Q. মানুষের রক্তে pH-এর মান-
(a) 5.6
(b) 7.4
(c) 6.5
(d) 10
Answer – (b) 7.4
Q. হাইড্রোজেন পরমাণুযুক্ত যৌগ, কিন্তু অ্যাসিড নয়-
(a) CH4
(b) CO₂
(c) N2O5
(d) HCI
Answer – (a) CH4
Q. MgO-এর অম্লগ্রাহিতা-
(a) 1
(b) 2
(c) 4
(d) 3
Answer – (b) 2
Q. দুটি বর্ণহীন গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন পদার্থ উৎপন্ন করে-
(a) NaOH
(b) NaCl
(c) NH4CI
(d) MgOH
Answer – (c) NH4CI
Q. র্যানিটিডিন, ফ্যামিটিডিন প্রভৃতি হল-
(a) লবণ
(b) এনজাইম
(c) অক্সাইড
(d) অ্যান্টাসিড
Answer – (d) অ্যান্টাসিড
Q. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল-
(a) 03
(b) SO2
(c) NO
(d) CH4
Answer – (b) SO2
WB GNM / ANM Entrance Exam Question Answer
Q. লঘু HNO3 ক্ষারের সাথে বিক্রিয়ায় উৎপন্ন করে-
(a) NaNO2 + H₂
(b) NaNO3 + H₂O
(c) NaNO3 + H₂
(d) NaH + NaNO3
Answer – (b) NaNO3 + H₂O
Q. NaHSO4 একটি কী লবণ?
(a) শমিত লবণ
(b) ক্ষারকীয়
(c) নর্মাল
(d) অ্যাসিড
Answer – (d) অ্যাসিড
Q. একটি ক্ষারকীয় অক্সাইড হল-
(a) CaO
(b) SO₂
(c) ZnO
(d) Al2O3
Answer – (a) CaO
Q. ফেনলপথ্যালিন প্রশম মাধ্যমে কোন বর্ণ ধারণ করে-
(a) নীল
(b) লাল
(c) বর্ণহীন
(d) হলুদ
Answer – (c) বর্ণহীন
Q. তেঁতুলে কোন অ্যাসিড থাকে?
(a) টারটারিক অ্যাসিড
(b) ম্যালিক অ্যাসিড
(c) HNO3
(d) HCOOH
Answer – (a) টারটারিক অ্যাসিড
Q. পেট্রোলিয়ামজাত পদার্থের শোধনে ব্যবহৃত হয়-
(a) NaCl
(b) NaOH
(c) HNO3
(d) HCI
Answer – (b) NaOH
Preparation for ANM GNM
Q. ‘King of Chemical’ বলা হয়-
(a) NHO3
(b) H₂SO₄
(c) NaOH
(d) HCI
Answer – (c) NaOH
Q. স্টোন ক্যান্সার-
(a) CaCO3
(b) NH4Cl
(c) CaCO2
(d) ZnCl2
Answer – (a) CaCO3
Q. অ্যানিলিন হল-
(a) অধাতব অক্সাইড
(b) নির্দেশক
(c) ক্ষার
(d) ধাতব অক্সাইড
Answer – (d) ধাতব অক্সাইড
Q. সালফিউরিক অ্যাসিড-
(a) এক ক্ষারীয়
(b) মৃদু ক্ষারীয়
(c) দ্বি ক্ষারীয়
(d) ত্রিক্ষারীয়
Answer – (c) দ্বি ক্ষারীয়
Q. ক্ষার দ্রবণে ত্বক পুড়ে গেলে তাকে বলে-
(a) অ্যাসিড বার্ন
(b) লাইম স্টোন
(c) অ্যালকালি বার্ন
(d) ক্যান্সার স্টোন
Answer – (c) অ্যালকালি বার্ন
Q. পাতন = ? + সমীভন
(a) বাষ্প + কুয়াশা
(b) ধোয়াশা
(c) বাষ্পীভবন
(d) কুয়াশা
Answer – (c) বাষ্পীভবন
Mock test for ANM GNM
Q. গ্যাসোলিন ব্যবহৃত হয়-
(a) আলো জ্বালাতে
(b) মোম
(c) কালো রং
(d) মোটর গাড়ির জ্বালানি
Answer – (d) মোটর গাড়ির জ্বালানি
Q. চিনি ও লবণের জলীয় দ্রবণ পৃথক করার পদ্ধতি-
(a) পরিস্রাবন
(b) পাতন
(c) সেপারেট ফানেল
(d) স্তম্ভ
Answer – (b) পাতন
Q. ফুয়েড অয়েল ব্যবহৃত হয়-
(a) ইঞ্জিনের জ্বালানিরূপে
(b) গ্যাসোলিন প্রস্তুতিতে
(c) A ও B উভয়েই
(d) ঔষধ তৈরিতে
Answer – (c) A ও B উভয়েই
Q. প্রতি 27 mttg চাপের বৃদ্ধির জন্য জলের স্ফুটনাল বাড়ে-
(a) 5°C
(b) 76°C
(c) 0°C
(d) 1°C
Answer – (d) 1°C
Q. আলকাতরা থেকে বেঞ্জিন পৃথকীকরণ-
(a) আংশিক পাতনস্তম্ভ
(b) বিয়োজী ফানেল
(c) পাতন
(d) পরিস্রাবন
Answer – (a) আংশিক পাতনস্তম্ভ
Q. পেট্রোলিয়াম গ্যাসের C সংখ্যার পাল্লা-
(a) C5 – C7
(b) C20 – C30
(c) C15 – C18
(d) C1- C4
Answer – (d) C1- C4
Importance Questions Answers for ANM / GNM
Q. পোশাকের ড্রাই ক্লিনিংএ ব্যবহৃত হয়-
(a) ফুয়েড অয়েল
(b) ফুড ন্যাপথা
(c) প্যারাফিন
(d) মোম
Answer – (b) ফুড ন্যাপথা
Q. তরল সোনা বলা হয়-
(a) ন্যাপথা
(b) পেট্রোলিয়াম
(c) প্যারফিন
(d) কয়লা
Answer – (b) পেট্রোলিয়াম
Q. পেট্রোলিয়াম হল-
(a) C10 – C50 কার্বন
(b) C₁ – C40 কার্বন
(c) C10 – C100 কার্বন
(d) C30 – C150 কার্বন
Answer – (b) C₁ – C40 কার্বন
Q. ইথার (A), পেট্রোল (B), ক্লোরোফর্ম (C), জল (D), কোরোসিন (E) এই সমস্ত তরল পদার্থের ঘনত্বের ক্রম-
(a) ABD>E
Answer – (a) A<B<E<D<C
Q. কাদা ও জলের পৃথকীকরণ-
(a) পাতন
(b) বিয়োজী ফানেল
(c) আংশিক পাতন
(d) পরিস্রাবন
Answer – (d) পরিস্রাবন
Q. পেট্রোল ও জল -এর মধ্যে কম ঘনত্বের তরল-
(a) পেট্রোল
(b) জল
(c) কোনোটিই নয়
(d) A ও B
Answer – (a) পেট্রোল