Q. কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতিটি প্রযোজ্য হয়?
(a) তরলের ক্ষেত্রে
(b) গ্যাসের ক্ষেত্রে
(c) উভয় ক্ষেত্রে
(d) কোনোটিই নয়
Answer – (c) উভয় ক্ষেত্রে
Q. যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করা যায় সেটি হল-
(a) সেন্ট্রিফিউজ
(b) মাস-স্পেকট্রামিটার
(c) সেক্সট্যান্ট
(d) কোনোটিই নয়
Answer – (a) সেন্ট্রিফিউজ
Q. টরিসেলির শূন্যস্থানে থাকে-
(a) বায়ু
(b) পারদবাষ্প
(c) স্থানটি সম্পূর্ণ শূন্য
(d) কোনোটিই নয়
Answer – (b) পারদবাষ্প
Q. একটি বস্তুির ভর 50 গ্রাম এবং ঘনত্ব 10 গ্রাম/ঘন সেমি হলে বস্তুটির আয়তন কত?
(a) 5 ঘনসেমি
(b) 500 ঘনসেমি
(c) 40 ঘনসেমি
(d) 60 ঘনসেমি
Answer – (a) 5 ঘনসেমি
Q. S.I. পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি?
(a) নিউটন
(b) ডাইন
(c) গ্রাম-ভার
(d) কিলোগ্রাম-ভার
Answer – (d) কিলোগ্রাম-ভার
Q. চাঁদে একটি বস্তুর ভার 18 নিউটন। পৃথিবী পৃষ্ঠে বস্তুটির ভার কত হবে?
(a) 3 নিউটন
(b) 18 নিউটন
(c) 108 নিউটন
(d) 36 নিউটন
Answer – (c) 108 নিউটন
GNM ANM Important Question Answer in Bengali
Q. কোন বস্তুর ওজন পৃথিবীতে 12 নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত?
(a) 12 নিউটন
(b) 2 নিউটন
(c) শূন্য
(d) 72 নিউটন
Answer – (c) শূন্য
Q. কুয়োর নীচে নামতে গেলে ওজনের কী পরিবর্তন ঘটে?
(a) ওজন সামান্য বৃদ্ধিপ্রাপ্ত হয়
(b) ওজন সামান্য হ্রাস পায়
(c) ওজনের কোনো পরিবর্তন ঘটে না
(d) উপরের কোনোটিই নয়
Answer – (b) ওজন সামান্য হ্রাস পায়
Q. বায়ু কী?
(a) দ্রবণ
(b) মৌল
(c) মিশ্রণ
(d) যৌগ
Answer – (c) মিশ্রণ
Q. চাঁদে সাধারণ উন্নতায় রাখা জল ভর্তি ফ্লাস্কের ছিপি খুললে জল ফুটতে থাকে কেন?
(a) বায়ু-চাপ শূণ্য
(b) চাঁদের অভিকর্ষ বল কম
(c) চাঁদের অভিকর্ষ বল বেশি
(d) সঠিক ব্যাখ্যা নেই
Answer – (a) বায়ু-চাপ শূণ্য
Q. পেসার কুকারে জল সাধারণত কত ডিগ্রী উন্নতায় ফোটে?
(a) 100°C
(b) 120°C
(c) 150°C
(d) 200°C
Answer – (b) 120°C
Q. প্রেসার কুকার মধ্যস্ত বাষ্পচাপ, বায়ুর চাপের কত গুণ হয়?
(a) 1 গুণ
(b) 2 গুণ
(c) 3 গুণ
(d) 4 গুণ
Answer – (b) 2 গুণ
WB GNM/ANM Entrance Exam Question
Q. সম্পৃক্ত বাষ্প কোন সূত্রটি মেনে চলে না?
(a) চার্লসের
(b) বয়েলের
(c) উভয়ের
(d) নির্ধারিত নয়
Answer – (c) উভয়ের
Q. বলপেন কোন্ নীতির উপর দাঁড়িয়ে আছে?
(a) সান্দ্রতা
(b) বয়েলের সূত্র
(c) মহাকর্ষ বল
(d) কৈশিকতা এবং পৃষ্ঠটান
Answer – (d) কৈশিকতা এবং পৃষ্ঠটান
Q. ভূসমালয় উপগ্রহ (Geostationery) পৃথিবীর থেকে কত উচ্চতায় থাকে?
(a) 36 কিমি
(b) 360 কিমি
(c) 3600 কিমি
(d) 36000 কিমি
Answer – (d) 36000 কিমি
Q. একটি ভূসমালয় উপগ্রহের (Geostationery) ঘূর্ণনকাল কত হয়?
(a) 12 ঘন্টা
(b) 1 দিন
(c) 30 দিন
(d) 365 দিন
Answer – (b)1 দিন
Q. 2 কিগ্রা ভরের একটি বস্তুকে1 মি. উপরে তুলতে কৃতকর্যের পরিমাপ হল (g = 10m/S²)।
(a) 0
(b) 2 জুল
(c) 10 জুল
(d) 20 জুল
Answer – (d) 20 জুল
Q. যদি পৃথিবীকে একটি গোলক বলে ধরা হয় এবং যদি এটি সঙ্কুচিত হয়ে কোনোভাবে বর্তমান আকারের অর্ধেক হয়ে যায়। তবে দিনের র্দৈঘ্য কীরূপ হবে?
(a) 6 ঘন্টা
(b) 12 ঘন্টা
(c) 24 ঘণ্টা
(d) 48 ঘন্টা
Answer – (a) 6 ঘন্টা
Preparation for ANM/GNM
Q. কোনগ্রহ থেকে নির্গত কোনো বস্তুর মুক্তিবেগ নিম্নলিখিত কোন্ বিষয়ের উপর নির্ভরশীল?
(a) বস্তুটির ভর
(b) গ্রহটির গড় ব্যাসার্ধ
(c) গ্রহটির ভর
(d) গ্রহটির গড় ঘনত্ব
Answer – (b) গ্রহটির গড় ব্যাসার্ধ (c) গ্রহটির ভর
Q. সূর্য বা নক্ষত্রে পদার্থ কোন অবস্থায় থাকে?
(a) কঠিন
(b) তরল
(c) গ্যাসীয়
(d) প্লাজমা
Answer – (d) প্লাজমা
Q. কোন অবস্থায় পদার্থ নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয়?
(a) কঠিন
(b) তরল
(c) প্লাজমা
(d) অতি তরল
Answer – (d) অতি তরল
Q. কোনটি সৌরজগতের গঠন এবং পরমাণুর গঠনের মধ্যে পার্থক্য?
(a) কক্ষপথের পরিবর্তন
(b) বেশিরভাগ স্থান ফাঁকা
(c) কেন্দ্রীয় অবস্থান
(d) আকর্ষণ বল
Answer – (a) কক্ষপথের পরিবর্তন
Q. একটি ধাতুকল্পের উদাহরণ হল-
(a) নিকেল
(b) আর্সেনিক
(c) লোহা
(d) অ্যামোনিয়া
Answer – (b) আর্সেনিক
Q. টেলুরিয়াম হল-
(a) ধাতু
(b) অধাতু
(c) ধাতুকল্প
(d) সন্ধিগত ধাতু
Answer – (c) ধাতুকল্প
Physical Science MCQ and Answer
Q. একটি মাটির পাত্রে জলের ঠাণ্ডা হওয়া কিসের ওপর নির্ভর করে?
(a) বাতাসের উন্নতা
(b) বাতাসের গতি
(c) বাতাসের আর্দ্রতা
(d) তিনটি বিষয়ের উপরেই
Answer – (d) তিনটি বিষয়ের উপরেই
Q. ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণ-
(a) পরিষ্কার আবহাওয়া
(b) প্রচণ্ড বৃষ্টিপাত
(c) ঝড়
(d) কোনোটিই নয়
Answer – (c) ঝড়
Q. জলকে 0° থেকে 10° সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে জলের আয়তন-
(a) ধীরে ধীরে বাড়ে
(b) ধীরে ধীরে কমে
(c) প্রথমে বাড়ে তারপর কমে
(d) প্রথমে কমে তারপর বাড়ে
Answer – (d) প্রথমে কমে তারপর বাড়ে
Q . নীচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?
(a) জল
(b) ইথার
(c) বেঞ্জিন
(d) পারদ
Answer – (d) পারদ
Q. লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলে-
(a) Galvanization
(b) Electroplating
(c) lonization
(d) কোনোটিই নয়
Answer – (a) Galvanization
Q. মরুভূমিতে মেঘ ঘনীভূত হয় না কারণ-
(a) নিম্নচাপের জন্য
(b) নিম্ন আর্দ্রতার জন্য
(c) বায়ুর উচ্চ গতিবেগের জন্য
(d) নিম্ন আর্দ্রতার জন্য
Answer – (b) নিম্ন আর্দ্রতার জন্য