WB ANM GNM Preparation

Q. যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয়?

(a) প্রাকৃতিক রাশি
(b) স্কেলার রাশি
(c) ভৌতরাশি
(d) ভেক্টর রাশি
Answer – (d) ভেক্টর রাশি

Q. কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত?

(a) ক্ষেত্রফল
(b) ক্ষমতা
(c) দ্রুতি
(d) আয়তন
Answer – (b) ক্ষমতা

Q. স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয়?

(a) ভর
(b) ভার
(c) ভর এবং ভার
(d) কোনটাই নয়
Answer – (b) ভার

Q. নিচের কোনটি মাত্রাহীন রাশি?

(a) দ্রুতি
(b) ক্ষমতা
(c) ঘনত্ব
(d) কোণ
Answer – (d) কোণ

Q. এক ফার্মি হল-

(a) 10-¹⁰m
(b) 10-¹⁵m
(c) 10-¹²m
(d) 10⁹m
Answer – (b) 10-¹⁵m

Q. নীচের কোন্ যন্ত্র জলের তড়িৎবিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়?

(a) পোটেনসিওমিটার
(b) ভোল্টামিটার
(c) অ্যামমিটার
(d) ভোল্টমিটার
Answer – (b) ভোল্টামিটার

Mock Test for ANM GNM

Q. কত ডিগ্রি সেন্টিগেড উন্নতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার?

(a) 1°C
(b) 4°C
(c) 2°C
(d) 6°C
Answer – (b) 4°C

Q. দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়?

(a) স্টপ ওয়াচ
(b) দেওয়াল ঘড়ি
(c) রিস্ট ওয়াচ
(d) জল ঘড়ি
Answer – (a) স্টপ ওয়াচ

Q. নিচের কোনটি ভেক্টর রাশি?

(a) ভার
(b) উষ্ণতা
(c) দৈর্ঘ্য
(d) ভর
Answer – (a) ভার

Q. তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি ২০ গ্রামের বাটখারা থাকে?

(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি
Answer – (b) দুটি

Q. প্রাথমিক একক প্রকাশের কোন্ পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত। হয়েছে?

(a) M.K.S
(b) C.G.S
(c) F.P.S
(d) S.I
Answer – (c) F.P.S

Q. ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে?

(a) আচার্য জগদীশচন্দ্র বসু
(b) সত্যেন্দ্রনাথ বসু
(c) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(d) আচার্য প্রশান্তচন্দ্র মহলানবীশ
Answer – (d) আচার্য প্রশান্তচন্দ্র মহলানবীশ

Q. ওজন বাক্সে 1 গ্রামের ক’টি বাটখারা থাকে?

(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি
Answer – (a) একটি

Important Physical Science Question Answer For ANM GNM

Q. অসমান ভর যুক্ত তুলাপাত্র দ্বারা গঠিত তুলাযন্ত্রের কোন বস্তুকে পর পর দুইবার ভিন্ন তুলাপাত্রে রেখে ভর নির্ণয় করা হল। বস্তুটির ভর 30 গ্রাম এবং 32 গ্রাম হলে, বস্তুটির আসল ভর কত?

(a) 30 গ্রাম
(b) 32 গ্রাম
(c) 30.5 গ্রাম
(d) 31 গ্রাম
Answer – (d) 31 গ্রাম

Q. প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাণ কার্যালয়ে প্লাটিনাম এবং ইরিডিয়াম নির্মিত যে সংকর ধাতুর দন্ড 0°C উন্নতায় রাখা হয়, তাতে প্লাটিনাম এবং ইরিডিয়াম ধাতুর অনুপাত কত?

(a) 1:9
(b) 9:1
(c) 4:1
(d) 1:4
Answer – (b) 9:1

Q. এক আলোকবর্ষের মান কত?

(a) 9.46 × 10¹⁷ মিটার
(b) 9.46 × 10¹¹ মিটার
(c) 9.46 × 10¹⁵ মিটার
(d) 9.46 × 10¹³ মিটার
Answer – (c) 9.46 × 10¹⁵ মিটার

Q. ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয়?

(a) নক্ষত্রদের মধ্যে দূরত্ব
(b) পরমাণুর ব্যাস
(c) বস্তুর ঘনত্ব
(d) ঘনকের ব্যাস
Answer – (b) পরমাণুর ব্যাস

Q. কোনো মৌলের পরমাণুর আকার কোন্ একক দ্বারা প্রকাশ করা হয়?

(a) ফার্মি
(b) অ্যাংস্টম
(c) নিউটন
(d) তেসলা
Answer – (a) ফার্মি

Q. নাচের রাশিগুলির মধ্যে কোন্ টি স্কেলার রাশি?

(a) বল
(b) চাপ
(c) বেগ
(d) ত্বরণ
Answer – (b) চাপ

ANM and GNM MCQ in Bengali

Q. CGS, MKS, FPS, SI পদ্ধতিতে নিচের কোন রাশি একত একই হয়?

(a) দৈর্ঘ্য
(b) বল
(c) ত্বরণ
(d) সময়
Answer – (d) সময়

Q. মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়?

(a) প্লাটিনাম
(b) ইরিডিয়াম
(c) ক্রিপটন
(d) রেডন
Answer – (c) ক্রিপটন

Q. কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়?

(a) হাইগ্রোমিটার
(b) থার্মোমিটার
(c) ব্যারোমিটার
(d) হাইড্রোমিটার
Answer – (c) ব্যারোমিটার

Q. পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে?

(a) অ্যাস্ট্রোনমিক্যাল এককে
(b) অ্যাংস্ট্রম এককে
(c) কিলোমিটার এককে
(d) সবগুলিই
Answer – (a) অ্যাস্ট্রোনমিক্যাল এককে

Q. কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়?

(a) C.GS
(b) F.P.S
(c) S.I
(d) সবকটি
Answer – (c) S.I

Q. স্ক্রু গেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়?

(a) ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য মাপার জন্য
(b) সরু তারের ব্যাস মাপার জন্য
(c) গোলকের আয়তন মাপার জন্য
(d) ফাঁপা নলের ব্যাসার্ধ মাপার জন্য
Answer – (b) সরু তারের ব্যাস মাপার জন্য

GNM ANM Nursing Entrance Exam Preparation

Q. এক আলোকবর্ষ কোন্ টির একক-

(a) দূরত্ব
(b) আলোকশক্তি
(c) সময়
(d) আলোক তরঙ্গ
Answer – (a) দূরত্ব

Q. স্কুগেজ কেন ব্যবহার করা হয়?

(a) গাছের ব্যাস নির্ণয় করতে
(b) সরু তারের ব্যাস মাপতে
(c) গাছের উচ্চতা মাপতে
(d) সরু তারের দৈর্ঘ্য মাপতে
Answer – (b) সরু তারের ব্যাস মাপতে

Q. নীচের কোন্ রাশিটি স্কেলার?

(a) শক্তি
(b) টর্ক
(c) ভরবেগ
(d) বল
Answer – (a) শক্তি

Q. নীচের কোন্ রাশিটি একটি ভেক্টর রাশি?

(a) শক্তি
(b) কার্য
(c) ঘনত্ব
(d) টর্ক
Answer – (d) টর্ক

Q. কোন দুটি রাশির মাত্রা একই হবে?

(a) ভরবেগ, পীড়ন
(b) ভ্রামক, চাপ
(c) বল, কার্য
(d) কার্য, টর্ক
Answer – (d) কার্য, টর্ক

Scroll to Top