Q. নিম্নলিখিত কোন্ টি অটোইমিউন ডিজিজ বলে পরিচিত?
(a) ইনসমাটো থাইরয়ডায়টিস
(b) মায়েসথেনিয়া গ্রেভিস
(c) রিউমাটয়েড আর্থরাইটিস
(d) সবগুলি সঠিক
Answer – (d) সবগুলি সঠিক
Q. নিম্নলিখিত কোন্ ভাইরাসটি জল বাহিত?
(a) হেপাটাইটিস A
(b) হেপাটাইটিস B
(c) হেপাটাইটিস C
(d) হেপাটাইটিস E
Answer – (a) হেপাটাইটিস A
Q. যদি কোনো ব্যক্তি অ্যালকোহল দ্বারা আসক্ত হয়, যকৃত নষ্ট হয় কারণ-
(a) অ্যালকোহল ডিটাক্সফাই করে
(b) অতিরিক্ত গ্লাইকোজেন সঞ্চয় করে
(c) অতিরিক্ত উত্তেজনার কারণে অধিক কিন্তু পিত্ত ক্ষরণ করে
(d) অতিরিক্ত ফ্যাট সঞ্চয় করে
Answer – (d) অতিরিক্ত ফ্যাট সঞ্চয় করে
Q. ডিপথেরিয়া রোগের জীবাণুর প্রকৃতি হল-
(a) ভাইরাস
(b) ব্যাকটেরিয়া
(c) আদ্যপ্রাণী
(d) ছত্রাক
Answer – (b) ব্যাকটেরিয়া
Q. গর্ভধারণকালীন বিভিন্ন রোগের প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া হয় এই রোগ ব্যাতীত-
(a) হেপাটাইটিস
(b) টাইফয়েড
(c) মাম্পস
(d) হেপাটাইটিস-B
Answer – (c) মাম্পস
Q. ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ম্যালেরিয়া জীবাণু সবথেকে ভালো পাওয়া যায়-
(a) জ্বর আসার একঘন্টা পূর্বে
(b) কাঁপুনির সময়
(c) তাপমাত্রা যখন স্বাভাবিক হয়
(d) তাপমাত্রা স্বাভাবিক হওয়ার 4 ঘন্টা পর
Answer – (b) কাঁপুনির সময়
ANM GNM Life Science Practice Set
Q. রবার্ট ওয়েস্টার তার কোন কাজের জন্য পরিচিত?
(a) হৃদপিন্ড সম্পর্কিত
(b) HIV/AIDS
(c) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
(d) অ্যালঝাইমার
Answer – (c) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
Q. সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ-
(a) প্লাসমোডিয়াম ভাইভাক্স
(b) প্লাসমোডিয়াম ম্যালেরি
(c) প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম
(d) কোনোটিই নয়
Answer – (c) প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম
Q. কোন রোগটি ছত্রাক ঘটিত কারণে হয়?
(a) পোলিও
(b) ডার্মাটাইটিস
(c) ম্যালেরিয়া
(d) কলেরা
Answer – (b) ডার্মাটাইটিস
Q. AIDS রোগের কারণ-
(a) ব্যাকটেরিয়া
(b) আদ্যপ্রাণি
(c) ভাইরাস
(d) কৃমি
Answer – (c) ভাইরাস
Q. পরিণত ফাইলেরিয়া কৃমি মানুষের দেহে বাস করে-
(a) রক্তে
(b) লাসিকাবাহে
(c) যকৃতে
(d) ক্ষুদ্রান্ত্রে
Answer – (b) লাসিকাবাহে
Q. নিম্নের কোন্ টি ভাইরাস ঘটিত রোগ-
(a) ট্রাইপ্যানোসোমিয়াসিস
(b) জিয়ার্ডিয়াসিস
(c) এনকেফেলাইটিস
(d) অরিয়েন্টাল মোর
Answer – (c) এনকেফেলাইটিস
Q. লিসমেনিয়া ডোনোভ্যানির গৌণ পোষক (intermediate host) হল-
(a) স্যান্ড ফ্লাই
(b) ড্রাগন ফ্লাই
(c) সি-সি ফ্লাই
(d) অ্যানোফিলিস মশা
Answer – (a) স্যান্ড ফ্লাই
ANM GNM Nursing Mock Test In Bengali
Q. একটি ভাইরাস হল-
(a) ভাইরাসের সংক্রমণ কণা
(b) ব্যাকটারিওফাজের সংক্রমণ কণা
(c) ভাইরাসের সংক্রমণ দশা
(d) কোনটিই নয়
Answer – (a) ভাইরাসের সংক্রমণ কণা
Q. কালাজ্বর রোগটি মানুষের দেহে ছড়ায় এর কামড়ে-
(a) কিউলেক্স মশা
(b) সাইমেক্স বেডবাগ
(c) ফ্লেবোটমাস স্যান্ডফ্লাই
(d) সারকপটেস মাইট
Answer – (c) ফ্লেবোটমাস স্যান্ডফ্লাই
Q. ভাইরাসঘটিত রোগ হচ্ছে-
(a) ক্যানসার
(b) টাইফয়েড
(c) লিউকোমিয়া
(d) পীতজ্বর (Yellow fever)
Answer – (d) পীতজ্বর (Yellow fever)
Q. ম্যালেরিয়ার ফলে-
(a) সিপ্লনোমেগালি হয়
(b) পেরিকারডাইটিস হয়
(c) টনসিলের প্রদাহ হয়
(d) এলিফ্যান্টিয়েসিস হয়
Answer – (a) সিপ্লনোমেগালি হয়
Q. অ্যানোফিলিস মশার লার্ভা ধ্বংস করতে যে ব্যাকটেরিয়াটি ব্যবহার করা হয়-
(a) ব্যাসিলাস স্ফেরিকাস
(b) ব্যাসিলাস সাবটিলিস
(c) ব্যাসিলাস থুরিনজেনসিস
(d) কোনোটিই নয়
Answer – (a) ব্যাসিলাস স্ফেরিকাস
Q. নিম্নের কোন্ টি ব্যাকটেরিয়া ঘটিত রোগ?
(a) কনজাংটি ভাইরাস
(b) ইনফ্লুয়েঞ্জা
(c) ডিপথেরিয়া
(d) হাম
Answer – (c) ডিপথেরিয়া
ANM GNM Life Science Suggestion
Q. ধানের পাতা দাগ রোগের কারণ-
(a) ছত্রাক
(b) ব্যাকটেরিয়া
(c) ভাইরাস
(d) উপরের কোনটিই নয়
Answer – (a) ছত্রাক
Q. আলুর কালো হৃদয় (Black heart) রোগের কারণ-
(a) তামার অভাব
(b) বোরনের অভাব
(c) অক্সিজেনের অভাব
(d) পটাশিয়ামের অভাব
Answer – (c) অক্সিজেনের অভাব
Q. ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেছিলেন-
(a) লিউয়েন হক
(b) লুই পাস্তুর
(c) রবার্ট হুক
(d) রবার্ট কক
Answer – (a) লিউয়েন হক
Q. একটি ব্যাকটিরিওফাজ হল-
(a) একটি ভাইরাস
(b) একটি ব্যাকটরিয়াম যা কৃত্রিম পুষ্টি মাধ্যমে বৃদ্ধি করা যায়
(c) ছত্রাক যা রোগ সৃষ্টি করে
(d) একটি ফ্যারোসাইটিক প্রোটোজোয়া
Answer – (a) একটি ভাইরাস
Q. একটি এন্ডোবায়োটিক (অন্তর পরজীবী) ছত্রাক হল-
(a) অ্যাগারিকাস
(b) সিনটাইট্রিয়াম
(c) বরচেল্লা
(d) পলিপোরাস
Answer – (b) সিনটাইট্রিয়াম
Q. সবকটি অঙ্কোকাজেনিক ভাইরাস ব্যতিক্রম-
(a) HIV
(b) ভ্যারিসেল্লা জোস্টার ভাইরাস
(c) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
(d) হেপাটাইটিস-B
Answer – (b) ভ্যারিসেল্লা জোস্টার ভাইরাস
GNM ANM Nursing Entrance Exam Question Answer
Q. সবথেকে বেশি পরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন পাওয়া যায় এই উদ্ভিদ থেকে-
(a) শৈবাল
(b) ছত্রাক
(c) লাইকেন
(d) গুপ্তবীজী
Answer – (b) ছত্রাক
Q. একটি ভৌত জীবাণুনাশকের উদাহরণ হল-
(a) ডেটল
(b) সূর্যালোক
(c) ব্লিচিং পাউডার
(d) লিকুইড সাবান
Answer – (b) সূর্যালোক
Q. সবজীতে রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস হল-
(a) টোবাকো মোজেইক ভাইরাস
(b) কলিফ্লাওয়ার মোজেইক ভাইরাস
(c) অ্যাডিনো ভাইরাস
(d) উপরের কোনটিই নয়
Answer – (b) কলিফ্লাওয়ার মোজেইক ভাইরাস
Q. সেপ্টিসেমিয়া হচ্ছে-
(a) মানসিক বিশৃঙ্খলা
(b) রক্তে বিষক্রিয়া
(c) খাদ্যে বিষক্রিয়া
(d) উপরের কোনটাই নয়
Answer – (b) রক্তে বিষক্রিয়া
Q. বেশিরভাগ প্রাণি ভাইরাসে পাওয়া যায়-
(a) DNA
(b) RNA
(c) RNA এবং DNA
(d) DNA এবং RNA এর কোনটিই নয়
Answer – (a) DNA