Q. বিধিনিষেধিত উপাদান বা অ্যান্টিবায়োটিক সংশ্লেষিত হয়
(a) সমস্ত ইউক্যারিওটিক কোষে
(b) কেবলমাত্র ঈস্টে এবং ব্যাকটেরিয়াতে
(c) শুধুমাত্র ব্যাকটেরিয়াতে
(d) সব কোষে
Answer – (b) কেবলমাত্র ঈস্টে এবং ব্যাকটেরিয়াতে
Q. বিষাক্ত পদার্থ ক্ষরণের সঙ্গে যুক্ত রোগটি হল-
(a) টিটেনাস
(b) টি.বি.
(c) এইডস্
(d) খাদ্যে বিষক্রিয়া
Answer – (a) টিটেনাস
Q. মানুষের দেহে প্লাসমোডিয়ামের সংক্রমণে ঘটে-
(a) টিটেনাস
(b) ম্যালেরিয়া
(c) টাইফয়েড
(d) ইনফ্লুয়েঞ্জা
Answer – (b) ম্যালেরিয়া
Q. নিম্নের কার দ্বারা মেনিনজাইটিস ঘটে?
(a) ছত্রাক
(b) সালমোনেল্লা
(c) মেনিনগোকক্সাস
(d) ভাইরাস মেনিন
Answer – (d) ভাইরাস মেনিন
Q. মাম্পস নামক রোগটি ঘটে-
(a) ছত্রাক দ্বারা
(b) ব্যাকটেরিয়া দ্বারা
(c) ভাইরাস দ্বারা
(d) প্রোটোজোয়া দ্বারা
Answer – (c) ভাইরাস দ্বারা
Q. Culex fatigans নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ রোগটি বিস্তার করে?
(a) ম্যালেরিয়া
(b) ফাইলেরিয়া
(c) ডেঙ্গু
(d) প্লেগ
Answer – (b) ফাইলেরিয়া
ANM GNM Mock Test In Bengali
Q. স্ত্রী এডিস মশা বাহিত রোগটি হল-
(a) ম্যালেরিয়া
(b) জাপানি এনসেফালাইটিস
(c) ফাইলেরিয়া
(d) ডেঙ্গু
Answer – (d) ডেঙ্গু
Q. AIDS রোগের ভাইরাস HIV কোন্ ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে?
(a) RNA
(b) DNA
(c) RNA এবং DNA
(d) কোনোটিই নয়
Answer – (a) RNA
Q. ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয়-
(a) পেলাপোমিয়ার
(b) লিপোভাইরাস
(c) ক্যাপসোমিয়ার
(d) ভাইরয়েড
Answer – (d) ভাইরয়েড
Q. ব্যাকটেরিয়া কোশে ট্রান্সডাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন?
(a) লেডারবার্গ ও জীনডার
(b) আভেরী
(c) ম্যাকলিওড
(d) ম্যাকার্টি
Answer – (a) লেডারবার্গ ও জীনডার
Q. ব্যাকটেরিওফাজের ‘ফাজ’ কথাটির অর্থ কী?
(a) রক্ষক
(b) ভক্ষক
(c) সংগ্রাহক
(d) ক্ষতিকারক
Answer – (b) ভক্ষক
Q. যোগকলার অন্তর্গত নিম্নলিখিত কোন্ কোশটি অ্যান্টিবডি গঠন করে?
(a) প্লাজমা কোশ
(b) ম্যাক্রোফাজ
(c) মাস্টকোশ
(d) রেটিকুলার কোশ
Answer – (a) প্লাজমা কোশ
Best Suggestion For ANM GNM
Q. টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন?
(a) লুই পাস্তুর
(b) রোনাল্ড রস
(c) আলেকজান্ডার ফ্লেমিং
(d) এডওয়ার্ড জেনার
Answer – (d) এডওয়ার্ড জেনার
Q. নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রামিত হয়?
(a) AIDS
(b) হাম
(c) পোলিও
(d) আন্ত্রিক
Answer – (a) AIDS
Q. ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুটি হল-
(a) প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম
(b) প্লাসমোডিয়াম ম্যালেরি
(c) প্লাসমোডিয়াম ভাইভাক্স
(d) প্লাসমোডিয়াম ওভেল
Answer – (a) প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম
Q. গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন-
(a) এডওয়ার্ড জেনার
(b) হরগোবিন্দ খুরানা
(c) লুই পাস্তুর
(d) আলেকজান্ডার ফ্লেমিং
Answer – (a) এডওয়ার্ড জেনার
Q. নিম্নের কোন্ রোগটি দেহতরল দ্বারা সংক্রমিত হয়?
(a) হেপাটাইটিস-B
(b) ডেঙ্গু
(c) জলাতঙ্ক
(d) যক্ষা
Answer – (a) হেপাটাইটিস-B
Q. সবচেয়ে বড় ভাইরাসের নাম কী?
(a) লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম
(b) লিউকো ভাইরাস
(c) কলিফাজ ভাইরাস
(d) সিমিয়ন ভাইরাস
Answer – (a) লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম
Important Question For ANM GNM Entrance Exam
Q. একটি পরজীবীর ওপর অবস্থানকারী অন্য একটি পরজীবীকে কী বলে?
(a) সুপার প্যারাসাইট
(b) হাইপারপ্যারাসাইট
(c) প্যারাসিটয়েড
(d) প্রিডেটর
Answer – (b) হাইপারপ্যারাসাইট
Q. যখন একজোড়া বৃত্তাকার ব্যাকটেরিয়া একত্রে থাকে, তখন তাকে বলা হয়-
(a) মাইক্রোকক্কাস
(b) স্ট্রেপকোকক্কাস
(c) ডিপ্লোকক্কাস
(d) সারসিনা
Answer – (c) ডিপ্লোকক্কাস
Q. ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুটি হল-
(a) মেসোজোম
(b) লোমোসোম
(c) জেনোফোর
(d) স্ফেরোসোম
Answer – (c) জেনোফোর
Q. ‘লং-জ’ এর অন্য নাম-
(a) ম্যালেরিয়া
(b) কালাজ্বর
(c) টিটেনাস
(d) ডিপথেরিয়া
Answer – (c) টিটেনাস
Q. মানুষের দেহে এলিফ্যান্টয়েসিস বা গোদ সৃষ্টিকারী পরজীবিটি হল-
(a) Ascaris Lumbricoides
(b) Dracunculus Medinensis
(c) Wuchereria bancrofti
(d) Ancylostoma duodenale
Answer – (c) Wuchereria bancrofti
Q. নিম্নলিখিত কোন্ টি বিরুদ্ধে অনাক্রম্যতা সৃষ্টির জন্য AVS ভ্যাকসিন ব্যবহার করা হয়?
(a) হুপিং কাশি
(b) গুটি বসন্ত
(c) সাপের কামড়ে
(d) সবকটি
Answer – (c) সাপের কামড়ে
Life Science Question For ANM GNM
Q. কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে?
(a) এন্টামিবা
(b) লিসম্যানিয়া
(c) প্লাজমোডিয়াম
(d) জিয়াডিয়া
Answer – (c) প্লাজমোডিয়াম
Q. এলিফ্যানটয়েসিস্ রোগটি সংক্রমিত হয়-
(a) মাছি দ্বারা
(b) কিউলেক্স দ্বারা
(c) অ্যানোফিলিস দ্বারা
(d) স্যান্ডফ্লাই দ্বারা
Answer – (b) কিউলেক্স দ্বারা
Q. W.M. Stanley নিম্নলিখিত কোন্ ভাইরাস আবিষ্কার করেন?
(a) TMV
(b) CMV
(c) PSTV
(d) HIV
Answer – (a) TMV
Q. ‘The Central Drug Research Institute of India’ কোথায় অবস্থিত?
(a) লক্ষ্ণৌ
(b) মুম্বই
(c) কোলকাতা
(d) হায়দ্রাবাদ
Answer – (a) লক্ষ্ণৌ
Q. ‘World Cancer Day’ কোন্ দিনটিতে পালন করা হয়?
(a) 4 মার্চ
(b) 4 ফেব্রুয়ারি
(c) 4 জুন
(d) 4 আগস্ট
Answer – (b)4 ফেব্রুয়ারি
Q. নিম্নের কোন্ টি ভাইরাস ঘটিত রোগ?
(a) কলেরা
(b) কুষ্ঠ
(c) টাইফয়েড
(d) পোলিও
Answer – (d) পোলিও