Preparation For ANM GNM

Q. চিংড়ির ক্যারাপেসের যে অংশটি ফুলকাকে ঢেকে রাখে তাকে বলে-

(a) ব্রাঙ্কিওস্টিগ্যাল মেমব্রেন
(b) ব্রঙ্কাস
(c) ব্রাঙ্কিওস্টিজাইট
(d) ব্রাঙ্কিওস্টিয়ালি স্পাইন
Answer – (a) ব্রাঙ্কিওস্টিগ্যাল মেমব্রেন

Q. নিউম্যাটোফোর (শ্বাসমূল) দেখা যায়-

(a) হাইড্রোফাইটিক উদ্ভিদে
(b) ইনসেক্টিভোরা উদ্ভিদে
(c) এপিফাইটিক উদ্ভিদে
(d) ম্যানগ্রোভ উদ্ভিদে
Answer – (d) ম্যানগ্রোভ উদ্ভিদে

Q. শ্বসনে সাইটোসল একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে-

(a) অক্সিডেটিভ ফসফোরাইলেশান
(b) অক্সিডেটিভ ডি কার্বক্সিলেশান অব্ পাইরুভিক অ্যাসিড
(c) ক্রেবস চক্র
(d) গ্লাইকোলাইসিস
Answer – (d) গ্লাইকোলাইসিস

Q. সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ নিম্নের যা উৎপন্ন করে –

(a) ম্যালিক অ্যাসিড
(b) ফরমিক অ্যাসিড
(c) আইসো সাইট্রিক অ্যাসিড
(d) ফিউমারিক অ্যাসিড
Answer – (d) ফিউমারিক অ্যাসিড

Q. রক্তে বেশিরভাগ CO₂ পরিবহন হয় যা হিসাবে-

(a) CO₂ হিসাবে
(b) বাইকার্বনেট হিসাবে
(c) সোডিয়াম কার্বনেট হিসাবে
(d) কার্বক্সি হিমোগ্লোবিন হিসাবে
Answer – (b) বাইকার্বনেট হিসাবে

Q. ECG নথিভুক্ত করে-

(a) হৃদস্পন্দন হার
(b) নিলয়ের ঘনত্ব
(c) পোটেনশিয়াল পার্থক্য
(d) উৎক্ষেপিত রক্তের পরিমাণ
Answer – (c) পোটেনশিয়াল পার্থক্য

GNM ANM Important Question

Q. মানুষের সাধারণ রক্তচাপ এই পরিসরে থাকা উচিত-

(a) 110/70 mm/Hg
(b) 120/80 mm/Hg
(c) 140/80 mm/Hg
(d) 110/60 mm/Hg
Answer – (b) 120/80 mm/Hg

Q. রক্তের সার্বজনীন গ্রহীতা হচ্ছে-

(a) AB
(b) O
(c) B
(d) A
Answer – (a) AB

Q. নিম্নের কোন্ টি ভালো কোলেস্টেরল হিসাবে গণ্য করা হয়?

(a) VLDL
(b) HDL
(c) LDL
(d) ট্রাইগ্লিসেরাইড
Answer – (b) HDL

Q. নিম্নের কোন্ গ্যসটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে এবং বিষাক্ত প্রভাব উৎপন্ন করে-

(a) CO₂
(b) SO₂
(c) NO₂
(d) CO
Answer – (d) CO

Q. একজন পূর্ণ বয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার কত থাকা উচিত?

(a) 50-60 বার প্রতি মিনিটে
(b) 70-80 বার প্রতি মিনিটে
(c) 40-50 বার প্রতি মিনিটে
(d) 90-100 বার প্রতি মিনিটে
Answer – (b) 70-80 বার প্রতি মিনিটে

Q. লোহিত রক্ত কণিকার জীবনকাল হল-

(a) 60 দিন
(b) 120 দিন
(c) 180 দিন
(d) 240 দিন
Answer – (b) 120 দিন

WB Entrance Nursing Exam Question And Answer

Q. মানবদেহে প্রতি 100 মিলি বিশুদ্ধ রক্তে সাধারণত O₂ বাহিত হয়-

(a) 40 ml
(b) 10 ml
(c) 20 ml
(d) 30 ml
Answer – (c) 20 ml

Q. নিম্নের কোন্ কোশটি অ্যালার্জিতে সাড়া দেয়?

(a) বেসোফিল
(b) মাস্ট কোশ
(c) ফাইব্রোব্লাস্ট কোশ
(d) A এবং B উভয়ই
Answer – (d) A এবং B উভয়ই

Q. দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে যে রক্ত কণিকা-

(a) শ্বেত রক্ত কণিকা
(b) অনুচক্রিকা
(c) লোহিত রক্ত কণিকা
(d) এরিথ্রোসাইটস্
Answer – (a) শ্বেত রক্ত কণিকা

Q. কোন ধাতব আয়নটি হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত?

(a) Mg++
(b) Fe++
(c) Al+++
(d) Mn++
Answer – (b) Fe++

Q. মানুষের সাধারণ রক্তের প্রকৃতি হল-

(a) অ্যাসিডিক
(b) অ্যালকালাইন
(c) নিউট্রাল
(d) ভ্যারিয়েবলসী
Answer – (b) অ্যালকালাইন

Q. নিম্নের যে উপাদানটি রক্ত তঞ্চনে সহায়তা করে-

(a) ভিটামিন- A
(b) ফোলিক অ্যাসিড
(c) ভিটামিন- D
(d) ফাইব্রিনোজেন
Answer – (d) ফাইব্রিনোজেন

GNM ANM Mock Test In Bengali

Q. একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত উৎক্ষেপণ করে-

(a) 150 লিটার
(b) 200 লিটার
(c) 300 লিটার
(d) 340 লিটার
Answer – (c) 300 লিটার

Q. যে যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয় তার নাম হল-

(a) ব্যারোমিটার
(b) স্ফিগমোম্যানোমিটার
(c) টোনোমিটার
(d) উপরের কোনটিই নয়
Answer – (b) স্ফিগমোম্যানোমিটার

Q. মানুষের রক্ত সংবহন তন্ত্রে রক্তের পরিমাণ-

(a) এক লিটার
(b) দুই লিটার
(c) পাঁচ লিটার
(d) দশ লিটার
Answer – (c) পাঁচ লিটার

Q. রক্ত সঞ্চারণের ক্ষেত্রে সার্বজনীন দাতা বলা হয়-

(a) A শ্রেণির রক্ত
(b) B শ্রেণির রক্ত
(c) AB শ্রেণির রক্ত
(d) O শ্রেণির রক্ত
Answer – (d) O শ্রেণির রক্ত

Q. একটি অনুচক্রিকা সাধারণত বাঁচে-

(a) বারো দিন
(b) পনের দিন
(c) তিন দিন
(d) নয় দিন
Answer – (c) তিন দিন

Q. কুইনাইন পাওয়া যায়-

(a) পপি
(b) সিঙ্কোনা
(c) চন্দন
(d) পাম
Answer – (b) সিঙ্কোনা

Life Science Question For ANM GNM

Q. সিঙ্কোনা গাছের কোন্ অংশ থেকে কুইনাইন পাওয়া যায়?

(a) বীজ
(b) পাতা
(c) ফুল
(d) ছাল (বাকল)
Answer – (d) ছাল (বাকল)

Q. কেঁচোর রেচন অঙ্গের নাম-

(a) স্যালিভারি গ্ল্যান্ড
(b) ইংঙ্ক গ্ল্যান্ড
(c) নেফ্রিডিয়া
(d) ম্যালপিজিয়ান টিবিউল
Answer – (c) নেফ্রিডিয়া

Q. পেপসিন নিঃসৃত হয়-

(a) পাকস্থলীতে
(b) বৃক্কে
(c) মূত্রথলিতে
(d) অগ্ন্যাশয়ে
Answer – (a) পাকস্থলীতে

Q. নিম্নলিখিত কোন্ টি বৃক্কের কার্য নয়?

(a) নালিকা পুনঃশোষণ
(b) ফ্যাগোসাইটোসিস
(c) আল্ট্রাফিলট্রেশান
(d) নালিকা ক্ষরণ
Answer – (b) ফ্যাগোসাইটোসিস

Q. গ্লোমেরুলাস অবস্থান করে-

(a) ব্যাওমান ক্যাপসুলে
(b) প্লুরাতে
(c) মেনিনজেসে
(d) রেনাল পেলভিসে
Answer – (a) ব্যাওমান ক্যাপসুলে

Q. মানবদেহে কোন অংশে ইউরিয়া প্রস্তুত হয়?

(a) বৃক্ক
(b) যকৃত
(c) অগ্ন্যাশয়
(d) মূত্রথলি
Answer – (b) যকৃত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top