WB GNM / ANM Entrance Exam Questions Answers

Q. ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে কেন?

(a) কিছুটা তড়িৎপ্রবাহ রয়ে যায়
(b) প্রযুক্ত বল তখনও থেকে যায়
(c) অপকেন্দ্রিক বল কাজ করে
(d) গতিজাড্যের জন্য
Answer – (d) গতিজাড্যের জন্য

Q. কোনো লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কী বোঝ?

(a) বলবাহু / রোধবাহু
(b) রোধবাহু / বলবাহু
(c) বলবাহু + রোধবাহু
(d) বলবাহু × রোধবাহু
Answer – (a) বলবাহু / রোধবাহু

Q. কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে একটি বল পাঠাতে গেলে কত কোণে ছুঁড়বে?

(a) 22½°
(b) 30°
(c) 45°
(d) 90°
Answer – (c) 45°

Q. অতিক্রান্ত দূরত্ব / সময় – কে কি বলা হয়?

(a) বেগ
(b) দ্রুতি
(c) ত্বরণ
(d) মন্দন
Answer – (b) দ্রুতি

Q. একটি লোহার বলকে মাটির ওপর গড়িয়ে দিলে বলটি যতদূর যায়, পাকার মেঝেতে গড়িয়ে দিলে তার চেয়ে বেশিদূর যায় কেন?

(a) গতি জাড্যের জন্য
(b) ত্বরণ বৃদ্ধ পাওয়ার জন্য
(c) ঘর্ষণ বল কম হয় বলে
(d) ঘর্ষণ বল বেশি হয় বলে
Answer – (c) ঘর্ষণ বল কম হয় বলে

Q. বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে, এটি নিউটনের কোন সূত্র মেনে চলে?

(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) সবগুলিই
Answer – (c) তৃতীয়

ANM GNM Mock Test in Bengali

Q. অপকেন্দ্র বলকে কি বলে?

(a) অলীক বল
(b) কার্যহীন বল
(c) উভয়
(d) কোনোটিই নয়
Answer – (a) অলীক বল

Q. সার্কাসের ‘মত্যুকূপ’ খেলা কোন প্রকার বলের ব্যবহারিক প্রয়োগ?

(a) অপকেন্দ্র বল
(b) অভিসারী বল
(c) অভিকেন্দ্র বল
(d) কোনোটিই নয়
Answer – (a) অপকেন্দ্র বল

Q. ঘর্ষণ বল কোন্ দিকে কাজ করে?

(a) গতির বিপরীত দিকে
(b) গতির অভিমুখে
(c) যে কোনো দিকে
(d) গতির সমকোণে
Answer – (a) গতির বিপরীত দিকে

Q. ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন্ নীতির উপর নির্ভরশীল?

(a) অভিস্রাবণ
(b) সেন্ট্রিফিউগেশন
(c) ডিফিউশন
(d) ডায়ালিসিস
Answer – (b) সেন্ট্রিফিউগেশন

Q. কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া হয়। ইহা নিচের কোন ঘটনার জন্য হয়ে থাকে?

(a) গতি জাড্যের জন্য
(b) স্থিতি জাড্যের জন্য
(c) গতি শক্তির জন্য
(d) স্থিতি শক্তির জন্য
Answer – (b) স্থিতি জাড্যের জন্য

Q. আনত তলের যান্ত্রিক সুবিধা কত?

(a) 1
(b) 1 এর বেশি
(c) 1 এর কম
(d) 0.5
Answer – (b) 1 এর বেশি

ANM GNM MCQ Question Answer

Q. নিচের কোনটি প্রথম শ্রেণির লিভার নয়?

(a) ঢেঁকি
(b) কোদাল
(c) মুখের চোয়াল
(d) তুলাদণ্ড
Answer – (c) মুখের চোয়াল

Q. একটি বলকে উপরে ছুঁড়ে দিলে কোন্টি ধ্রুবক থাকে?

(a) বেগ
(b) সরণ
(c) ত্বরণ
(d) গতিশক্তি
Answer – (c) ত্বরণ

Q. দুধকে মসৃণ করে ক্রিম বার করার সময় কোন্ পদ্ধতি ব্যবহৃত হয়?

(a) মহাকর্ষ বল
(b) ঘর্ষণজনিত বল
(c) কেন্দ্রাতিক বল
(d) কেন্দ্রাভি বল
Answer – (c) কেন্দ্রাতিক বল

Q. রকেট কোন্ সংরক্ষণ সূত্র অনুযায়ী গতিশীল হয়?

(a) ভর
(b) শক্তি
(c) রৈখিক ভরবেগ
(d) কৌণিক ভরবেগ
Answer – (d) কৌণিক ভরবেগ

Q. সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোন্ টি ?

(a) পেট্রোল
(b) ডিজেল
(c) ইলেকট্রিক
(d) স্টিম
Answer – (c) ইলেকট্রিক

Q. যদি দুটি ভিন্ন ভরের স্থির বস্তুর ওপর একই সময় ধরে, একই পরিমাণ বল প্রয়োগ করা হয় তবে দুটি বস্তুর-

(a) বেগ সমান হয়
(b) ভরবেগ সমান হয়
(c) ত্বরণ সমান হয়
(d) গতিশক্তি সমান হয়
Answer – (b) ভরবেগ সমান হয়

ANM / GNM Preparation

Q. কোনটি যান্ত্রিক সুবিধা 1 হয়?

(a) ঢেঁকি
(b) এক চাকার হাতগাড়ি
(c) চিমটা
(d) সাধারণ তুলাযন্ত্র
Answer – (d) সাধারণ তুলাযন্ত্র

Q. চাঁদের আকাশে পাখি উড়তে পারবে না কেন?

(a) বায়ু নেই
(b) অভিকর্ষজ টান নেই
(c) অভিকর্ষজ টান বেশি
(d) বায়ুর ঘনত্ব বেশি
Answer – (c) অভিকর্ষজ টান বেশি

Q. চলন্ত ট্রেনগাড়ি থেকে হকাররা কীভাবে নামে?

(a) সামনের দিকে হেলে
(b) পিছন দিকে হেলে
(c) সোজা হয়ে
(d) যেভাবে ইচ্ছে
Answer – (b) পিছন দিকে হেলে

Q. বৃত্তীয় পথ বরাবর গতিশীল কোনো বস্তু-

(a) সমবেগে গতিশীল হয়
(b) সমদ্রুতিতে গতিশীল হয়
(c) পরিবর্তনশীল বেগে গতিশীল হয়
(d) পরিবর্তনশীল দ্রুতিতে গতিশীল হয়
Answer – (c) পরিবর্তনশীল বেগে গতিশীল হয়

Q. কোন রাশিটির একক বলার ক্ষেত্রে ‘প্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে?

(a) বেগ
(b) দ্রুতি
(c) ভরবেগ
(d) ত্বরণ
Answer – (d) ত্বরণ

Q. রকেটের কার্যনীতি কোন্ টির সংরক্ষণ সূত্র মেনে চলে?

(a) ভর
(b) শক্তি
(c) ভরবেগ
(d) বেগ
Answer – (c) ভরবেগ

ANM / GNM Physical Science MCQ Question Answer

Q. যদি পৃথিবী চাঁদকে F বল দ্বারা আকর্ষণ করে তাহলে চাঁদ পৃথিবীকে-

(a) F অপেক্ষা কম বলে আকর্ষণ করে
(b) F এর সমান বলে আকর্ষণ করে
(c) F এর বেশি বলে আকর্ষণ করে
(d) F/6 বল দ্বারা আকর্ষণ করে
Answer – (b) F এর সমান বলে আকর্ষণ করে

Q. কোনটি তৃতীয় শ্রেণির লিভার?

(a) কাঁচি
(b) জাঁতি
(c) দাঁড়
(d) ছিপ
Answer – (d) ছিপ

Q. একটি চলন্ত বাস 10 কিলোমিটার/ঘন্টা প্রাথমিক বেগে চলতে শুরু করে। বাসটি কতক্ষণ পর থেমে যাবে, যদি মন্দন 25/18 মিটার/সেকেন্ড² হয়-

(a) 2 ঘন্টা
(b) 2 সেকেন্ড
(c) 2 মিনিট
(d) 5 মিনিট
Answer – (b) 2 সেকেন্ড

Q. একই তাপমাত্রায় দু’টি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি হল-

(a) তাপমাত্রা
(b) বেগ
(c) রৈখিক ভরবেগ
(d) গতিশক্তি
Answer – (c) রৈখিক ভরবেগ

Q. কোনও পদার্থের জাড্য কিসের ওপর নির্ভরশীল?

(a) আয়তন
(b) আকার
(c) ভৌত অবস্থা
(d) ভর
Answer – (d) ভর

Q. একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগ-

(a) অর্ধেক হবে
(b) দ্বিগুণ হবে
(c) এক-চতুর্থাংশ
(d) চারগুণ হবে
Answer – (b) দ্বিগুণ হবে

Scroll to Top