WB ANM GNM & JENPAS UG Nursing Entrance Exam Questions

Q. দেহে ম্যাগনেশিয়ামের অভাবজনিত রোগলক্ষণ হল-

(a) অ্যানিমিয়া/রক্তাল্পতা
(b) অস্থিক্ষয়
(c) পেশি ও নার্ভের সঠিক কাজ না করা
(d) সবকটিই
Answer – (c) পেশি ও নার্ভের সঠিক কাজ না করা

Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ টি অতিমাত্রিক পরিপোষক নয়-

(a) Mg
(b) Ca
(c) Fe
(d) K
Answer – (c) Fe

Q. গোল্ডেন রাইসে বর্তমান-

(a) ভিটামিন-A
(b) ভিটামিন-E
(c) ভিটামিন-C
(d) ভিটামিন-D
Answer – (a) ভিটামিন-A

Q. নিম্নলিখিত কোন্ টি পরিণত মানবদেহের বৃহত্তম গ্রন্থি?

(a) থাইমাস
(b) থাইরয়েড
(c) লিভার
(d) প্যানক্রিয়াস
Answer – (c) লিভার

Q. সিস্টিকফসা নিম্নের কোথায় দেখা যায়?

(a) প্যানক্রিয়াস
(b) লিভার
(c) থাইরয়েড
(d) ক্ষুদ্রান্ত
Answer – (b) লিভার

Q. রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনটি হল-

(a) ভিটামিন-A
(b) ভিটামিন-C
(c) ভিটামিন-B
(d) ভিটামিন-K
Answer – (d) ভিটামিন-K

ANM GNM Nursing Questions And Answers In Bengali

Q. প্রোটিন গঠিত হয়-

(a) ভিটামিন দ্বারা
(b) কার্বহাইড্রেটস্ দ্বারা
(c) অ্যামাইনো অ্যাসিড দ্বারা
(d) খনিজ লবণ দ্বারা
Answer – (c) অ্যামাইনো অ্যাসিড দ্বারা

Q. যে সমস্ত বিয়োজক বিশেষত অন্য জীবদের মলের উপর ক্রিয়া করে তাদের বলে-

(a) কপ্রোফ্যাগিক
(b) অ্যালোফ্যাগিক
(c) হেটারোফ্যাগিক
(d) প্যারাফ্যাগিক
Answer – (a) কপ্রোফ্যাগিক

Q. নিম্নের কোন্ ভিটামিনটি জলে দ্রবীভূত এবং অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করে?

(a) ভিটামিন-B1
(b) ভিটামিন-D
(c) ভিটামিন-A
(d) ভিটামিন-C
Answer – (d) ভিটামিন-C

Q. নিয়াসিনের অভাব ঘটিত রোগটির নাম হল-

(a) পেলেগ্রা
(b) স্কার্ভি
(c) রিকেট
(d) পারনিশিয়াস অ্যানিমিয়া
Answer – (a) পেলেগ্রা

Q. নিম্নের যে খাদ্য থেকে সবথেকে বেশি ক্যালরি পাওয়া যায়-

(a) প্রোটিন
(b) কার্বোহাইড্রেট
(c) ফ্যাট
(d) জল
Answer – (c) ফ্যাট

Q. নিম্নের কোন্ টি অধিক সুষম খাদ্য?

(a) ভাত
(b) দুধ
(c) মাংস
(d) মাছ
Answer – (b) দুধ

Q. শরীরে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে-

(a) গ্লুকোজ
(b) স্টার্চ
(c) গ্লাইকোজেন
(d) সুক্রোজ
Answer – (c) গ্লাইকোজেন

Preparation For ANM GNM

Q. রেটিনল-এর অভাবের ফল হল-

(a) রিকেটস্
(b) ফিনোডার্মা
(c) স্কার্ভি
(d) চুলপড়া
Answer – (b) ফিনোডার্মা

Q. ভিটামিন B12 অবশ্য এই নামে পরিচিত-

(a) পাইরিডক্সিন
(b) অ্যাসকরবিক অ্যাসিড
(c) রাইবোফ্লাভিন
(d) কোনটিই নয়
Answer – (d) কোনটিই নয়

Q. কোন্ ভিটামিন মানবদেহে মুক্ত মূলক প্রতিরোধক রূপে কাজ করে?

(a) ভিটামিন-B
(b) ভিটামিন-C
(c) ভিটামিন-E
(d) ভিটামিন-B ও C উভয়ই
Answer – (d) ভিটামিন-B ও C উভয়ই

Q. নিম্নের কোন্ উৎসেচকটি লালারসে উপস্থিত-

(a) পেপসিন
(b) ট্রিপসিন
(c) টায়ালিন
(d) কাইমোট্রিপসিন
Answer – (c) টায়ালিন

Q. কোবাল্টের অভাব কোন্ ভিটামিনের অভাবের কারণ?

(a) ভিটামিন B2
(b) ভিটামিন B6
(c) ভিটামিন B12
(d) ভিটামিনC
Answer – (c) ভিটামিন B12

Q. অ্যামাইনো অ্যাসিড হল মুখ্য উপাদান-

(a) লিপিড
(b) হরমোনস্
(c) প্রোটিনস্
(d) ভিটামিনস্
Answer – (c) প্রোটিনস্

GNM ANM Mock Test

Q. সবথেকে কম অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়-

(a) যকৃতের তেল
(b) সূর্যমুখী তেল
(c) উদ্ভিজ্জ তেল
(d) নারিকেল তেল
Answer – (d) নারিকেল তেল

Q. ভারতবর্ষে অপুষ্টির মূল কারণ-

(a) প্রোটিনের অভাব
(b) লৌহ অভাব
(c) ভিটামিন- A অভাব
(d) উক্ত সবকটি
Answer – (d) উক্ত সবকটি

Q. গয়টার রোগের কারণ হল-

(a) আয়োডিনের অভাব
(b) আয়োডিনের আধিক্য
(c) হরমোনের অভাব
(d) উৎসেচকের অভাব
Answer – (a) আয়োডিনের অভাব

Q. নিম্নের কোন্ রোগটি প্রোটিনের অভাবে ঘটে?

(a) পেলেগ্রা
(b) কোয়াশিওরকোর
(c) রিকেট
(d) রেটিনোব্লাস্টোমা
Answer – (b) কোয়াশিওরকোর

Q. পাচিত খাদ্য শোষিত হয়-

(a) কোলন
(b) পাকস্থলী
(c) ক্ষুদ্রান্ত্র
(d) বৃহদন্ত্র
Answer – (c) ক্ষুদ্রান্ত্র

Q. নিম্নলিখিত কোন্ টি অ্যামাইলেজের অধিক উৎস?

(a) মস্তিষ্ক
(b) রক্ত
(c) থাইরয়েড
(d) অগ্ন্যাশয়
Answer – (d) অগ্ন্যাশয়

Life Science Question For ANM GNM

Q. প্রোটিনকে সনাক্ত করা যায়-

(a) মলিশের পরীক্ষা
(b) DNP পরীক্ষা
(c) বাইইউরেট পরীক্ষা
(d) বেনেডিক্টের পরীক্ষা
Answer – (c) বাইইউরেট পরীক্ষা

Q. প্রকৃতিতে যে সংখ্যক অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্ব আছে-

(a) 10
(b) 20
(c) 30
(d) 40
Answer – (b) 20

Q. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি যে উৎসেচক তৈরি করে-

(a) ইনসুলিন
(b) টায়ালিন
(c) পেপসিন
(d) ট্রিপসিন
Answer – (c) পেপসিন

Q. রুমিনেন্ট পাকস্থলী দেখা যায়-

(a) গরু
(b) কুকুর
(c) পায়রা
(d) ক্যামেলিয়ন
Answer – (a) গরু

Q. নিম্নলিখিত কোন্ ভিটামিনটি অ্যাসাইল-কো-A ডিহাইড্রোজিনেজের প্রস্থেটিক গ্রুপ গঠন করে?

(a) নাইকোরিনিক অ্যাসিড
(b) পাইরিডক্সিন
(c) প্যান্টাথোনিক অ্যাসিড
(d) রাইবোফ্লাভিন
Answer – (c) প্যান্টাথোনিক অ্যাসিড

Scroll to Top