Important Question Answer for ANM GNM & JENPAS UG

Q. কালো রং তৈরি করা হয় কোন ধরনের পেট্রোলিয়াম থেকে-

(a) প্যারাফিন

(b) কোক

(c) অ্যাসফল্ট

(d) লুব্রিলেটিং

Answer – (c) অ্যাসফল্ট

Q. জলের আণবিক গুরুত্ব হল-

(a) 2

(b) 18

(c) 16

(d) 12

Answer – (b) 18

Q. ক্লোরিন জলে মিশ্রিত জৈব যৌগের সাথে বিক্রিয়া করে ক্ষতিকারক পদার্থ উৎপন্ন করে-

(a) THM ও HAA

(b) 2-4, D ও TΗΜ

(c) DDT ও BHC

(d) BHC ও HAA Answer –

(c) DDT ও BHC

Q. পানীয় জলে p-H -এর মাত্রা-

(a) 0.3 – 0.5 (b) 3 – 6 (c) 09 – 03

(d) 6.0 – 9.0

Answer – (d) 6.0 – 9.0

Q. কোন রশ্মির সাহায্যে জল পরিশোধন করা হয়?

(a) x -রশ্মি

(b) UV-রশ্মি

(c) Y -রশ্মি

(d) ẞ-রশ্মি

Answer – (b) UV-রশ্মি

Q. THM-এর পুরো নাম-

(a) ট্রাই হ্যালোমিথেন

(b) ট্রাই হাইড্রো ম্যাগনেশিয়াম

c) A ও B উভয়ই

(d) কোনোটিই নয়

Answer – (a) ট্রাই হ্যালোমিথেন

Q. সাবানের সঙ্গে সহজেই ফেনা উৎপন্ন হয়-

(a) খর জল (b) মৃদু জল

(c) পানীয় জল

(d) বিশুদ্ধ জল

Answer – (b) মৃদু জল

Q. মোটরগাড়ির রেডিয়েটর ও কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়-

(a) বরফ

(b) জল

(c) HCI

(d) পারদ

Answer – (b) জল

Q. সেঁক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কারণ-

(a) জলের হিমাঙ্ক 0°C

(b) আপেক্ষিক তাপ কম

(c) স্ফুটনাঙ্ক 100°C (

d) আপেক্ষিক তাপ বেশি

Answer – (d) আপেক্ষিক তাপ বেশি

Q. একটি আয়নীয় যৌগ হল-

(a) NH3

(b) CO₂

(c) KCI

(d) HCI

Answer – (c) KCI

Q. ফ্লুরাইড দূষণের ফলে যে রোগ হয়-

(a) ক্লোরাইড

(b) ফ্লুরোসিস

(c) আর্সেনিকোসিস

(d) মিনামাটা

Answer – (b) ফ্লুরোসিস

Q. বিশুদ্ধ পানীয় জলের ক্ষেত্রে কলিফর্ম কাউন্টের মান-

(a) -1

(b) 1 (

c) 5

(d) 0

Answer – (d) 0

Q. সালফোনিক অ্যাসিড গ্রুপ-

(a) – SO3H

(b) – COOH

(c) – OH

(d) – O

Answer – (a) – SO3H

Q. ব্ল‍্যাকফুট ডিজিজ-

(a) ক্যান্সার

(b) যকৃতে বিকৃতি

(c) পায়ের পাতায় কালো দাগ

(d) অন্ত্রে ক্ষত

Answer – (c) পায়ের পাতায় কালো দাগ

Q. ব্ল‍্যাকফুট ডিজিজের জন্য দায়ী জলের-

(a) পারদ দূষণ

(b) ক্লোরাইড দূষণ

(c) আর্সেনিক দূষণ

(d) আয়রন

Answer – (c) আর্সেনিক দূষণ

Q. জলে ফুরাইডের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা-

(a) 1.0 mg/L

(b) 0.5 mg/L

(c) 1.5 mg/L

(d) 2.0 mg/L

Answer – (c) 1.5 mg/L

Q. সর্বজনীন বা বহুমুখী দ্রাবক-

(a) অ্যাসিড

(b) অ্যালকোহল

(c) ইথার

(d) জল

Answer – (d) জল

Q. ফ্লুরাইডের সঙ্গে দাঁত ও হাড়ের ক্যালসিয়ামের বিক্রিয়ায়-

(a) CaF

(b) CaO

(c) CaF2

(d) CaSO4

Answer – (c) CaF2

Q. ফুরাইডের ফলে পায়ের হাড় বেঁকে যাওয়াকে বলে-

(a) নকনি সিনড্রোম

(b) ইটাই-ইটাই

(c) মিনামাটা

(d) Black Foot

Answer – (a) নকনি সিনড্রোম

Q. PPM -এর পুরো নাম

(a) Parts Per Million

(b) Particle Million

(c) Parts Per Meters

(d) Percent Million

Answer – (a) Parts Per Million

Q. সিরোসিস অফ লিভার-এর কারণ-

(a) আর্সেনিক

(b) পারদ

(c) ক্যাডমিয়াম

(d) ফ্লুরাইড

Answer – (a) আর্সেনিক

Q. ফ্লুরাইডের বিষক্রিয়ার মাত্রা-

a) 0.5 ppm

(b) 3 ppm

(c) 5.1 ppm

(d) 1.10 ppm Answer –

(d) 1.10 ppm

Q. সোডিয়াম স্টিয়ারেট-এর গঠন সংকেত-

(a) C15H31COOH

(b) C17H33COOH

(c) C17H35COONa

(d) C17H35COOH

Answer – (c) C17H35COONa

Q. গ্যাসোলিন ব্যবহৃত হয়-

(a) কার্বন তড়িৎ দ্বার

(b) মোটর গাড়ির জ্বালানি

(c) মোম দেওয়ার

(d) কালো রং

Answer – (b) মোটর গাড়ির জ্বালানি

Q. অ্যালাম-এর সংকেত-

(a) K2SO4, Al₂ (SO3)3, 24 H₂O

(b) Al2(SO4)3 + 3Ca(HCO3)2

(c) H2O3 (d) K2SO3Al2O3

Answer – (a) K2SO4, Al₂ (SO3)3, 24 H₂O Q. H₂SO₄-এর আণবিক ভর কত?

(a) 102 (b) 98 (c) 90 (d) 96

Answer – (b) 98

Q. STP – তে 11.2 L অ্যামোনিয়া গ্যাসের অণু সংখ্যা কত?

(a) 3.0111023

(b) 3.0231023

(c) 3.0221023

(d) 3.0111021

Answer – (a) 3.0111023

Q. CaCO3 = CaO + CO₂ এর বিক্রিয়াতে । মোল CaCO3 থেকে CO₂ -এর ভর কত?

(a) 48 গ্রাম

(b) 42 গ্রাম

(c) 44 গ্রাম

(d) 88 গ্রাম

Answer – (c) 44 গ্রাম

Q. 1 গ্রাম অণু অক্সিজেনের গ্যাসের আয়তন-

(a) 22.4 L

(b) 44.8 L

(c) 11.2 L

(d) 22.7 L

Answer – (a) 22.4 L

Q. 1 মোল H₂SO₄ -এর পরমাণুর সংখ্যা-

(a) 5×0.022×10²³

(b) 7×6.022×10²³

(c) 3×6.022×10²³

(d) 6×6.022×10²³

Answer – (b) 7×6.022×10²³

Scroll to Top