার্বনেট
(b) সিলিকা
(c) ক্যালসিয়াম অক্সালেট
(d) সবগুলোই
Answer – (c) ক্যালসিয়াম অক্সালেট
Q. মানুষের হৃদপিন্ডে অবস্থিত কপাটিকাগুলির কাজ হল-
(a) O2 যুক্ত ও CO2 যুক্ত রক্ত মিশতে না দেওয়া
(b) রক্তের একমুখী পরিবহন করা
(c) রক্তের একমুখী পরিবহনে বাধা দেওয়া
(d) রক্তের প্রকোষ্ট সাময়িক সঞ্চয় করা
Answer – (b) রক্তের একমুখী পরিবহন করা
GNM ANM Nursing Questions And Answers In Bengali
Q. Rh ফ্যাক্টর আসলে হল-
(a) ভাইরাস
(b) অ্যান্টিজেন
(c) অ্যান্টিবডি
(d) শর্করা
Answer – (b) অ্যান্টিজেন
Q. ট্রাকিয়া নিম্নের যে প্রাণীর শ্বাসঅঙ্গ-
(a) কেঁচো
(b) চিংড়ি
(c) আরশোলা
(d) রুইমাছ
Answer – (c) আরশোলা
Q. রুমিন্যান্ট পাকস্থলীযুক্ত প্রাণীটি হল-
(a) কুকুর
(b) মাছ
(c) গরু
(d) মানুষ
Answer – (c) গরু
Q. Rh ফ্যাক্টর আবিষ্কার করেন-
(a) কার্ল ল্যান্ডস্টেইনার
(b) কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার
(c) উইনার
(d) হার্ভে
Answer – (b) কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার
Q. অ্যামিবার রেচনাঙ্গের নাম হল-
(a) ফ্রেম কোশ
(b) নেফ্রিডিয়া
(c) নালীপদ
(d) সংকোচী গহ্বর
Answer – (d) সংকোচী গহ্বর
Q. নিম্নোক্ত কোন্ উদ্ভিদ গমনে সক্ষম?
(a) প্রবাল
(b) ভলভক্স
(c) স্পঞ্জ
(d) লাইকেন
Answer – (b) ভলভক্স