Q. যে শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে-
(a) মনোসাইট
(b) বেসোফিল
(c) ইওসিনোফিল
(d) সবকটিই
Answer – (c) ইওসিনোফিল
Q. মানবদেহের যে অংশে ভিটামিন-B কমপ্লেক্স তৈরি হয়?
(a) অন্ত্রে
(b) বৃক্ক
(c) ফুসফুস
(d) হৃদপিণ্ড
Answer – (a) অন্ত্রে
Q. নিম্নের যে ভিটামিনের রাসায়নিক নাম ‘টোকোফেরল’-
(a) B12
(b) C
(c) E
(d) K
Answer – (c) E
Q. নিম্নের যে রক্তগ্রুপে কোনও অ্যান্টিবডি থাকে না-
(a) A
(b) O
(c) AB
(d) B
Answer – (c) AB
Q. নিম্নোক্ত কোন্ টি শ্বাসরঞ্জক নয়?
(a) হিমোগ্লোবিন
(b) হিমোজাইন
(c) হিমোসায়ানিন
(d) হিমোএরিথ্রিন
Answer – (b) হিমোজাইন
Q. ফুসফুসের বায়ুথলি নষ্ট হওয়ার কারণে প্রসারণ এবং গ্যাসীয় বিনিময়ের হ্রাসপ্রাপ্তিজনিত ব্যাধিকে বলে-
(a) এমফাইসিমা
(b) প্লুরিসি
(c) ব্রঙ্কাইটিস
(d) নিউমোনিয়া
Answer – (a) এমফাইসিমা
ANM GNM Nursing Questions And Answer In Bengali
Q. রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনের কাজে সাহায্য করে-
(a) বৃক্ক
(b) ফুসফুস
(c) ঝিল্লি
(d) গ্লোমেরুলাস
Answer – (d) গ্লোমেরুলাস
Q. উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি?
(a) গঁদ
(b) ইউরিয়া
(c) উপক্ষার
(d) অ্যামোনিয়া
Answer – (a) গঁদ
Q. কোন্ বিজ্ঞানী বলেছিলেন “বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি”?
(a) স্লেইডেন ও স্বোয়ান
(b) কার্টিস
(c) গ্রেগর জোহান মেন্ডেল
(d) ওয়ার্টসন
Answer – (b) কার্টিস
Q. নিম্নের যে শ্বেত রক্তকণিকা থেকে হিস্টামিন ক্ষরিত হয়-
(a) লিম্ফোসাইট
(b) ইওসিনোফিল
(c) মনোসাইট
(d) কোনটাই নয়
Answer – (b) ইওসিনোফিল
Q. প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সবশেষে যে উপাদান সৃষ্টি করে-
(a) গ্লুকোজ
(b) অ্যামাইনো অ্যাসিড
(c) ফ্যাটি অ্যাসিড
(d) নাইট্রোজেন
Answer – (b) অ্যামাইনো অ্যাসিড
Q. কোলেস্টেরল হল এক প্রকার-
(a) সম্পৃক্ত স্নেহপদার্থ
(b) অসম্পৃক্ত স্নেহপদার্থ
(c) স্টেরয়েড
(d) ডাইগ্লিসারাইড
Answer – (c) স্টেরয়েড
GNM And ANM Life Science MCQ Question
Q. নিম্নের যা থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়-
(a) অস্থিমজ্জা
(b) প্লাজমা ও লসিকা
(c) যকৃত
(d) বৃক্ক
Answer – (b) প্লাজমা ও লসিকা
Q. নিম্নোলিখিত উদ্ভিদের মধ্যে কোন্ টির স্টোমাটা রাত্রে খোলে এবং দিনে বন্ধ রাখে?
(a) জলপদ্ম
(b) ক্যাকটাস
(c) সূর্যমুখী
(d) ফার্ন
Answer – (b) ক্যাকটাস
Q. C3 উদ্ভিদের অন্ধকার দশায় প্রথম স্থায়ী যৌগের নাম হল-
(a) PGAld
(b) রাইবিউলোজ
(c) PGA
(d) ফ্রুকটোজ
Answer – (c) PGA
Q. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম কী?
(a) TCA চক্র
(b) C3 চক্র
(c) EMP পথ
(d) সাইট্রিক অ্যাসিড চক্র
Answer – (c) EMP পথ
Q. কণাতত্ত্ব কে প্রবর্তন করেন?
(a) কেলভিন
(b) আইনস্টাইন
(c) ইমারসন
(d) ব্লাকমেন
Answer – (b) আইনস্টাইন
Q. হেপারিন যে শ্বেতরক্তকণিকা থেকে উৎপন্ন হয়-
(a) নিউট্রোফিল
(b) ইওসিনোফিল
(c) বেসোফিল
(d) লিম্ফোসাইট
Answer – (c) বেসোফিল
ANM GNM Mock Test
Q. নিম্নের যে রোগে হৃদস্পন্দনের হার 60-এর কম হয়-
(a) ট্রাকিকার্ডিয়া
(b) ব্রাডিকার্ডিয়া
(c) হার্ট ফেলিওর
(d) মায়োকাডাইটিস
Answer – (b) ব্রাডিকার্ডিয়া
Q. পেসমেকার যন্ত্রের আসল নাম হল-
(a) এস এ নোড
(b) হাইগ্রোমিটার
(c) গ্রাভিমিটার
(d) কোনওটিই নয়
Answer – (a) এস এ নোড
Q. যে উৎসেচকটি কেবল উদ্ভিদদেহে পাওয়া যায়-
(a) লাইপেজ
(b) ইনভার্টেজ
(c) মলটেজ
(d) লাইগেজ
Answer – (b) ইনভার্টেজ
Q. ‘পেসমেকার’ যন্ত্রের আবিষ্কারক হলেন-
(a) জোয়েল গার্নার
(b) মরিস পি জোল
(c) রিচার্ড রবোট
(d) নেভিল ডি’সুজা
Answer – (b) মরিস পি জোল
Q. মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হল-
(a) SA নোড
(b) মায়োকার্ডিয়াম
(c) AV নোড
(d) কোনওটিই নয়
Answer – (a) SA নোড
Q. গ্লুকোজ থেকে যে ভিটামিনটি সংশ্লিষ্ট হয়-
(a) ভিটামিন A
(b) ভিটামিন C
(c) ভিটামিন B
(d) ভিটামিন E
Answer – (b) ভিটামিন C
Important Question For ANM GNM Entrance Exam
Q. সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের আদর্শ অনুপাত হল-
(a) 1:1:1
(b) 2:1:1
(c) 4:1:1
(d) 6:1:2
Answer – (a) 1:1:1
Q. কুইনাইন নিম্নের কোন গাছ থেকে পাওয়া যায়?
(a) Rouwolfia serpentina
(b) Cinchona officinalis
(c) Atropa belodona
(d) Datura stramonium
Answer – (b) Cinchona officinalis
Q. একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায়-
(a) 150 litre
(b) 200 litre
(c) 300 litre
(d) 340 litre
Answer – (c) 300 litre
Q. যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল-
(a) ভিটামিন A
(b) ফোলিক অ্যাসিড
(c) ভিটামিন D
(d) ভিটামিন K
Answer – (d) ভিটামিন K
Q. নিম্নের কোন্ টি একটি পতঙ্গভোজী উদ্ভিদ?
(a) গুলঞ্চ
(b) নয়নতারা
(c) বাসক
(d) কলসপত্রী
Answer – (d) কলসপত্রী
Q. অক্সালিক অ্যাসিডের উৎস নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ টি?
(a) লেবু
(b) তেঁতুল
(c) আমরুল
(d) আপেল
Answer – (c) আমরুল