Q. ঘুম রোগের বাহক নিম্নের কোন্ টি?
(a) মাছি
(b) সিসি মাছি
(c) বালি মাছি
(d) মশা
Answer – (b) সিসি মাছি
Q. নিম্নের কোন্ রোগটি আদ্যপ্রাণী ঘটিত?
(a) টাইফয়েড
(b) ম্যালেরিয়া
(c) কলেরা
(d) টিটেনাস
Answer – (b) ম্যালেরিয়া
Q. Puccinia (পাকসিনিয়া) জীবাণুটি নিম্নের কোন্ রোগের সাথে সম্পর্কিত?
(a) ধান গাছে বাদামী ছিটে রোগ
(b) গমের কান্ডের মরিচা রোগ
(c) আলুর বিলম্বিত ধসা রোগ
(d) কোনোটিই নয়
Answer – (b) গমের কান্ডের মরিচা রোগ
Q. ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার আকৃতি কীরূপ?
(a) গোলাকার
(b) কমা আকৃতির
(c) দণ্ডাকার
(d) সর্পিলাকার
Answer – (b) কমা আকৃতির
Q. TMV ভাইরাসের আবিষ্কারক হলেন-
(a) বিনে
(b) প্যাভনাভ
(c) হুগো দি ভিস
(d) স্ট্যানলি
Answer – (d) স্ট্যানলি
Q. সংক্রামক রোগের প্রতিরোধে নিম্নের কোন্ ঔষধটি ব্যবহৃত হয়?
(a) সালফাথিয়াজোল
(b) অ্যাসপিরিন
(c) ইনসুলিন
(d) রেসারপিন
Answer – (a) সালফাথিয়াজোল
GNM /ANM Preparation
Q. কোন্ ভাইরাসের আক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ডাক্তাররা ‘ওয়েস্টার্ন ব্লট টেস্ট’ নামক রক্ত পরীক্ষার পরামর্শ দেন?
(a) চিকুনগুনিয়া
(b) এইচ আই ভি
(c) এইচ ফাইভ এন ওয়ান
(d) উপরোক্ত কোনওটিই নয়
Answer – (b) এইচ আই ভি
Q. চিকুনগুনিয়া রোগের বাহক-
(a) অ্যানোফিলিস প্রজাতির মশা
(b) কিউলেক্স প্রজাতির মশা
(c) এডিস ইজিপ্টাই প্রজাতির মশা
(d) উপরোক্ত কোনওটিই নয়
Answer – (c) এডিস ইজিপ্টাই প্রজাতির মশা
Q. নীচের অসুখগুলির মধ্যে কোনটিকে ‘সাইলেন্ট কিলার’ বলা হয়?
(a) উচ্চ রক্তচাপ
(b) কলেরা
(c) যক্ষ্মা
(d) ম্যালেরিয়া
Answer – (a) উচ্চ রক্তচাপ
Q. ভূণকোশের ক্যান্সারকে বলে-
(a) লিম্ফোমা
(b) সারকোমা
(c) লিউকেমিয়া
(d) ব্লাসটোমা
Answer – (d) ব্লাসটোমা
Q. কৃত্রিমভাবে ইউরিয়া কে সর্বপ্রথম তৈরি করেন?
(a) জেমস ওয়াট
(b) লুই পাস্তুর
(c) ডলার
(d) হার্ভে
Answer – (d) হার্ভে
Q. নিচের কোনটি উদ্ভিদের নেক্রোটিক লক্ষণ?
(a) উইচেস ব্রুম
(b) গল
(c) ব্লাইট
(d) কার্ল
Answer – (c) ব্লাইট
ANM/GNM Important Questions In Bengali
Q. জৈবসার প্রস্তুতিতে নিম্নের যে অণুজীবটি ব্যবহৃত হয়-
(a) ব্যাসিলাস থুরিনজেনসিস
(b) গ্রানুলোসিস
(c) টেট্রাহাইমেনা
(d) রাইজোবিয়াম
Answer – (d) রাইজোবিয়াম
Q. রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে?
(a) এইডস রোগ
(b) জন্ডিস
(c) ক্যানসার রোগ
(d) যক্ষ্মা
Answer – (c) ক্যানসার রোগ
Q. এন্টামিবা হিস্টোলাইটিকা যখন কোনো উপসর্গহীন বাহক হিসাবে যে রোগটি সৃষ্টি করে-
(a) অ্যামিবায়োসিস অ্যার্কিডট
(b) অ্যামিবায়োসিস ক্রোনিক
(c) অ্যামিবায়োসিস লুসিনীল
(d) সিফিলিস
Answer – (c) অ্যামিবায়োসিস লুসিনীল
Q. ‘Father of Virology’ কাকে বলা হয়?
(a) স্ট্যানলি
(b) লিনিয়াস
(c) উইলিয়াম হার্ভে
(d) লুই পাস্তুর
Answer – (a) স্ট্যানলি
Q. কোন্ টি কিউলেক্স মশাবাহিত রোগ নয়?
(a) ফাইলেরিয়েসিস
(b) এনকেফেলাইটিস
(c) ম্যালেরিয়া
(d) পীতজ্বর
Answer – (a) ফাইলেরিয়েসিস
Q. যক্ষ্মারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি?
(a) Vibrio Cholerae
(b) Mycobacterium tuberculosis
(c) Salmonella typhii
(d) Mycobacterium leprae
Answer – (c) Salmonella typhii
ANM/GNM Life Science Question And Answer In Bengali
Q. হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়?
(a) ক্ষুদ্রান্ত
(b) যকৃত
(c) পাকস্থলী
(d) অগ্নাশয়
Answer – (b) যকৃত
Q. রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলে?
(a) হোস্ট
(b) প্যাথোজেন
(c) সাসেপ্ট
(d) প্যাথোজেনেসিস
Answer – (b) প্যাথোজেন
Q. আন্ত্রিক রোগের জীবাণুর নাম হল-
(a) এন্টামিবা হিস্টোলাইটিকা
(b) সালমোনেলা টাইফি
(c) জিয়াডিয়া
(d) সিগেলা ডিসেন্টেরি
Answer – (d) সিগেলা ডিসেন্টেরি
Q. ELISA কোন্ রোগ নির্ণয়ের পদ্ধতি?
(a) কুষ্ঠ
(b) ক্যানসার
(c) AIDS
(d) পোলিও
Answer – (c) AIDS
Q. ম্যালেরিয়া রোগে কোন্ রক্তকণিকার ঘাটতি হয়?
(a) লোহিত রক্তকণিকা
(b) বেসোফিল
(c) ইওসিনোফিল
(d) মনোসাইট
Answer – (a) লোহিত রক্তকণিকা
Q. ‘Azolla’ একটি জৈব সার-ইহা আসলে কী?
(a) ব্যাকটেরিয়া
(b) শৈবাল
(c) মস
(d) ফার্ণ
Answer – (d) ফার্ণ
ANM / GNM Practice Set In Bengali
Q. নিম্নের কোন্ টি ছোঁয়াচে রোগ নয়?
(a) যক্ষ্মা
(b) কলেরা
(c) স্মলপক্স
(d) আর্থাইটিস
Answer – (d) আর্থাইটিস
Q. Influenza ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হল-
(a) DNA
(b) RNA
(c) RNA & DNA
(d) কোনোটিই নয়
Answer – (b) RNA
Q. অ্যাসকারিস বা গোলকৃমি মানুষের কোন্ অঙ্গে পাওয়া যায়?
(a) ক্ষুদ্রান্ত্র
(b) বৃহদন্ত্র
(c) যকৃৎ
(d) বৃক্ক
Answer – (a) ক্ষুদ্রান্ত্র
Q. AIDS কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায়?
(a) ELISA টেস্ট
(b) FTA-ABS টেস্ট
(c) VDRL টেস্ট
(d) TPHA টেস্ট
Answer – (a) ELISA টেস্ট
Q. ‘ফাইটোপথোরা’ কোন রোগের জীবাণু?
(a) গমের মরিচা রোগ
(b) আলুর ধ্বসারোগ
(c) রাইগাছের আরগটিজম
(d) ধানের চেটে রোগ
Answer – (b) আলুর ধ্বসারোগ
Q. নিম্নের কোন্ টির প্রতিরোধে টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন ব্যবহার হয়?
(a) টিটেনি
(b) খাদ্যে বিষক্রিয়া
(c) কুষ্ঠ
(d) কোনোটিই নয়
Answer – (a) টিটেনি