ANM / GNM Important Questions Answers in Bengali

Q. মানুষের হাত কোন শ্রেণীর লিভার?

(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) কোনওটিই নয়
Answer – (c) তৃতীয়

Q. ঘর্ষণ বলের সর্বাধিক মান কী নামে পরিচিত?

(a) নরম্যাল ফ্রিকলন
(b) রেলিং ফ্রিকশন
(c) লিমিটিং ফ্রিকশন
(d) কোয়েফিসিয়েন্ট অফ ফ্রিকশন
Answer – (c) লিমিটিং ফ্রিকশন

Q. রকেট ছোঁড়া কোন্ নীতির ওপর নির্ভরশীল?

(a) ভরবেগ
(b) শক্তির সংরক্ষণ সূত্র
(c) নিউটনের তৃতীয় সূত্র
(d) ভরবেগের সংরক্ষণ সূত্র
Answer – (d) ভরবেগের সংরক্ষণ সূত্র

Q. একটি সেলাই মেশিনের গতি-

(a) বৃত্তাকার
(b) সরলরৈখিক
(c) দোলন
(d) ঘূর্ণন
Answer – (d) ঘূর্ণন

Q. প্রাচীনকালে রকেটে জ্বালানি হিসাবে কী ব্যবহৃত হত?

(a) নিয়ন গ্যাস
(b) মিথেন গ্যাস
(c) বাবুদ
(d) হাইড্রোজেন গ্যাস
Answer – (c) বাবুদ

Q. অসংনম্য তরলের প্রবাহীবেগ মাপতে ব্যবহৃত হয়-

(a) অ্যামমিটার
(b) অ্যানিমোমিটার
(c) ভেনচুরিমিটার
(d) অ্যালটিমিটার
Answer – (c) ভেনচুরিমিটার

GNM / ANM Mock Test

Q. প্লবতা কোন্ দিকে কাজ করে?

(a) পার্শ্বমুখে
(b) নিম্নমুখে
(c) উর্দ্ধমুখে
(d) উভয়মুখে
Answer – (c) উর্দ্ধমুখে

Q. চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন?

(a) চাঁদে কোনো জীব নেই
(b) চন্দ্রপৃষ্ঠ অসমতল
(c) চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম
(d) চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে
Answer – (c) চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম

Q. পারদ ছাড়া তরল ধাতু হল-

(a) গ্যালিয়াম
(b) রেডিয়ান
(c) হার্মোনিয়াম
(d) প্যালাডিয়াম
Answer – (a) গ্যালিয়াম

Q. চাপ সঞ্চালনের নীতি কী নামে পরিচিত?

(a) হেনরীর সূত্র
(b) নিউটনের সূত্র
(c) পাস্কালের সূত্র
(d) চার্লসের সূত্র
Answer – (c) পাস্কালের সূত্র

Q. 4°C উয়তায় জলের আয়তন-

(a) সর্বোচ্চ
(b) সর্বনিম্ন
(c) মধ্যম মানের
(d) কোনোটিই নয়
Answer – (b) সর্বনিম্ন

Q. ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে-

(a) ভালো আবহাওয়া
(b) বৃষ্টি
(c) ঝড়
(d) ‘b’ ও ‘c’ উভয়েই
Answer – (a) ভালো আবহাওয়া

Important Question Answer for ANM GNM Entrance Exam

Q. কোন পদার্থের ভর, আয়তন ও ঘনত্ব যথাক্রমে p, q এবং r হলে তাদের মধ্যে সম্পর্ক কি?

(a) pqr = 1
(b) p = qr
(c) pr = q
(d) p= q/r
Answer – (b) p = qr

Q. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ‘g’ এর মান কত?

(a) 9.83 m/s²
(b) 9.93m/s
(c) 9.78 m/s²
(d) 8.78m/s²
Answer – (c) 9.78 m/s²

Q. স্থান ভেদে কোনটি পরিবর্তনশীল?

(a) বস্তুর আয়তন
(b) বস্তুর ভর
(c) বস্তুর ওজন
(d) বস্তুর ঘনত্ব
Answer – (c) বস্তুর ওজন

Q. নিচের কোনটি তরল ধাতু?

(a) লিথিয়াম
(b) গ্যালিয়াম
(c) প্লাটিনাম
(d) বিসমাথ
Answer – (b) গ্যালিয়াম

Q. ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে-

(a) প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা
(b) ঝড়ের সম্ভাবনা
(c) বজ্রপাতের সম্ভাবনা
(d) অল্পমাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা
Answer – (b) ঝড়ের সম্ভাবনা

Q. নিম্নলিখিত কোন্ পদার্থটির পৃষ্ঠটান সবথেকে বেশি?

(a) অ্যালকোহল
(b) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(c) জল
(d) ইথার
Answer – (c) জল

Preparation for GNM / ANM

Q. বায়ুর চাপ প্রয়োগের কারণ-

(a) বায়ুর ভর
(b) বায়ুর ওজন
(c) বায়ুর অণুগুলির গতিশীলতা
(d) বায়ুর সংনম্যতা
Answer – (c) বায়ুর অণুগুলির গতিশীলতা

Q. আপেক্ষিক গুরুত্বের একক-

(a) গ্রাম/সিসি
(b) কেজি/মি³
(c) পাউন্ড/ঘনফুট
(d) কোনোটিই নয়
Answer – (d) কোনোটিই নয়

Q. এয়ার পকেট সৃষ্টি হবার কারণ কী?

(a) ঘন মেঘের জন্য
(b) তাপমাত্রার পার্থক্য
(c) স্বল্প দৃষ্টির জন্য
(d) উপত্যকায় কম চাপের জন্য
Answer – (b) তাপমাত্রার পার্থক্য

Q. গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার হয় যা কোন্ নীতিতে চলে?

(a) বারনৌলি নীতিতে
(b) আর্কিমিডিস নীতিতে
(c) টরিসলি নীতিতে
(d) পাস্কাল নীতিতে
Answer – (d) পাস্কাল নীতিতে

Q. কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন?

(a) নিউটন
(b) কোপারনিকাস
(c) কেপলার
(d) গ্যালিলিও
Answer – (a) নিউটন

Q. কোন বস্তুর ওজন চাঁদে 3kg হলে পৃথিবীতে তার ওজন কত হবে?

(a) 12 kg
(b) 18 kg
(c) 21 kg
(d) 27 kg
Answer – (b) 18 kg

Physical Science Important Suggestion for GNM ANM

Q. তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

(a) স্পাইরোমিটার
(b) হাইড্রোমিটার
(c) ব্যারোমিটার
(d) স্ট্রাটোমিটার
Answer – (b) হাইড্রোমিটার

Q. বায়ু কোন ধরণের পদার্থ?

(a) যৌগিক পদার্থ
(b) মৌলিক পদার্থ
(c) মিশ্র পদার্থ
(d) পরিবর্তনশীল
Answer – (c) মিশ্র পদার্থ

Q. নিচের কোনটি বস্তুর স্বকীয় ধর্ম?

(a) ভর
(b) ওজন
(c) উভয়
(d) কোনোটিই নয়
Answer – (a) ভর

Q. কোথায় বস্তুর ওজন শূন্য হয়?

(a) মেরু অঞ্চলে
(b) চাঁদে
(c) পৃথিবীর কেন্দ্রে
(d) খনির মধ্যে
Answer – (c) পৃথিবীর কেন্দ্রে

Q. F = G. m1m2 / r² এই সূত্রে G এর অর্থ কি?

(a) অভিকর্ষজ ত্বরণ
(b) গতিবেগের পরিবর্তন
(c) সার্বজনীন অভিকর্ষজ ধ্রুবক
(d) অভিকর্ষজ মন্দন
Answer – (c) সার্বজনীন অভিকর্ষজ ধ্রুবক

Q. কোন ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবেন?

(a) লিফটে ওঠার সময়
(b) মহাকাশযানে আবর্তন কালে
(c) চাঁদে নামার সময়
(d) জলের তলায়
Answer – (b) মহাকাশযানে আবর্তন কালে

Scroll to Top