Q. প্রোটোপ্লাজমীয় শ্বসনের ক্ষেত্রে শ্বসন বস্তুটি হল-
(a) ফ্যাট
(b) শর্করা
(c) প্রোটিন
(d) গ্লুকোজ
Answer – (c) প্রোটিন
Q. খাদ্য প্রধানত হজম হয় নিম্নের যে অংশে-
(a) যকৃতে
(b) বৃহদন্তে
(c) ক্ষুদ্রান্তে
(d) মুখে
Answer – (c) ক্ষুদ্রান্তে
Q. হিমোগ্লোবিনে বর্তমান-
(a) লৌহ
(b) ম্যাগনেসিয়াম
(c) তামা
(d) পারদ
Answer – (a) লৌহ
Q. কোন্ স্তন্যপায়ীর হৃৎস্পন্দন সবথেকে কম?
(a) হাতি
(b) নীল তিমি
(c) গণ্ডার
(d) ইঁদুর
Answer – (b) নীল তিমি
Q. ঘাত পরিমাণ সূচকের গড় মান হল-
(a) 40 মিলি
(b) 405 মিলি
(c) 47 মিলি
(d) 500 মিলি
Answer – (c) 47 মিলি
Q. নেফ্রনে জলের পুনঃশোষণে প্রয়োজনীয় হরমোন হল-
(a) ADH
(b) MSH
(c) STH
(d) LTH
Answer – (a) ADH
Preparation Question For ANM GNM
Q. ‘সেরুমেন’ হল কর্ণকুহরে ত্বকের নিঃসৃত-
(a) ঘর্ম
(b) সিবাম
(c) জলীয় পদার্থ
(d) ফ্যাটি অ্যাসিড
Answer – (b) সিবাম
Q. ল্যাকটিয়াল পৌষ্টিকতন্ত্রের কোন্ অংশে পাওয়া যায়?
(a) মুখবিবর
(b) ক্ষুদ্রান্ত্র
(c) পাকস্থলী
(d) বৃহদন্ত্র
Answer – (b) ক্ষুদ্রান্ত্র
Q. নিঃশ্বাস বায়ুতে CO₂-এর শতকরা ঘনমান হল-
(a) 4.0 Vol%
(b) 5.5 Vol%
(c) 0.04 Vol%
(d) 14.2 Vol%
Answer – (a) 4.0 Vol%
Q. ‘Heart with in heart’- নিম্নের কাকে বলা হয়?
(a) পেরিকার্ডিয়াম
(b) AV নোড
(c) SA নোড
(d) মায়োলিন সীদ্
Answer – (c) SA নোড
Q. ETS প্রথম ব্যক্ত করেন-
(a) ইমারসন
(b) হিল
(c) বার্নেস
(d) কেলফিন
Answer – (b) হিল
Q. সিস্টোলিথ হল-
(a) র্যাফাইডযুক্ত কোশ
(b) বায়ুযুক্ত কোশ
(c) ক্লোরোপ্লাস্টযুক্ত কোশ
(d) ক্যালশিয়াম কার্বনেট কেলাস
Answer – (d) ক্যালশিয়াম কার্বনেট কেলাস
Important Question For GNM ANM
Q. লসিকা ও রক্তের মধ্যে প্রধান পার্থক্য
(a) লসিকায় শ্বেতকণিকা থাকে না
(b) লসিকায় প্রোটিন থাকে না
(c) লসিকায় জলের ভাগ অনেক বেশি
(d) লসিকায় লোহিত কণিকা থাকে না
Answer – (d) লসিকায় লোহিত কণিকা থাকে না
Q. কাস্তে-কোষ (Sickle-cell) অ্যানিমিয়া রোগটির কারণ-
(a) লৌহের অভাব
(b) ম্যালেরিয়ার সংক্রমণ
(c) খারাপ স্বাস্থ্য
(d) কোনওটিই নয়
Answer – (d) কোনওটিই নয়
Q. যে দেশের লোকেদের সিদ্ধচাল প্রধান খাদ্য, তাঁরা নিম্নের কোন্ রোগে ভোগেন?
(a) পেলেগ্রা
(b) স্কার্ভি
(c) বেরি বেরি
(d) অস্টিওম্যালেসিয়া
Answer – (c) বেরি বেরি
Q. পশ্চিমপ্রান্তের দেশগুলির শিশুরা, যারা সূর্যালোক খুবই কম পায়, তারা মূলত যে রোগে ভোগে-
(a) রিকেট
(b) স্কার্ভি
(c) চর্মরোগ
(d) প্রজননে অক্ষমতা
Answer – (b) স্কার্ভি
Q. খাদ্যে ভিটামিন ‘ডি’-এর অভাবে যে রোগ হয়-
(a) স্কার্ভি
(b) রিকেট
(c) বেরি-বেরি
(d) রাতকানা
Answer – (b) রিকেট
Q. প্রতি 100 মিলি রক্তে যে পরিমাণ O2 পৌঁছায় তা হল-
(a) 200 মিলি
(b) 50 মিলি
(c) 13-4 মিলি
(d) 20 মিলি
Answer – (a) 200 মিল
GNM ANM Mock Test
Q. ফুসফুসের ভাইট্যাল ক্যাপাসিটি হল-
(a) 4000 মিলি
(b) 1100 মিলি
(c) 2200 মিলি
(d) 500 মিলি
Answer – (a) 4000 মিলি
Q. কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচনবস্তু হল-
(a) অ্যামোনিয়া
(b) ইউরিক অ্যাসিড
(c) ইউরিয়া
(d) অ্যামিনো অ্যাসিড
Answer – (c) ইউরিয়া
Q. স্তন্যপায়ী প্রাণীদেহে হিস্টামিন ক্ষরিত হয়-
(a) ফাইব্রোপ্লাস্ট থেকে
(b) হিস্টিওসাইট থেকে
(c) লিম্ফোসাইট থেকে
(d) মাস্ট কোশ থেকে
Answer – (d) মাস্ট কোশ থেকে
Q. শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল-
(a) 10 দিনেরও কম
(b) 20-30 দিন
(c) 2-3 মাস
(d) প্রায় 4 মাস
Answer – (a) 10 দিনেরও কম
Q. কোন্ ধরনের রক্তকণিকার মধ্যে ‘ফ্যাগোসাইটোসিস’ ধর্মটি লক্ষ্য করা যায়?
(a) ইওসিনোফিল
(b) অণুচক্রিকা
(c) বেসোফিল
(d) মনোসাইট
Answer – (d) মনোসাইট
Q. অ্যান্টিবডি প্রস্তুতকারী কোশটি হল-
(a) B লিম্ফোসাইট
(b) T লিম্ফোসাইট
(c) বেসোফিল
(d) (a) ও (b) উভয়ই
Answer – (a) B লিম্ফোসাইট
WB ANM GNM Nursing Entrance Exam Question
Q. মানুষের রক্তের pH হল-
(a) 7.40
(b) 6.20
(c) 9.00
(d) 10.00
Answer – (a) 7.40
Q. আখ গাছ হল একটি-
(a) C3 উদ্ভিদ
(b) C4 উদ্ভিদ
(c) C3 এবং C4 উদ্ভিদ
(d) কোনোটিই নয়
Answer – (b) C4 উদ্ভিদ
Q. আরশোলার দেহে কোনো শ্বাসরঞ্জক থাকে না কারণ-
(a) এরা শ্বাসগ্রহণ করে না
(b) এরা অবাত শ্বসন পদ্ধতিতে শ্বসন সম্পন্ন করে
(c) অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় সমস্ত কলায় পৌঁছায়
(d) অক্সিজেন সমস্ত কলায় ট্রাকিয়ার মাধ্যমে পৌঁছায়
Answer – (d) অক্সিজেন সমস্ত কলায় ট্রাকিয়ার মাধ্যমে পৌঁছায়
Q. নিম্নের প্রাণীদের মধ্যে যে ফুলকার দ্বারা শ্বাসক্রিয়া সম্পন্ন করে-
(a) চিংড়ি
(b) ব্যাং
(c) কুমির
(d) তিমি
Answer – (a) চিংড়ি
Q. যেসব অ্যামাইনো অ্যাসিডগুলি মানবদেহে সংশ্লেষিত হয় না তাদের বলে-
(a) নন-এসেনসিয়াল অ্যামাইনো অ্যাসিড
(b) অ্যাকটিভ অ্যামাইনো অ্যাসিডনির
(c) অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড
(d) ইনঅ্যাকটিভ অ্যামাইনো অ্যাসিড
Answer – (c) অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড
Q. Vitamin E-এর অভাবজনিত রোগটি হল-
(a) বন্ধ্যাত্ব
(b) রাতকানা রোগ
(c) রিকেট
(d) স্কার্ভি
Answer – (a) বন্ধ্যাত্ব