Q. নিউট্রন আবিষ্কার করেন-
(a) কিউরি
(b) রাদারফোর্ড
(c) চ্যাডউইক
(d) থমসন
Answer – (c) চ্যাডউইক
Q. প্রোটনের আধান-
(a) পজিটিভ
(b) নেগেটিভ
(c) দুটোই
(d) কোনোটিই নয়
Answer – (a) পজিটিভ
Q. পারমাণবিক ওজন কোনটির সমান?
(a) ইলেকট্রন, প্রোটন
(b) প্রোটন
(c) নিউট্রন, প্রোটন
(d) প্রোটন, ইলেকট্রন
Answer – (c) নিউট্রন, প্রোটন
Q. পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
(a) গাউস
(b) গে-ল্যুসাত
(c) জন ডালটন
(d) ডেমেক্রিটাস
Answer – (c) জন ডালটন
Q. অক্সিজেনের পারমাণবিক ওজন-
(a) 12
(b) 14
(c) 16
(d) 18
Answer – (c) 16
Q. ইলেকট্রন হচ্ছে পদার্থের-
(a) কণা
(b) সাধারণ কণা
(c) ক্ষুদ্র কণা
(d) অতি ক্ষুদ্র কণা
Answer – (d) অতি ক্ষুদ্র কণা
ANM / GNM Important Questions in Bengali
Q. ইউরেনিয়ামের পারমানবিক সংখ্যা কত?
(a) 72
(b) 82
(c) 92
(d) 102
Answer – (c) 92
Q. সবচেয়ে হালকা মৌল কোনটি?
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) হাইড্রোজেন
(d) ইউরেনিয়াম
Answer – (c) হাইড্রোজেন
Q. অ্যাভোগাড্রো সংখ্যা বলতে কী বোঝায়?
(a) এক লিটার বস্তুতে পরমাণু সংখ্যা
(b) এক মৌল বস্তুতে অণুর সংখ্যা
(c) এক গ্রাম বস্তুতে অণুর সংখ্যা
(d) এক অণুতে বস্তুতে গ্রাম সংখ্যা
Answer – (c) এক গ্রাম বস্তুতে অণুর সংখ্যা
Q. ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই নির্গত হয়-
(a) প্রোটন
(b) ইলেকট্রন
(c) পজিট্রন
(d) নিউট্রন
Answer – (b) ইলেকট্রন
Q. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
(a) 39
(b) 32
(c) 33
(d) 34
Answer – (c) 33
Q. Boron ও zinconoum নাম দুটি কোন ভাষা থেকে এসেছে?
(a) গ্রীক
(b) ল্যাটিন
(c) আরবি
(d) ইংরেজি
Answer – (c) আরবি
Important Questions for ANM GNM Entrance Exam
Q. একটি নিউট্রন কণার আধান হল-
(a) 1
(b) 0
(c) 4
(d) 5
Answer – (b) 0
Q. কোনো পরমাণুর একটি ইলেকট্রন গ্রহণ করলে সেটি পরিণত হয়-
(a) মূলক
(b) অ্যানায়ন
(c) ক্যাটায়ন
(d) কোনোটিই নয়
Answer – (b) অ্যানায়ন
Q. প্রথম কক্ষপথে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে?
(a) 2
(b) 4
(c) 6
(d) 8
Answer – (a) 2
Q. নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হল-
(a) মহাকর্ষ বল
(b) আসঞ্জন বল
(c) নিউক্লিয় বল
(d) কোনোটিই নয়
Answer – (c) নিউক্লিয় বল
Q. হাইড্রোজেনের একটি আইসোটোপ-
(a) হিলিয়াম
(b) ডয়টেরিয়াম
(c) লিথিয়াম
(d) স্টেডিয়াম
Answer – (b) ডয়টেরিয়াম
Q. সমস্থানিক-এর মধ্যে পার্থক্য দেখা দেয়-
(a) প্রোটন সংখ্যা
(b) ইলেকট্রন সংখ্যা
(c) নিউট্রন সংখ্যা
(d) কোনোটিই নয়
Answer – (c) নিউট্রন সংখ্যা
ANM GNM Mock Test
Q. কোনো পরমাণুর ইলেকট্রন আসক্তি কোন বিষয়ের উপর নির্ভর করে?
(a) পরমাণুর আকার
(b) নিউক্লিয় আধান
(c) ইলেকট্রন গঠন
(d) সবকটি
Answer – (d) সবকটি
Q. সমস্থানিক নেই এমন একটি মৌল হল-
(a) অক্সিজেন
(b) সোডিয়াম
(c) নাইট্রোজেন
(d) ক্লোরিন
Answer – (b) সোডিয়াম
Q. একটি মৌলের পরমাণু কমাঙ্ক 21 পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল-
(a) 2, 8, 9, 2
(b) 2, 8, 6, 5
(c) 2, 8, 8, 1
(d) 2, 8, 1, 1
Answer – (a) 2, 8, 9, 2
Q. প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ?
(a) 10
(b) 1738
(c) 1836
(d) 2000
Answer – (c) 1836
Q. কঠিনে-কঠিনের দ্রবণ-এর একটি উদাহরণ হল-
(a) ব্রোঞ্জ
(b) HCI
(c) সোডা ওয়াটার
(d) মাখন
Answer – (a) ব্রোঞ্জ
Q. 10–⁸ cm ব্যাসবিশিষ্ট দ্রবণ হল-
(a) প্রলম্বন
(b) কোলয়ডীয়
(c) প্রকৃত
(d) ইমালসন
Answer – (c) প্রকৃত
GNM ANM Physical Science MCQ Question Answer
Q. 10-⁷ cm থেকে 10-⁵ cm ব্যাসের দ্রবণের নাম/উদাহরণ হল-
(a) চিনি
(b) ভাতের ফ্যান
(c) বালির দানা
(d) লবণ
Answer – (b) ভাতের ফ্যান
Q. 40°C উয়তায় 5 গ্রাম লবণকে 50 গ্রাম জলে দ্রবীভূত করলে লবণের সংপৃক্ত দ্রবণ পাওয়া যায়। ঐ উয়তায় লবণের দ্রাব্যতা-
(a) 40
(b) 50
(c) 30
(d) 10
Answer – (d) 10
Q. জলে তেলজাতীয় ইমালসন হল-
(a) দুধ
(b) মাখন
(c) Cold Cream
(d) HCI
Answer – (a) দুধ
Q. শল্যচিকিৎসায় চেতনানাশক রূপে ব্যবহৃত হয়-
(a) অ্যাসিটোন
(b) এরোসল
(c) ক্লোরোফর্ম
(d) CHCI₂
Answer – (c) ক্লোরোফর্ম
Q. চাপ বৃদ্ধিতে জলীয় দ্রবণে যেটির দ্রাব্যতা বৃদ্ধি পায়-
(a) Ca(OH)2
(b) KNO3
(c) CO₂
(d) NaCl
Answer – (c) CO₂
Q. ‘মধুমেহ’ রোগের প্রবণতা বৃদ্ধি করে-
(a) ক্লোরোফর্ম
(b) অ্যাসিটোন
(c) কেরোসিন
(d) CH4
Answer – (b) অ্যাসিটোন