Q. যে রোগীকে আয়োডিন দেওয়া হয়-
(a) গয়টার
(b) রাতকানা
(c) রিকেটস্
(d) রিউম্যাটিজম্
Answer – (a) গয়টার
Q. ভিটামিন C হল-
(a) টোকোফেরল
(b) সায়ানোকোবালামাইন
(c) অ্যাসকরবিক অ্যাসিড
(d) থিয়ামিন
Answer – (c) অ্যাসকরবিক অ্যাসিড
Q. শরীরের মধ্যে ঘটে চলা জৈব রাসায়নিক প্রক্রিয়া পরিচিত-
(a) অ্যানাবলিজম
(b) ক্যাটাবলিজম
(c) মেটাবলিজম
(d) কোনটি নয়
Answer – (c) মেটাবলিজম
Q. পতঙ্গভুক উদ্ভিদ হল-
(a) গুলঞ
(b) নয়নতারা
(c) বাসক
(d) পিচারপ্ল্যান্ট
Answer – (d) পিচারপ্ল্যান্ট
Q. ভিটামিন-D-এর রাসায়নিক নাম হল-
(a) অ্যাসেটিক অ্যাসিড
(b) মিউরিয়েটিক অ্যাসিড
(c) ক্যালসিফেরল
(d) ল্যাকটিক অ্যাসিড
Answer – (c) ক্যালসিফেরল
Q. ঘর্ম, লালারস এবং চোখের জলের উৎসেচক হল লাইসোজাইম, যা হত্যা করে-
(a) ভাইরাস সংক্রামিত কোশ
(b) আদ্যপ্রাণী
(c) ব্যাকটিরিয়া
(d) ভাইরাস
Answer – (c) ব্যাকটিরিয়া
Q. অস্টিওম্যালেসিয়া রোগটি নিম্নের যে ভিটামিনের অভাবে ঘটে-
(a) ভিটামিন -A
(b) ভিটামিন -B
(c) ভিটামিন -D
(d) ভিটামিন -C
Answer – (c) ভিটামিন -D
GNM ANM MCQ Question In Bengali
Q. ড্রসেরা হচ্ছে-
(a) হেটারোট্রপিক
(b) অটোট্রপিক
(c) পতঙ্গভুক
(d) অ্যাকটিনোমরফিক
Answer – (c) পতঙ্গভুক
Q. নিম্নলিখিত কোন্ ভিটামিনটি খুব সহজেই তাপ ও বাতাস দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়-
(a) ভিটামিন A
(b) ভিটামিন B
(c) ভিটামিন C
(d) ভিটামিন D
Answer – (c) ভিটামিন C
Q. নিম্নের কোন্ টি ফোলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন?
(a) বিটা ক্যারোটিন
(b) মিথাইল কোবালামাইন
(c) পাইরিথিয়ামিন
(d) ফোলিক অ্যাসিড
Answer – (c) পাইরিথিয়ামিন
Q. ভিটামিন B6 -এর অভাবে যে অসুখটি হয়-
(a) আপ্লাস্টিক অ্যানিমিয়া
(b) সিকেলসেল অ্যানিমিয়া
(c) নরমোসাইটিক অ্যানিমিয়া
(d) নিদ্রাল্পতা
Answer – (d) নিদ্রাল্পতা
Q. লাইসিন হল একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড; কারণ-
(a) খুব অপ্রতুল
(b) সমস্তরকম প্রোটিনের গুরুত্বপূর্ণ উপাদান
(c) এর খুব উচ্চ পুষ্টি গুণ আছে
(d) ইহা দেহে তৈরি হয় না, খাদ্য মাধ্যমে দেহে যোগান দেওয়া হয়
Answer – (d) ইহা দেহে তৈরি হয় না, খাদ্য মাধ্যমে দেহে যোগান দেওয়া হয়
Q. নিম্নলিখিত কোন্ টি স্বভোজী নয়?
(a) ঘাস
(b) সবুজশৈবাল
(c) ছত্রাক
(d) ফার্ন
Answer – (c) ছত্রাক
ANM GNM Important Question And Answer In Bengali
Q. উদ্ভিদে জল সরবরাহ হয় নিম্নের কোন্ প্রক্রিয়ায়?
(a) অসমোসিস
(b) গাটেশন
(c) ইমবাইবেশন
(d) অ্যাডেশান বল
Answer – (d) অ্যাডেশান বল
Q. গাছে খাদ্য নিম্নের কোন্ অবস্থায় পরিবাহিত হয়?
(a) সুক্রোজ
(b) গ্লুকোজ
(c) ফ্রুক্টোজ
(d) ল্যাকটোজ
Answer – (b) গ্লুকোজ
Q. ক্লোরোফিলের মধ্যে থাকে-
(a) জিঙ্ক
(b) ম্যাগনেশিয়াম
(c) লৌহ
(d) কোবাল্ট
Answer – (b) ম্যাগনেশিয়াম
Q. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের ক্লোরোফিল CO₂ ও H₂O-এর সঙ্গে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে উৎপন্ন করে-
(a) N2
(b) O2
(c) H2
(d) CI2
Answer – (b) O2
Q. লাল সমুদ্রের লাল বর্ণের কারণ-
(a) মস
(b) ছত্রাক
(c) ব্যাকটেরিয়া
(d) শৈবাল
Answer – (d) শৈবাল
Q. পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত উদ্ভিজ প্রোটিনটি হল-
(a) RUBP
(b) RUMP
(c) PGALD
(d) RuBisCO
Answer – (d) RuBisCO
GNM ANM Mock Test
Q. পরিবেশে প্রাকৃতিক O2 -এর উৎস হল-
(a) শ্বসন
(b) সালোকসংশ্লেষ
(c) বাষ্পমোচন
(d) দহন
Answer – (b) সালোকসংশ্লেষ
Q. সালোকসংশ্লেষের ন্যূনতম হার ঘটে-
(a) নীল আলো
(b) সবুজ আলো
(c) কমলা আলো
(d) লাল আলো
Answer – (b) সবুজ আলো
Q. ক্রাঞ্জ অ্যানাটমি যুক্ত গাছে ঘটে-
(a) C₃ চক্র
(b) C₂ চক্র
(c) C4 চক্র
(d) C₃ এবং C4 উভয়ই
Answer – (c) C4 চক্র
Q. সালোকসংশ্লেষে আলোক বিক্রিয়া ঘটে-
(a) সাইটোসলে
(b) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
(c) রাইবোজোমে
(d) ক্লোরোপ্লাস্টের গ্রানায়
Answer – (d) ক্লোরোপ্লাস্টের গ্রানায়
Q. অন্ধকার প্রভাবজনিত বাষ্পমোচনকে বলা হয়-
(a) প্রস্বেদন
(b) স্কোটোঅ্যাকটিড
(c) ফটোঅ্যাকটিড
(d) বাষ্পীভবন
Answer – (b) স্কোটোঅ্যাকটিড
Q. নিম্নের কোন উদ্ভিদটি রাত্রে স্টোমাটা (পত্ররন্দ্র) উন্মুক্ত রাখে এবং দিনের বেলায় বন্ধ রাখে?
(a) জল লিলি
(b) সূর্যমুখী
(c) পাথরকুচি
(d) ফার্ণ
Answer – (c) পাথরকুচি
Life Science Question For ANM GNM
Q. সালোকসংশ্লেষের সময়-
(a) অক্সিজেনের উপস্থিত অপরিহার্য
(b) অপচিতি মূলক বিক্রিয়া ঘটে
(c) আলোকশক্তি খাদ্যের মধ্যে (গ্লুকোজ) রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে
(d) সঞ্চিত রাসায়নিক শক্তির মুক্তি ঘটে তাপশক্তি এবং শক্তির অন্যরূপ হিসাবে
Answer – (c) আলোকশক্তি খাদ্যের মধ্যে (গ্লুকোজ) রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে
Q. একটি লাল গোলাপকে সবুজ আলোয় রাখলে কোন বর্ণের দেখাবে?
(a) লাল বর্ণ
(b) সবুজ বর্ণ
(c) সাদা বর্ণ
(d) কালো বর্ণ
Answer – (d) কালো বর্ণ
Q. সালোকসংশ্লেষকারী উদ্ভিদ গ্লুকোজ সঞ্চয় করে কি হিসাবে?
(a) সুক্রোজ
(b) স্টার্চ
(c) সেলুলোজ
(d) গ্লাইকোজেন
Answer – (b) স্টার্চ
Q. সবুজ উদ্ভিদের পাতা সালোকসংশ্লেষের সময় কত শতাংশ সৌরশক্তি শোষণ করে?
(a) 1
(b) 10
(c) 30
(d) 50
Answer – (a) 1
Q. নিম্নলিখিত কোন্ অঙ্গটি তিমির শ্বসন অঙ্গ
(a) ত্বক
(b) ফুলকা
(c) ফুসফুস
(d) শ্বাসনালী
Answer – (c) ফুসফুস