ANM GNM Important Question Answer In Bengali

Q. ক্ষতিকর পতঙ্গপেস্ট দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাকটিরিয়া হল-

(a) ব্যাসিলাস থুরিনজেনসিস
(b) ব্যাসিলাস সাবটিলিস
(c) ব্যাসিলাস পোপিলি
(d) ব্যাসিলাস লেনটিমরফাস
Answer – (a) ব্যাসিলাস থুরিনজেনসিস

Q. জৈবিক নিয়ন্ত্রণের সুবিধাটি হল-

(a) পরিবেশ দূষণ ঘটায় না
(b) পতঙ্গ বিনাশে বাধা দেয়
(c) রাসায়নিক প্রয়োগ করা হয়
(d) নির্দিষ্ট প্রজাতির পেস্ট পাওয়া যায়
Answer – (a) পরিবেশ দূষণ ঘটায় না

Q. নিম্নলিখিত কোন্ ভ্যাকসিনটি ভাইরাস ঘটিত রোগের জন্য ব্যবহৃত হয়?

(a) হেপাটাইটিস
(b) ইনফ্লুয়েঞ্জা
(c) র‍্যাবিস
(d) A, B, C তিনটিই ঠিক
Answer – (d) A, B, C তিনটিই ঠিক

Q. নিম্নলিখিত কোন্ ভ্যাকসিনটি ব্যাকটেরিয়া সংক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়?

(a) গুটি বসন্ত
(b) পীতজ্বর
(c) র‍্যাবিস
(d) কোনটিই নয়
Answer – (d) কোনটিই নয়

Q. MMR কি ধরনের ভ্যাকসিনের উদাহরণ?

(a) কম্বিনেশান ভ্যাকসিন
(b) কিল্ড ভ্যাকসিন
(c) টক্সয়েড ভ্যাকসিন
(d) অ্যাটিনিউটেড ভ্যাকসিন
Answer – (a) কম্বিনেশান ভ্যাকসিন

Q. থার্ড জেনারেশান ভ্যাকসিন হল-

(a) রিকম্বিন্যান্ট DNA টেকনোলজিতে উৎপন্ন DNA দিয়ে ভ্যাকসিন
(b) রিকম্বিন্যান্ট DNA টেকনোলজির মাধ্যমে প্রস্তুত
(c) জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ প্রস্তুত
(d) কোনটিই নয়
Answer – (a) রিকম্বিন্যান্ট DNA টেকনোলজিতে উৎপন্ন DNA দিয়ে ভ্যাকসিন

GNM ANM Preparation

Q. মানবদেহের রোগ সৃষ্টিতে অক্ষম একটি পরজীবী হল-

(a) ই. কোলি
(b) টিনিয়াসোলিয়াম
(c) ভিব্রিও কলেরি
(d) ভ্যারিওলা
Answer – (a) ই. কোলি

Q. পরজীবীর জীবন প্রণালীকে বলে-

(a) প্যাথোজেন
(b) প্যারাসাইট
(c) প্যাথোজেনেসিটি
(d) প্যারাসিটিজম
Answer – (d) প্যারাসিটিজম

Q. লিসম্যানিয়া কর্তৃক সৃষ্ট রোগটি হল-

(a) ম্যালেরিয়া
(b) ডেঙ্গু
(c) পীতজ্বর
(d) কালাজ্বর
Answer – (d) কালাজ্বর

Q. কালাজ্বরের জীবাণুটি হল এক ধরনের-

(a) আদ্যপ্রাণী
(b) ব্যাকটেরিয়া
(c) ভাইরাস
(d) ছত্রাক
Answer – (a) আদ্যপ্রাণী

Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জৈবিক ভেক্টরের উদাহরণ?

(a) হার্ডস ফ্লাই
(b) স্যান্ডফ্লাই
(c) হাল ফ্লাই
(d) মশা
Answer – (d) মশা

WB ANM GNM Modal Question And Suggestions

Q. যক্ষা রোগ প্রতিরোধে যে টীকাকরণ করা হয় তা হল-

(a) MMR
(b) OPV
(c) BCG
(d) DPT
Answer – (c) BCG

Q. একটি নিষ্ক্রিয় টিকার উদাহরণ হল-

(a) MMR
(b) হেপাটাইটিস-A
(c) BCG
(d) DPT
Answer – (b) হেপাটাইটিস-A

Q. অধঃএকক টিকার উদাহরণ হল-

(a) হেপাটাইটিস-B
(b) টিটেনাশ টক্সয়েড
(c) হেপাটাইটিস-A
(d) BCG
Answer – (a) হেপাটাইটিস-B

Q. ডায়ারিয়া রোগের জীবাণুটি হল-

(a) প্লাসমোডিয়াম
(b) রোটা ভাইরাস
(c) করোনা ভাইরাস
(d) ক্লসট্রিডিয়াম
Answer – (b) রোটা ভাইরাস

Q. WASH-এর পুরো কথাটি হল-

(a) Water Sanitise and hand
(b) Water wash
(c) Water Sanitation and hygene
(d) Water sol, hand wash
Answer – (c) Water Sanitation and hygene

Q. ATS টিকার অ্যান্টিবডি তৈরি হয়-

(a) মানুষ
(b) ঘোড়া
(c) বাঁদর
(d) গিনিপিগ
Answer – (b) ঘোড়া

ANM GNM Mock Test In Bengali

Q. বহিরাগত জীবাণু বা ক্ষতিকর পদার্থকে প্রতিহত করার জন্য দেহে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকে বলে-

(a) ভ্যাকসিন
(b) ইমিউনিটি
(c) অ্যান্টিজেন
(d) ইমিউনসিস্টেম
Answer – (b) ইমিউনিটি

Q. যার দ্বারা দেহে অনাক্রম্যতা সক্রিয় হয়ে ওঠে তাকে বলে-

(a) অ্যান্টিজেন
(b) ইমিউনো গ্লোবিউলিন
(c) অ্যান্টিবডি
(d) সাইটোকাইন
Answer – (a) অ্যান্টিজেন

Q. স্বাস্থ্য হল-

(a) রোগের বিপরীত অবস্থা
(b) শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থ অবস্থা
(c) পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ
(d) অধিক পরিশ্রম
Answer – (b) শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থ অবস্থা

Q. অনাক্রম্যতা বিদ্যার জনক বলা হয়-

(a) ফ্রিয়ান্ড
(b) লুই পাস্তুর
(c) মেচনিকফ্
(d) এডওয়ার্ড জেনার
Answer – (d) এডওয়ার্ড জেনার

Q. স্তন্যপায়ীদের হৃদপিন্ডে অবস্থিত কার্ডিওলিপিন হল এক প্রকার-

(a) এক্সোজেনাস অ্যান্টিজেন
(b) এন্ডোজেনাস অ্যান্টিজেন
(c) গামা গ্লোবিউলিন
(d) ইমিউনোগ্লোবিউলিন
Answer – (b) এন্ডোজেনাস অ্যান্টিজেন

Q. পেশী অবসাদ ঘটে কারণ সঞ্চিত হয়

(a) কার্বন ডাই অক্সাইড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) ক্রিয়োটনিন
(d) ইথাইল অ্যালকোহল
Answer – (b) ল্যাকটিক অ্যাসিড

ANM GNM Nursing Questions And Answers In Bengali

Q. মানুষের দুধে দাঁতের সংখ্যা হল-

(a) 12
(b) 28
(c) 29
(d) 20
Answer – (d) 20

Q. হৃদপেশী কখনো অবসাদগ্রস্থ হয় না কারণ-

(a) কোশদের মধ্যে অন্তর্বর্তী যোগাযোগ আছে ইন্টার ক্যালেটেড জিঙ্ক দ্বারা
(b) অসংখ্য মাইটোকনড্রিয়া আছে
(c) প্রচুর অ্যাকটিন প্রোটিন আছে
(d) প্রচুর মায়োসিন প্রোটিন আছে
Answer – (b) অসংখ্য মাইটোকনড্রিয়া আছে

Q. অ্যান্টিবডি সংশ্লেষিত হয়-

(a) অস্থিমজ্জায়
(b) যকৃতে
(c) প্লাজমা এবং লসিকায়
(d) বৃক্কে
Answer – (c) প্লাজমা এবং লসিকায়

Q. রাসায়নিক ভাবে স্পেরোপোলেনিন হচ্ছে-

(a) ক্যারোটিনয়েড ও ফ্যাটি অ্যাসিডের পলিমার
(b) কার্বহাইড্রেট
(c) প্রোটিন
(d) ল্যাকটিক অ্যাসিড
Answer – (a) ক্যারোটিনয়েড ও ফ্যাটি অ্যাসিডের পলিমার

Q. শক্তিপ্রবাহ সর্বদা-

(a) একমুখী
(b) দ্বিমুখী
(c) বহুমুখী
(d) ত্রিমুখী
Answer – (a) একমুখী

Q. খাদ্যশৃঙ্খলে সাধারণত খাদ্যস্তরের সংখ্যা হল-

(a) 3 থেকে 5 এর মধ্যে
(b) 7 থেকে 10 এর মধ্যে
(c) 11 থেকে 13 এর মধ্যে
(d) 14 থেকে 16 এর মধ্যে
Answer – (a) 3 থেকে 5 এর মধ্যে

Q. ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত?

(a) কলকাতা
(b) দেরাদুন
(c) লক্ষ্ণৌ
(d) বেঙ্গালুরু
Answer – (b) দেরাদুন

Scroll to Top