Physical Science Important Questions Answers For ANM GNM

Q. নীচের কোন্ টি সবচেয়ে বড়ো একক?

(a) Km
(b) আলোকবর্ষ
(c) AU
(d) পারসেক
Answer – (d) পারসেক

Q. কোন্ টির দৈর্ঘ্যের একক নয়?

(a) আলোকবর্ষ
(b) ডিবাই
(c) ফার্মি
(d) মাইক্রন
Answer – (b) ডিবাই

Q. কোন্ টি সবথেকে ছোট মাপ?

(a) মিটার
(b) মিলিমিটার
(c) অ্যাংস্ট্রম
(d) ফার্মি
Answer – (d) ফার্মি

Q. জলের ঘনত্ব c.g.s পদ্ধতিতে 1 g/cm³, S.1 পদ্ধতিতে। হবে-

(a) 10-³ kg/m³
(b) 10-⁶ kg/m³
(c) 10³ kg/m³
(d) 10⁶ kg/m³
Answer – (c) 10³ kg/m³

Q. একটি মাত্রাহীন, এককহীন রাশি হলো-

(a) কোণ
(b) সময়
(c) আপেক্ষিক গুরুত্ব
(d) ঘনকোণ
Answer – (c) আপেক্ষিক গুরুত্ব

Q. এককযুক্ত, মাত্রাহীন রাশি হলো-

(a) আণবিক গুরুত্ব
(b) বেগ
(c) দ্রাব্যতা
(d) ঘনকোণ
Answer – (d) ঘনকোণ

ANM GNM Physical Science MCQ Question Answer in Bengali

Q. বলের মাত্রা হলো-

(a) [MLT-¹]
(b) [MLT-²]
(c) [ML²T-¹]
(d) [ML²T-²]
Answer – (b) [MLT-²]

Q. নীচের কোন্ টি স্কেলার রাশি?

(a) বল
(b) ভরবেগ
(c) কার্য
(d) মন্দন
Answer – (c) কার্য

Q. [LT¯²। যে ভৌতরাশির মাত্রা, তা হলো-

(a) বল
(b) বেগ
(c) ত্বরণ
(d) দ্রুতি
Answer – (c) ত্বরণ

Q. বস্তুর ভার যে যন্ত্রের সাহায্যে মাপা হয়-

(a) সাধারণ তুলা
(b) মাপনী চোঙ
(c) স্প্রীং তুলা
(d) ল্যাকটোমিটার
Answer – (c) স্প্রীং তুলা

Q. চাপের c.g.s একক হল-

(a) ডাইন/সেমি²
(b) পাউন্ডাল/ফুট²
(c) নিউটন/মি²
(d) পাস্কাল
Answer – (a) ডাইন/সেমি²

Q. ‘আয়তন’-এর একক কোন ধরনের একক?

(a) মৌলিক
(b) লব্ধ
(c) যে কোনো একটি
(d) কোনোটিই নয়
Answer – (b) লব্ধ

GNM ANM Physical Science Suggestion

Q. বস্তুর ভর (M), ঘনত্ব (D) ও আয়তন (V) এর মধ্যে সম্পর্ক হলো-

(a) M = D.V
(b) V = M.D
(c) D = M.V
(d) M = V/D
Answer – (a) M = D.V

Q. কোনটি ভৌত রাশি?

(a) জল
(b) শব্দ
(c) কাঠ
(d) ভর
Answer – (d) ভর

Q. কোন্ টি ভেক্টর রাশি?

(a) দ্রুতি
(b) বেগ
(c) কার্য
(d) শক্তি
Answer – (b) বেগ

Q. 1 মেগাওয়াট = —– ওয়াট।

(a) 10³
(b) 10⁶
(c) 10⁹
(d) 10¹²
Answer – (b) 10⁶

Q. গড় সৌরদিনের মান কত?

(a) 1 ঘন্টা
(b) 6 ঘন্টা
(c) 12 ঘন্টা
(d) 24 ঘন্টা
Answer – (d) 24 ঘন্টা

Q. ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত হবে-

(a) 1:2:3:4
(b) 5:2:2:1
(c) 1:3:5:7
(d) 1:5:3:2
Answer – (b) 5:2:2:1

ANM GNM Mock Test

Q. কোন্ এককটি লব্ধ একক?

(a) দূরত্ব
(b) সময়
(c) ক্ষমতা
(d) ভর
Answer – (c) ক্ষমতা

Q. কোন্ টি SI পদ্ধতিতে সময়ের একক?

(a) সেকেন্ড
(b) মিনিট
(c) ঘন্টা
(d) দিন
Answer – (a) সেকেন্ড

Q. বিকৃতির মাত্রা কোন রাশির মাত্রার সঙ্গে সমান?

(a) কোণ
(b) পীড়ন
(c) ঘাত
(d) ইয়ংগুনাঙ্ক
Answer – (a) কোণ

Q. আপেক্ষিক তাপের মাত্রা হল-

(a) MLT-²∅-¹
(b) L²T-²∅-¹
(c) ML²T-¹∅-¹
(d) L²T-¹∅-¹
Answer – (b) L²T-²∅-¹

Q. লীনতাপ-এর c.g.s. একক হল-

(a) Cal
(b) Cal/g
(c) J
(d) J/kg
Answer – (b) Cal/g

Q. দীপন প্রাবল্যের SI একক হলো-

(a) ওয়াট
(b) অ্যাম্পিয়ার
(c) ক্যান্ডেলা
(d) লুমেন
Answer – (c) ক্যান্ডেলা

Physical Science Question Answer For WB ANM GNM Nursing Entrance Exam

Q. শক্তি/ভর × দৈর্ঘ্য রাশিটির মাত্রা কোন্ রাশির মাত্রার সমান?

(a) ক্ষমতা
(b) চাপ
(c) বল
(d) ত্বরণ
Answer – (d) ত্বরণ

Q. নীচের কোন্ টি মূল একক?

(a) আধান
(b) কম্পাঙ্ক
(c) চুম্বক মেরু
(d) আলোকবর্ষ
Answer – (d) আলোকবর্ষ

Q. ক্ষুদ্র সময় পরিমাপের যন্ত্র হলো-

(a) ঘড়ি
(b) ঘন্টা
(c) হাতঘড়ি
(d) স্টপ ওয়াচ
Answer – (d) স্টপ ওয়াচ

Q. দুটি রাশির একক একই, একটি স্কেলার, অন্যটি ভেক্টর উদাহরণ দাও

(a) বেগ, ত্বরণ
(b) সরণ, দ্রুতি
(c) বেগ, দ্রুতি
(d) কার্য, শক্তি
Answer – (c) বেগ, দ্রুতি

Q. এক মিটার = —- ফুট।

(a) 2.5
(b) 3
(c) 3.28
(d) 5
Answer – (c) 3.28

Q. 1 Km = কত মাইল?

(a) 0.5
(b) 1.6
(c) 1/1.6
(d) 1.5
Answer – (c) 1/1.6

Scroll to Top