Q. র্যাবিস ভাইরাস কোন রোগের জীবাণু?
(a) ডেঙ্গুজ্বর
(b) জন্ডিস
(c) জলাতঙ্ক
(d) বসন্ত
Answer – (c) জলাতঙ্ক
Q. এদের মধ্যে কোন্ টি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাক প্রতিরোধক ড্রাগ?
(a) অ্যাম্ফোটেরিসিন
(b) প্রাইমারিসিন
(c) প্রাইসোফুলভিন
(d) এদের সবগুলিই
Answer – (d) এদের সবগুলিই
Q. এইডস (AIDS)-এর জীবাণু প্রতিরোধক হিসেবে কোন্ ড্রাগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
(a) জাইডোরুডাইন
(b) মাইকোনোজাল
(c) নোনেক্সিনল-9
(d) ভাইরাজোল
Answer – (a) জাইডোরুডাইন
Q. মানবদেহে আমাশয় রোগ সৃষ্টি করে-
(a) পাকসিনিয়া
(b) ভিব্রিও কলেরি
(c) এন্টামিবা হিস্টোলাইটিকা
(d) ফাইটফথেরা
Answer – (c) এন্টামিবা হিস্টোলাইটিকা
Q. ঘাম, লালা এবং অশ্রুতে লাইসোজাইম নামে এক উৎসেচক থাকে, যা ধ্বংস করে-
(a) ভাইরাস আক্রান্ত কোশসমূহ
(b) প্রোটোজোয়া
(c) ব্যাকটেরিয়া
(d) ভাইরাস
Answer – (c) ব্যাকটেরিয়া
Q. কোন্ ভাইরাস সাধারণ ঠান্ডা লাগার জন্য দায়ী?
(a) রুবেল্লা ভাইরাস
(b) রিনো ভাইরাস
(c) ভ্যাকসিনিয়া
(d) র্যাবিস ভাইরাস
Answer – (b) রিনো ভাইরাস
ANM GNM Important Question And Answer In Bengali
Q. আলু গাছের ধসা রোগ প্রতিকারে কী প্রয়োগ করা উচিত?
(a) ব্লিচিং পাউডার
(b) সেভিডল
(c) তামা চূর্ণ
(d) ফসফরাস সার
Answer – (c) তামা চূর্ণ
Q. অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি হল-
(a) প্রোটিন জাতীয়
(b) পলিস্যাকারাইড জাতীয়
(c) লাইপো প্রোটিন জাতীয়
(d) সবগুলি ঠিক
Answer – (d) সবগুলি ঠিক
Q. . শরীরে প্রতিবিষের বিরুদ্ধে প্রোটিনের আবির্ভাব ঘটলে তাকে বলে-
(a) ইমিউনো গ্লোবিউলিন
(b) গামা গ্লোবিউলিন
(c) অ্যান্টিবডি
(d) সবগুলি সত্য
Answer – (d) সবগুলি সত্য
Q. শরীরে Y আকৃতির পলিপেপটাইড শৃঙ্খলকে বলে-
(a) অ্যান্টিজেন
(b) ইমিউনিটি
(c) অ্যান্টিবডি
(d) ডিটারমিন্যান্টস
Answer – (c) অ্যান্টিবডি
Q. সহজেই প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে যে ইমিউনোগ্লোবিউলিন-
(a) IgG
(b) IgA
(c) IgD
(d) IgM
Answer – (a) IgG
Q. অ্যালার্জির ক্ষতিকারক প্রভাব থেকে দেহকে রক্ষাকারী ইমিউনোগ্লোবিউলিনটি হল-
(a) IgE
(b) IgM
(c) IgA
(d) IgD
Answer – (a) IgE
Preparation ANM GNM
Q. কলোস্ট্রামে পর্যাপ্ত পরিমানে উপস্থিত অ্যান্টিবডিটি হল-
(a) IgE
(b) IgA
(c) IgG
(d) IgD
Answer – (b) IgA
Q. মানব ঘাম ও লালারসে উপস্থিত অ্যান্টিবডিটি হল-
(a) IgG
(b) IgM
(c) IgA
(d) IgE
Answer – (c) IgA
Q. ব্যাকটিরিওলাইসিন হল একপ্রকার-
(a) ভ্যাকসিন
(b) অ্যান্টিজেন
(c) অ্যান্টিবডি
(d) হ্যাপটেন
Answer – (c) অ্যান্টিবডি
Q. অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে বলে-
(a) এপিটোপ
(b) হাইব্রিডোমা
(c) প্যারাটোপ
(d) ইন্টারফেরন
Answer – (a) এপিটোপ
Q. অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন যুক্ত হয়, তাকে বলে-
(a) প্যারাটোপ
(b) অ্যাঙ্গুটিনিন
(c) এপিটোপ
(d) অপসোনিন
Answer – (a) প্যারাটোপ
Q. পাখিদের ক্ষেত্রে বার্সা অব্ ফ্যাব্রিসিয়াস থেকে পরিণত রক্ত কণিকাটি হল-
(a) T-লিম্ফোসাইট
(b) B-লিম্ফোসাইট
(c) নিউট্রোফিল
(d) হেল্পার T-কোশ
Answer – (b) B-লিম্ফোসাইট
ANM GNM Mock Test In Bengali
Q. T-লিম্ফোসাইটের পরিণতিতে সাহায্যকারী হরমোনটি হল-
(a) থাইরক্সিন
(b) থাইরোট্রপিক
(c) প্যারাথোহরমোন
(d) থাইমোসিন
Answer – (d) থাইমোসিন
Q. সমস্ত ইমিউনোজেন হল-
(a) অ্যান্টিবডি
(b) অ্যান্টিজেন
(c) সাইটোকাইন
(d) গামাগ্লোবিউলিন
Answer – (b) অ্যান্টিজেন
Q. হ্যাপটেন হল এক প্রকারের-
(a) সম্পূর্ণ অ্যান্টিজেন
(b) অ্যান্টিবডি
(c) অসম্পূর্ণ অ্যান্টিজেন
(d) বাহক অণু
Answer – (c) অসম্পূর্ণ অ্যান্টিজেন
Q. মানবদেহে প্লিহাকে কেটে বাদ দিলে কি ঘটতে পারে?
(a) B-কোশ উপাদান বৃদ্ধি পাবে
(b) ম্যালেরিয়া সংক্রমণ বৃদ্ধি পাবে
(c) RE কোশ অ্যান্টিজেনদের পূর্ণমাত্রায় ধ্বংস করতে সক্ষম হবে
(d) সবগুলি সঠিক
Answer – (b) ম্যালেরিয়া সংক্রমণ বৃদ্ধি পাবে
Q. সাইটোকাইন হল এক প্রকার-
(a) অ্যাডজুভেন্ট
(b) পলিপেপটাইড
(c) ভাইরাস আক্রান্ত প্রাণীকোশ থেকে নিঃসৃত
(d) সবগুলি সঠিক
Answer – (d) সবগুলি সঠিক
Q. প্রাকৃতিক কিলার কোশ হল-
(a) লিম্ফোসাইট
(b) মনোসাইট
(c) ম্যাক্রোফাজ
(d) লিম্ফোসাইট
Answer – (a) লিম্ফোসাইট
ANM GNM Life Science MCQ Question And Answer
Q. ভাইরাস সংক্রমণের ফলে মেরুদন্ডী প্রাণীদের কোশে ভাইরাসের বংশবিস্তারে বাধাদানকারী বস্তুটি হল-
(a) WBC
(b) ইন্টারফেরন
(c) RBC
(d) ম্যাক্রোফাজ
Answer – (b) ইন্টারফেরন
Q. বস্তুনিষ্ট অনাক্রম্যতা হল-
(a) অর্জিত
(b) জন্মগত
(c) অনঅভিযোজিত
(d) অনির্দিষ্ট
Answer – (a) অর্জিত
Q. অনির্দিষ্ট অনাক্রম্যতা হল-
(a) বস্তুনিষ্ট
(b) অর্জিত
(c) সহজাত
(d) কোনটিই নয়
Answer – (c) সহজাত
Q. B-লিম্ফোসাইট দেহে যে অনাক্রম্যতা গড়ে তুলে, তা হল-
(a) রস নির্ভর
(b) কোশ নির্ভর
(c) ইন্টারফেরন নির্ভর
(d) সবগুলি সঠিক
Answer – (a) রস নির্ভর
Q. T-হেল্লার কোশ নিঃসৃত কোন্ পদার্থটি T কোশের সংখ্যাবৃদ্ধি তরান্বিত করে?
(a) ইন্টারলিউকিন
(b) লিম্ফোকাইন
(c) পারফোরিন
(d) সাইটোকাইন
Answer – (d) সাইটোকাইন
Q. অ্যান্টিজেনের সংস্পর্শে যে অনাক্রম্যতা সৃষ্টি হয়, তা হল-
(a) সহজাত
(b) অর্জিত
(c) অনির্দিষ্ট
(d) কোনটিই নয়
Answer – (b) অর্জিত